পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী পে। ১২৮৫ } ংক্ষিপ্ত সমালোচনা । , - 85) く ংক্ষিপ্ত সমালোচনা । বীরেন্দ্র চরিতম। প্রমাতঙ্গাচরণ গো স্বামী কর্তৃক প্রণীত। জ্ঞান রত্নাকর যন্ত্রে মুদ্রিত । | ইহ একখানি সংস্কৃত মহাকাব্য । এই গ্রন্থ হস্তগত হইবামাত্র আমাদের অ’ তথ্যস্ত হর্য উপস্থিত হইল । হর্ষের কারণ | এই যে, বহুদিন হইতে সংস্কৃত গ্রন্থ প্রণয়নে লোকের তার উৎসাহ ও অমুরগি মৃন্ট হয় না,•এক্ষণে আবার দুই একটা গ্রন্থকার হিন্দু-সমাজের সৌভাগ্যক্রমে উfদত হইতেছেন । এই জন্য এই গ্ৰন্থখানি সাদরে পাঠ করিলাম। কবিত্ব পূর্বাচার্য্য দিগের সহিত স্বৰ্গীরূঢ় হইয়াছে, এক্ষণে যিনি ভাষার চাতুৰ্য্য দেখাইতে পারবেন তিনিই সুলেখক । গোস্বামীমহাশয়ের সংস্ক ৪ চন প্রশংসনীয়, কিন্তু “বিভাব রী: *কাল ইফেলুন। থলু—”এই বাকীটাৰ ন্যায় কোন কোন স্থলে রচনায় সংস্কৃতরীতির ব্যতিক্রম হুইয়াছে ৮° সুতরাং ইহা বাঙ্গলাগন্ধী পদা। e হেলেন। কাব্য--প্রথম ও দ্বিতীয় { খণ্ড । ( সটীক ) ঐআনন্দচন্দ্র মিত্র প্রণীত । প্রথম খণ্ড, ময়মনসিংহ–ভারতমহির যন্ত্রে মুদ্রিত। মূল্য ১ টাকা । দ্বিতীয় খণ্ড, কলিকাতা--রায় যন্ত্রে মুদ্রিত। মূল্য νηο «ΝΗΦί ! এই হেলেনা কাবা দুখানি মহাকাব্য। কিন্তু আমাদের মতে এবং পূর্বাপর প্রথা অনুসারে যে বিষয়ের সঙ্গে দৰ্শীয় পূরাণইতিহাসের, দেশীয় আচার ব্যবহারের, { দেশীয় ভাবপ্রকৃতির কোন প্রকার নিকট । বা দুর সম্পর্ক নাই, সে বিষয় মহাকাব্যের } প্রসঙ্গ হওয়া যুক্তিসঙ্গত নহে। দ্বিতীয়তঃ হেলেনার মত স্ত্রীলোক—যিনি বিবাহের পূর্বে দশমবর্ষ বয়স হইতে টুয়ের ভক্ষাবশেষ | কালে ষষ্টি বর্ষ বয়স পর্য্যন্ত ভিন্ন ভিন্ন অtলিঙ্গনে ক্রমাগত আপনাকে সমৰ্পণ করিয়া | ছিলেন, তাহাকে মহাকাব্যের নায়িকী । করা নিতান্ত অবিধেয়। মহাকাব্যের নায়ক ! কিম্বা নায়িকা বিশেষ বিশেষ গুণের আদশস্থল হওয়া উচিত । বিশেষতঃ যে খানে । গ্রন্থগুরু বলিতেছেন— “ প্রমোদ উদ্যান মাঝে পুপগৃহ-তলে, দড়িয়ে মলিন বেশে হেলেন স্বন্দরী--- জগতের রূপরাশি,-হ{য় রে যেমতি বিন্ধাiচলে মহামায়ী, পঞ্চবটী বনে জনম-দুঃখিনী সীতা ; ” ইত্যাদি— - সেখানে আমরা গ্রন্থকারকে কোন মতেই ! সাধুবাদ দিতে পারি না । প্রমোদ-উদানে মলিনবেশ হেলেনার সঙ্গে “ বি- | ন্ধ্যাচলে মহামায়৷ ” অথবা “ পঞ্চবটী । বনে সীতার” ভাবগত, প্রকৃতিগত, ক., পনাগত এমন কোন সোসাদৃশ্যই নাই i যাহার অনুরোধে মহান ভাবের প্রতিমাস্বরূপ { “ মহামায়৷ ” অথবা ধৈর্য্য এবং ਸ਼ਾਂ প্রতিমাস্বরূপ সীতার সঙ্গে আমোদপ্রিয় ! চপল হৃদয় হেলেনার কোন বিষয়ে তুলনা: . ضفتنساخنة