পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=- T ভারতী মাঘ ১২৮৫ ) ब्रि भूङ्ण। ’’ গিয়া দুই চার দিন থাকিতেই হইবে—নহিলে—” এই সময় নীরজ বলিয়া উঠিল— “আমার বউকথাক গুটি তোমাকে দেখান হইল না—তুমি কি আর আদিবে না ?” প্রমোদ এই কথায় একটু হাসিয়া তাহার পানে চাহিয়া রছিলেন । সন্ন্যাসী ও সেই কথায় একটু হাসিলেন, কিন্তু কিছু পরেই আবার সে হাসি বিষাদরূপে পরিণত হইল, সন্ন্যাসীর মুম্বকাস্তি গষ্ঠীর হইয় পড়িল প্রমোদ বালিকার পানে চাহিয়া আপন মনে মনে কথা কহিতে কহিতে অজ্ঞাত ভাবে অস্তে আস্তে বলিলেন—“এমন সরলা আর একটাও দেখি নাই”—এই কথাটি যদি ও প্রমোদ ক্ষতি আস্তে বলিয়াছিলেন, বিস্তু ইহা সন্ন ধীর কর্ণে প্রবেশ করিল, তিনি বলিয়া উঠিলেন—“স ত্য—এমন সরলা আর নাই –কিন্তু ইহার উপযুক্ত পাত্র কোথায় ? যোগ্য পাত্রে অর্পণ করিয়া হরিদ্বারে যা গুয়া কি আমার ঘটিবে ?” শুনিয়া নীরজ। বালা ভাব ছাড়িয়। 'ಜೆ' ভাবে বলিল-“পিতঃ, হরিদ্বারে আমাকে সঙ্গে লইয়। যাইবে না? আমি সঙ্গে যাইব ।-হরিদ্ধার কতদূর?” স। "অনেক দূর।” নীরজ। এই কথায় বাকুল ভাবে প্রমোদের দিকে চাহিয়৷ বলিল—“হরিদ্বার দু হইলেও কি তুমি এইরূপ বেড়াইতে আসিতে ?” সন্ন্যানী এই কথায় নীরজার প্রতি চাছিলেন— কি খুবে এই কথাটি তাহার অন্তরতল হুইতে বাহির হইল—তিনি তাহা যেন জানিতে চেষ্টা করিলেন । যে একটী ভাবে - - সমস্ত পৃথিৱী মুগ্ধ, সমস্ত_দেবগণ মুক্ষয়ে ! একটি ভাবে সমস্ত জগৎসংসার চরিতেছে, }, ব্যাকুলত সেই ভাবের অন্ধুর কি না ? কিন্তু । কিছু বুঝিতে পারিলেন না, নীরজার কথায় { প্রমোদ বলিলেন “হরিদ্বার কতই বা দুর* : নী । "না, না, ততদুর যাইতে তোমার ! কষ্ট হইত—না ?” প্রমোদ একটু হাসি ছাড়া । ইহার উত্তর করিলেন না—সন্ন্যাসী ও কথা ; বন্ধ করিবার জন্ত বলিলেন “নীরজ, তোকে : রেখে কি আর আমি হরিদ্বার যাইব ? তোর } আগে বিবাহ হউক। কিন্তু তাহ হইলেই ; কি যাইতে পারিব ? উঃ মায়ার কি দোওপীড়ন—জানিতেছি কিছুই কিছু না-জানি-; তেছি চক্ষু বুজিলে সেই পরব্রহ্ম বই আর } গতি নাই—জানিতেছি যে চক্ষু বুজিবার সম- } য়ও অগ্রসর, -- ... ." তথাপি মমতাবর্তে মোহগৰ্ত্তে নিপাতিত: ; মহামায়াপ্রভাবেন সংসারস্থিতিকারিণঃ ॥" } বলিয়া সন্ন্যাসী চক্ষু নিমীলিত করিলেন,1 দুই এক বিন্দু অশ্রুবারি তাহার গও বাহিয়া .. পড়িল। কিছুক্ষণ এইরূপে অতিবাহিত হই । बान्न भन्न-अध्यान श्रृप्श् याहेदाङ्ग निबिख् | বিদায় প্রার্থনা করিলেন। তখন সন্ন্যাসী, } প্রমোদের পথ চিনিয়া যাইতে কষ্ট হইতে পারে, বলিয়া স্বয়ং পথপ্রদর্শক হইবার o ইচ্ছায় উঠলেন। নীরজাও সঙ্গে আমিতে ঃ চাহিল, কিন্তু সন্ন্যাসী নিষেধ করি বলি: uলন “কাল গ্রাতে আমাকে নৈমিষারণে } যাইতে হইবে—তোমায় খুব রাত থাকিতে h উঠতে হইৰে—শুইতে আর ৰিলা করিও }