পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী মাঘী১২৮৫ ) ছিন্ন মুকুল । o 88%. } আশ্চৰ্য্য, পুৰ্ব্বদিনকার ঘটনার কথা লইয়। কোথা দুজনার গল্প থামিবে না—ন:দুজনেই আজ নিস্তব্ধ, দুজনেই চিন্তামগ্ন । কিন্তু রাখিলে দেখিতে পাইতেন যে তাহাদের উভয়ের সেই নিস্তব্ধ মুখমণ্ডল পরস্পর কেমন ভিন্ন-ভাব-ব্যঞ্জক। প্রমোদ, গম্ভীরপ্রশান্ত-যেন বহির্জগতের সহিত র্তার কোন সম্পর্ক নাই—চক্ষে যেন দৃষ্টি নাই— মুখে প্রফুল্লত। নাই ; আর যামিনীনাথের অধীর ঘন ঘন দীর্ঘ নিশ্বাসে যেন অনল fবহিতেছে-কখনো কখনো (কিসের ভাবে পিয়া উঠিতেছে—আবার কথনে যেন কোন আশার নিফলতা ভাবিয়া ব্রুযুগ কুঞ্চিত হ: ইয়া পড়িতেছে। উভয়ের মনে-মনেই.চিন্তাস্রোত বহিয়। যাইতেছে—কিন্তু কেহই কাহারে নিকট আপন মনোভাব প্রকাশ করতেছেন না । এক জন ভাব-প্রকাশ বিষয়ে সম্পূর্ণ অন্তমনস্ক, আর একজন ভাবপ্রকাশ বিষয়ে সম্পূর্ণ অনিচ্ছুক।. এই রূপেই প্রায় সে দিনটি কাটিল। * অল্প টি একটি সামান্ত কথা ছাড়া—তাদের কোন কথাই হইল না; দুজনের কেহই পুর্ঘদিনকার কথা তুলিলেন না। প্রমোদের এক একবার মে কথার প্রসঙ্গ করিতে অত্যন্ত ইচ্ছ। হইতে লাগিল, তিনি সে বিষয়ের দুই একটি কথা তুলিলেন–কিন্তু তাহাতে যামিনীনাথকে নিরুত্তর দেখিয় আপন হই তেই আবার প্রমোদ থামিয়া গেলেন। ক্রমে সে দিনটি এক রূপে কাটিল। পর কে জানে) র্তাহার ওষ্ঠাধর আহলাদে কুঁা কেহ মনোনিবেশ পূৰ্ব্বক উভয়ের প্রতি দৃষ্টি | দিন তাহদের কানপুর ছাড়িবার কথা{ ছিল—কিন্তু দুজনেই পরস্পর কি মনে তা- } বিয়া সেদিনও যাওয়া বন্ধ করিয়া তাছার } পরদিন যাওয়া স্থির করিলেন–কিন্তু সেই f ত্যাগ করিল না । অপরাহ্নে প্রমোদ বন্ধুকে | কিছু না বলিয়া, চিত্তাভারাক্রান্ত মনকে শাস্তিদান করিতে, সুদৃশ্য ভাগীরথী-তীরে } আগমন করিলেন । সেখানে আসিয়া দেখিলেন, পরপারেই সেই অরণ্য—সেই বনদেবীর বাসস্থান। অরণ্য দৃষ্টি প্রমোৰ | যেন কত কি ভাবে এক প্রকার অভিভূত | হইয়া পড়িলেন। ভাবিতে ভাবিতে তিনি। যে সেতু পার হইয়। সেই অরণ্যের দিকে{ চলিতে লাগিলেন—তাহা তখন নিজেই ; বুঝিতে পারিলেন না। মন্ত্র-মুগ্ধ হরিণের মত | তাড়িৎ প্রভাবেই তিনি যেন পদে পদে } অগ্রসর হইতে লাগিলেন। অরণ্যে আসিয়া | তাহার চমক ভাঙ্গিল-কিন্তু তখন শার किबिब्रा पाश्प्ड भ। उनि ना—कि अरू ! প্রবল ইচ্ছায় অভিভূত হইয়া সেই জঙ্গল মধ্যে ভ্রমণ করিতে লাগিলেন । সন্ধ্যা হইলে । o আবার যে পথহারা হইয়া বিপদে পড়িতে ; পারেন, তাহা ভুলিয়া গিয়া অনেক ক্ষ৭ { একাকী ভ্রমণ করিতে লাগিলেন। কিন্তু } যাহাকে মনে মনে খুজিতে ছিলেন, তাহাকে | i পাইলেন না। রাত্রে ষে পথ দিয়া ফুটাৱে । গিয়াছিলেন, অনেক করিয়া সে পথে গিয়া} দূর হইতে কুটারটি দেখিতে পাইলেন–জাবার মন্ত্ৰ-মুগ্ধের স্তায় দুর হইতে তাহার পানে } घ्रादिबांदे ब्रश्ष्गिन-क्रुि ठाशब्र बिकले द