পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अब्रडी भाष જન્મ ) শব-চ্ছেদ। অল্পে ঘর্ষণ করবে, আর দেখিতে থাকিবে। এইরূপ করিলে যাহা কিছু বলা হইয়াছে, বাহ্য এবং আভ্যস্তরিক বিশেষ বিশেষ অল্প প্রত্যঙ্গ-সমস্তই চক্ষে দেখিতে পাইবে । পূৰ্ব্বকালের শব-চ্ছেদ-বিধি এইরূপ, हेशहै क्लयम विश्वन श्हेब मैंख़ाईबाटझ् । পরস্তু এই শব-চ্ছেদ-বিধি কোন সময়ে প্রবর্তিত হয় এবং মুশ্রুত ও ধন্বন্তরি কেন্‌ সময়ে বর্তমান দিলেন তাহ) উত্তম রূপ নির্ণয় হইবার নহে। তবে সন্ধান করিলে এই মাত্র নির্ণীত হয় যে ধন্বন্তর চতুঃসইস্রাধিক বৎসরেরও পূর্ববর্তী। যে হেতু ব্যাসকৃত মহাভারত গ্রন্থে ইহঁার জন্মবিবরণ এবং ইহঁর চিকিৎসা-বৃত্তাস্তু বর্ণিত হইয়াছে। পুরাণtশুরে সুশ্রীতেরও পরিচয় পাওয়া যায় ; ইনি একজন ঋষিকুমার, মহর্ষি বিশ্বামিত্রের পুত্র । সুশ্রুত গ্রন্থের প্রারম্ভে লিখিত আছে যে, এই আয়ুর্বেদ-শাস্ত্র প্রথমে ব্ৰহ্মা, প্রজাপতিকে অধ্যয়ন করান, প্রজাপতি অশ্বিনীকুমারদিগকে, পরে ইন্ধকে, আমি ইত্রের নিকট শিক্ষা করিয়াছি, লোকহিতের নিমিত্ত আর্মি আবার তোমাকে বলিতেছি । এক্ষণে বিবেচনা কর যে সুশ্রুত কত পুরাতন ব্যক্তি। এক্ষণকার ইতিহাসবেত্তাদের মত অবলম্বন করিলেও ইনি বহু | প্রাচীন হইয়া দাড়ান। যথা— আরবদেশীয় এক খানি ইতিহাস, যাহার নাম “আয়নুল অম্বা ফিতবকাতুল অত্বা”। এই গ্রন্থে লিখিত আছে যে, কঙ্ক নামক এক জন ভারতবাসী পণ্ডিত ৬৯৪ শকে অলমন স্বর বাদশাহের সভায় উপস্থিত হইয়া _ ছিলেন। ইনি ঔষধ ও রোগ নিরূপণ বিষয়ে ] অতি স্থপণ্ডিত ছিলেন। ইহঁর সঙ্গে যে } সকল পুস্তক ছিল তন্মধ্যে: এক পুস্তক *. “বিহৎ সিন্দ হিন্দ, ইহা গণিত শাস্ত্রীয় | পুস্তক। অপর এক পুস্তক ছিল, তাহার | নাম “সত্ৰদ” বিহৎ সিন্দ হিন্দ এই গ্ৰন্থখানি সংস্কৃত | ব্রহ্মসিদ্ধান্ত পুস্তক হওয়া অতীব সম্ভব | এবং দ্বিতীয় পুস্তক খানি ঔষধ ও রোগ | নির্ণায়ক পুস্তক সুতরাং উহা সংস্কৃত স্বশ্ৰুত }ি গ্রন্থ হইবে । - | উল্লিখিত গ্রন্থের অন্ত এক স্থলে লিখিত | , আছে যে, ৭•৭৮ শকে হারূন অনুরশীদ নামক বাদশাহের উৎকট পীড়া হওয়াতে { তিনি ভারতবর্ষ হইতে মঙ্ক নামক একজন | বিখ্যাত চিকিৎসককে লইয়া যান । हेहब দ্বারাই তিনি রোগ হইতে মুক্তিলাভ করেন। . এই মঙ্ক আরবদেশে মহামহোপাধ্যায় রূপে | প্রতিষ্ঠা প্রাপ্ত হইয়াছিলেন এবং আরবীক । ও পারসীক ভাষাতে অনেক চিকিৎসা গ্রন্থ | অনুবাদ করিয়া দিয়া ছিলেন । তাহার সঙ্গে | যে সকল চিকিৎসা-পুস্তক ছিল, তন্মধ্যে | “সরক” ও “সত্ৰা” এবং “নিদান” নামক | পুস্তক ত্রয়ই প্রধান ছিল । পাঠকগণ বিবেচনা করুন, সরক সম্রদ | ও নিদান এই পুস্তকত্ৰয় চরক, স্বশ্ৰুত ও 1 । নিদান গ্রন্থ হইবার অতীব সম্ভাবনা কি ! না? যদি তাহ হয়, তবে এই পুস্তকত্ৰয় | ৬০০ শকের বহু পূৰ্ব্বে রচিত হইবে, সংশয় | नांझे । - * - এই সকল দেখিয়া অনুমান হরয়ে, "