পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী মাঘ ১২৮৪) স্নেহের অভাব কি ভয়ানক, বুঝতে পারি| লেন । আগে কত সময় কনককেকৈত মৰ্ম্মে আঘাত দিয়াছেন, বিষগ্ন প্রমোদকে কনক কাতর ভাবে সাত্বনা করিতে আসিলে, প্রমোদ বিরক্ত ভাবে উঠিয়া গিয়া তাছাকে কত মৰ্ম্মপীড়া দিয়াছেন, আদর করিয়া খাওয়াইতে আসিলে কতবার হাত : ছুড়িয়া ফেলিয়। কনককে র্কাদাইয়াছেন—তাহার ভালবাসার প্রতিদানে বিরক্তি ও তাচ্ছিল্য উপহার দিয়া তাহাকে কত কষ্ট দিয়াছেন— কাছে থাকিতে প্রমোদের তখন এ সকল কিছুই মনে হয় নাই—এখন সহসা অপরিচিতের মধ্যে আসিয়া স্নেহের অভাব বুঝির | প্রমোদের এই সকল বাল্য-কথা মনে | পড়িল । প্রমোদের জন্ত কনক কত সময় কত করিত, সেই সকল ঘটনা তখন কিছুই মনে হইত না—এখন প্রমোদের সে সকল ঘটনা অনেক মনে পড়িতে লাগিল ৷ কি করিয়া ভ্রাতার দোষ ভ্রাতার অজ্ঞাতভাবে আপন স্কন্ধে লইয়া কনক প্রমোদকে স্বশী| লার নিকট নির্দেষী করিত,* কত সময় সেই জন্ত কনক কত কষ্ট পাইত, প্রমোদের তাহা মনে পড়িল । তাহার মনে পড়িল এক দিন বৃষ্টির পর তাহারা ভ্র। তা ভগিনীতে সেই বৃষ্টির জলে উদ্যানে খেলা করিতেছিলেন, হঠাৎ বাতায়ন হইতে সুশীল; { তাহ দেখিয়া ক্রুদ্ধ হইয়া ডাকিলেন, প্রমোদ তাহার নিকট যাইতে যাইতে আবার যাইতে অনিচ্ছুক হইয়া অন্ত স্থানে পলাইয় গেল, প্রমোদের পলায়নে কনক হৃষ্টচিত্তে ছিন্ন মুকুল। | ऊंशत्र उभिीत्र प्रश्ब्दशित्ञ्ञानिन SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAAAAS একাকী মুশীলার নিকট গেল। কনকের সন্তুষ্টর কারণ তখন প্রমোদ বুঝিতে পারেন | নাই—তাহার পর বুঝিলেন যে কনক এখন | একাকী গেলে তাঁহার উপর দিয়াই যাহা । ঝড় বহিবার বহিয়াই ক্ষাস্ত হইয়া- যাইরে, { প্রমোদের আর কোন কষ্ট পাইতে হইবে | না—এই মনে করিয়াই কনক আহলাদপূর্ণ | হইয়াছিল। আপন পৃষ্ঠে শাস্তি লইয়া | ভ্রাতাকে বাচাইতে পারিল বলিয়া কনকের যে প্রচুর আহলাদ হইয়াছিল—তাহ প্ৰ মোদের মনে পড়িল । এইরূপ কত শত | ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহময় ঘটনা তখন প্রমোদের । মনে পড়িতে লাগিল। তখন কনকের ভাল- | বাসা তাহার নিকট অমূল্য বলিয়া বোধ | হইতে লাগিল। আপনার সমস্ত নিষ্ঠু ব্যবহার মনে পড়িয়া প্রমোদের অনুতাপ হইতে | লাগিল। ভাবিলেন—এবার বাড়ী গিয়া আর ' কনককে কষ্ট দিবেন না। ক্রমে দিনকতক কলিকাতায় থাকিতে থাকিতেই আবার . যখন কলিকাতা সহিয়া গেল, তখন তাহার } সঙ্গে সঙ্গে তিনি কনককেও ভুলির গেলেন, }, কনকের স্নেহও ভুলিলেন—অনুতাপও ক্রমে | অবসান হইল। কিন্তু কনক ভাইটিকে দেখি- - বার জন্য কতই ব্যাকুল হইত-সারা বৎসর | তাহার জন্ত কতই উৎসুক ভাবে অপেক্ষা | করিয়া থাকিত, পরে ছুটতে প্রমোদ বাড়ী { আসিলে, তাহার আনন্দ ধরিতনি। যে কদিন| প্রমোদ বাড়ী থাকিতেন, কি সুখে সে দিন । গুলিতাহার কাটিয়া যাইত তাহ বলিৰাৱ | নহে। এবারও সারা বৎসর অপেক্ষা করিয়া{ করিয়া আশ্বিন মাস আসিল, কত বঙ্গভাবে |