পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- সংক্ষিপ্ত সম ল্লfচন । (ভারতী পেী মন করিয়া জাহাদিগের অবনতি সাধন করা স্বরুচির কায মনে হইতে পারে। যাছা । হউক, গ্রন্থকার যে একজন সুমিষ্ট কবিতালেখক এবং বাঙ্গালী ভাষার উপর যে তাহ!র দিব্য অধিকার আছে তাহা আমরা মুক্ত কণ্ঠে স্বীকার করি । ভারতভৈষজ্যতত্ত্ব। প্রথম খণ্ড । শ্ৰীঅম্বিকাচরণরক্ষিত কর্তৃক সঙ্কলিত। কলিকাতা,চিকিৎসাতত্ত্ব যন্ত্রে মুদ্রি ত । মূল্য ১% । এই পুস্তকখানি আমরা বিশেষ সমঃদরের সহিত গ্রহণ করিলাম । দেশীয় গাছগাছড়া হইতে যে কত রোগের কত প্রকার ঔষধি পাওয়া যায় এবং তাহ! কি রূপে, কি মাত্রায়, কি প্রকারে প্রস্তুত করিয়া সেবন করিতে হয় তাহ প্রদর্শন করাই এই পুস্তকের উদেশ্য। ধনী লোকেরা ১৬ টাকা দর্শনী, ক্রস্থম গাড়ির ঘর্ঘর শবদ, সেনার চেনের চাকচিক্য ও বিলেতী হাসপাতালের চিকিৎসা-প্রথার মোহে যে রূপ সহসা মুগ্ধ হইয় পড়েন, তাহাতে র্তাহীদের পক্ষে এ পুস্তক খানি ভাল না লাগিলেও লাগিতে পারে । কিন্তু যদি কেহ কথন দেখিয়া থাকেন পঞ্জি গ্রামের দীন দুঃখীরা কি রূপ আগ্রহ সহকারে স্ত্রীর রূপার বালাবাজু অথবা খাবার পাথরখটি পৰ্য্যস্ত বন্ধক দিয়া গ্রাম্য বিলেতা ঔষধf. লয় হইতে কলিকাতার উচ্ছিষ্ট ঔষধ কনিতে যায়, তাহার এই পুস্তক পাঠে অতি দুঃখের সহিত অবগত হইতে পরিবেন যে সেই দীন দুঃখীদের কুচারের চারিধারেই হয় ত কত প্রকার স্বলভ, সহজ এবং চমৎকার ঔষধ সকল রাশীকৃত হইয়া ब्रश्झिाएछ । - -ಮಷ್ বীর-কলঙ্ক নাটক । প্রথম খণ্ড । ] ঐ প্রমথনাথ মিত্র প্রণীত। কলিকাতা, বিডন যন্ত্রে মুদ্রিত, মূল্য ৮ আনা । ] মহাভারতের অভিমত্যু-বধ-প্রসঙ্গটি অবলম্বন করিয়া এই বিয়োগান্ত নাটক খানি | রচিত হইয়াছে। ইহার এক স্থান উদ্ধত করিলেই ইহার সমস্ত পরিচয় দেওয়া হুইবে । সপ্তরর্থী-বেষ্টিত অভিমতু ষখন তুমুল সংগ্রাম করিয়া হতবল হইয়া পড়িয়াছেন, তখন অভিমনুকে লক্ষ্য করিয়া দ্রোণ বলিতেছেন “দ্রোণ। তোমার সকল অক্সই গেছে-- অবশিষ্ট ঐ অসি ! যদি প্রাণের ভয় থাকে { ত অবিলম্বে উহা ত্যাগ কর । অভিমমু। প্রাণের ভয় করি আছে তা । সকলেই দেখতে পাচে। আর বীরত্ব | প্রকাশ কেরিতে হবে না, যথেষ্ট হোয়েছে। ! 攀 畿 * 噸 離 দুঃশাসন । এখন মোরতে প্রস্তুত চ | অভিমন্ত্র । তথাস্তু ! তা তোমাকে { কষ্ট পেয়ে বোলতে হবে না। তা আমি | অনেক ক্ষণ বুঝতে পেরেছি।” মুকুট উদ্বার | মহাকাব্য। শ্ৰীহরি- ; মোহন মুখোপাধ্যায় বিরচিত । কলিকতা, । সোমপ্রকাশ যন্ত্রে মুদ্রিত । মূল্য ১ টাকা । ] এই পুস্তক একখ:নি রূপক । মহাকাব্য। রামায়ণের সীতাহরণ, যুদ্ধ ও সীতার উদ্ধার ভাগ দূৰ করিয়া যবন । কর্তৃক ভারত উৎপীড়নই এই মহাকাব্যে । বর্ণিত। গ্রন্থকারের কল্পনা-প্রাচুর্য্য, রচনা | ७१|ै, ५६९ छाधाझ cनोन्मtü चाभद्र! নিতান্ত প্রীত হইয়াছি । -