8●も* কনক প্রমোদের জন্য অপেক্ষা করিতে | লাগিল, কিন্তু অবশেষে এক দিন হতাশ হইয় তাহার শুনিতে হইল যে প্রমোদ আপাততঃ কানপুরে বেড়াইতে যাইতেছেন, সেখান হইতে কিছুদিন পরে আসিবেন। | কনক-বালিকার বড়ই কষ্ট হইল, কিন্তু কি করিবে, সহিষ্ণুতার সহিত আবার দিন গfণতে লাগিল। প্রমোদ যেদিন কানপুর হ| ইতে বাড়ী আসিলেন, তাহার আর আহলাদ রাখিবার স্থান রহিল না, তাহার ক্ষুদ্র হৃদয়টি | অপরিমিত সুখে ভাসিতে লাগিল। বিশেষতঃ প্রমোদের ভাবভঙ্গী এবারে অন্তবার হইতে স্নেহ ও মমতাময়। প্রমোদের ঈষৎ হাসি-মুথখানি এবারে এমন এক নুতন অমায়িক উজ্জ্বল জ্যোৎস্বাময় ভাবে পরি- পুত, যে দেখিলে বোধ হয় তাহার হৃদয়ে একটি নুতন ভাবের স্ফৰ্ত্তি হইয়াছে। কিন্তু সুখের দিন শীঘ্রই ফুরাইয়া আসে, কন প্রমোদ আজ সন্ধ্যাকালে কলিকাতায় | যাইবেন, তাহার সঙ্গে লইবার সমস্ত দ্রব্য, সামগ্ৰী কনক গুছাইয়া দিল। কনক তাহার সঙ্গের ব্যাগে উদ্যানজাত কতকগুলি | বাদাম পৰ্য্যন্ত লুকাইয়া পুরিয়া দিল, আপন হস্ত নিৰ্ম্মিত পশমের মোজা গলাবন্ধ ইত্যাদি কতকগুলি জিনিল তাহাতে রাখিল, শেষে ছিন্ন মুকুল । করিয়া একখানি পাঠ। পুস্তক লইয়। পড়িতে (ভারতী মাখ ১২৮৫ i *. গোছান, e ইলে পাঠ-গৃহে আলিয়। কনক বসিল । পাঠে মনোনিবেশ করিয়ার চেষ্ট৷ গেল, শীঘ্র শীঘ্র অনেক পাত উলটাইল বটে, কিন্তু পড়িয়া পড়িয়া তাহা উলটাইল কিম্বা অশ্রুসিক্ত হওয়াতে তাহা উলটাইতে বাধ্য হইল, তাহ আমরা ঠিক বলিতে পারি না । কিছু পরে কনক বিরক্ত ভাবে বইখানি মুড়িয়া অঞ্চলে অশ্রু মুছিতে লাগিল, মুছিয়া মুছিয়া আবার কি ভাবে জালি না— | সেই বইখানি খুলিয়া পড়িতে গেল, এই | সময় প্রমোদ সেই ঘরে আসিয়। উপস্থিত হইলেন । আস্তে আস্তে তাহার নিকট আসিয়া একখানি চোকিতে স্থির ভাবে | বসিয়া জিজ্ঞাসা করিলেন “কি পড়িতেছ।” | ক । “ভারতবর্ষের ইতিহাস ।” “কই | দেখি” বলিয়া প্রমোদ বইখানি হাতে লই | লেন, কিন্তু তাহাতে একবার চক্ষু বুলাইয়ই | আবার সশস্বে তাহ টেবিলের উপর ফে- { লিয়। রাধিয়া বলিলেন “কনক—” কনক ! বলিয়াই প্রমোদ থামিলেন-কি লিতে | গিয়াছিলেন 'মার বলিলেন না, কনক তাহা । বুঝিরা বলিল "দাদ। কি ? কি বণিতে ছিলে । বল না ?” প্র । "না, কিছু না—f৪ জ্ঞাসা করতে | ছিলাম তোর ইতিহাস বেশ মনে আছে ? ] বল দেখি নুরজাস্থান কে ?” তঁহার জিজ্ঞা | BB BBB DMtt DBB SBB BBBBBS S झौ- *** 1 औरद्रब ६:१ ६ ग्र ” প্র । " +;ঙ্গর মুঃ হামাক চিমিল | কি ক’রে?” ." --
পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।