পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i ভারতী মাঘ ১২৮৫ ) छेिन्न | : . - : ;&3.', " , ::م 8సి' - ক । “অল্পবয়স্ক নূরজাহান আকবরের | অদরে প্রায়ই থাকিত-সেই সময় যুবরাজ | জাহাঙ্গীর তাহাকে দেখিয় তাহার রূপে: মুগ্ধ হন।” * প্র । “আছা, আচ্ছা, তার পর সের আফগানের সঙ্গে বিবাহ হোলেও আবার জাহাঙ্গীরের রাণী হোলো কি করে ?” ক । “জাহাঙ্গীরের আদেশে সের আফগান হত হইয়া—”কনকের কথাটি শেষ না হইতে প্রমোদ বলিলেন “ছিঃ ছিঃ—জাহাঙ্গীরের প্রেমু প্রেমই নয়, সে প্রেমে আত্মবিসর্জন কই ?” বলিতে বলিতে প্রমোদের মনে কত ভাব বহিয়া গেল। মনে হইল নীরজা যে র্তাহার হইবে, ইহা তে র্তাহার দুরাশা—কিন্তু তাহা কি হইবে ? এ দুরাশ কি সফল হইবে ? যদি না হয়—যদি নীরজা অন্তের হয় তাহা হইলে তাহার কি হইবে ? নীরজ, তাহা হইলে পর হইয়া যাইবে, যদি কখনো তখন র্তাহার সহিত দেখা হয় সে তাহার কাছে হইতে লুকাইবে,* আর হয়তো কখনই দেখিতেও পাইবেন না—উঃ কি কষ্ট, ভাবিতেও তাহার কষ্ট হইল, প্রমোদের ওষ্ঠাধর মৃত্ত্ব মৃদু কঁাপিতে লাগিল—কিন্তু পরক্ষণেই তাহ। মিলাইয়া গেল, তিনি চৌকি হইতে উঠিয়া বেড়াইতে বেড়াইতে বলিলেন—“নুরজাহানের কখনো ছবি দেখেছিস্ ?” ক। “দেখেছি। আমার ইচ্ছা হয় আমাদের অমনি একটি বেশ সুন্দর বেী হয়। দাদা, তুমি বিয়ে করিবে না ? তা হলে আমার বেশ একটা সঙ্গী হয়।” প্রমো দের প্রফুল্ল অমায়িকতায়,অশ্বিাসিত হইয়া | কনক আজ মুক্তকণ্ঠ, তাহাকে ঈষৎ প্ৰগলভ | বলিতেও আমাদের সঙ্কোচ হইতেছেন। প্রমোদ কনকের .সেইঃ সরল প্রশ্নে ধীরে { ধীরে একটি দীর্ঘ নিশ্বাস ফেলিলেনকি ভাবিতে ভাবিতে একটি সেলুফের উপর, যেখানে কতকগুলি সজ্জিত পুস্তক { ছিল সেইখানে আসিলেন—অন্ত মনে তাহার মধ্য হইতে এক খানি বই তুলিয়া | হাতে লইলেন। কনক বলিল—“দাদা তোমাকে অমন দেখছি কেন, তুমি আমাকে { কি বলিতে গিয়াছিলে, কই বলিলে না ?” । প্রমোদ বলিলেন, “বলিতে গিয়াছিলাম সত্য কিন্তু কেন যে তোকে বলিতে গেলাম তাহ তো জানি না।” কনক মুখটি চুন করিয়া । বলিল—“আমাকে বলিলে কি দোষ হয়।” ] প্র । “তুই ছেলে মানুষ, তোর কাছে { সে কথা বলতে যাওয়াই পাগলামি?” | ক । “কখনো তো কিছু বলিতে এস : নাই, তবে আজ যে বলিতে গেলে।” : প্র। “পাগলামি—মনের চঞ্চলত। এ } কাকী মনের মধ্যে রাখিয়া কেমন এক এক { বার ফুটিতে ইচ্ছা হয়—কিন্তু লোক পী : ইনে –কি আর বলিব—কিছুই না। : —তোকে আর এক দিন পড়া শুনা জি-H: জ্ঞাসা করিব—এখন পড়।” কনক দেখিল প্রমোদের মুখে তাহার সেই স্বাভাবিক চপল ভাব নাই—তিনি ঈষৎ গম্ভীর,ট্র ts fཤྲཱི་ལ་དྷི་ য৪–চক্ষের ভাব ঈষৎ আরেশময়, কথা । ধীর অথচ দৃঢ়তাব্যঞ্জক। কথা কহিতেf কহিতে প্রমোদ অন্ত মনে সেই সেলুফস্থিত । - - -