| छॉब्लष्ठौ भांश সন) ses i | স্বরে তিনি জিজ্ঞাসা করিলেন উহাতে হাত দিতে আমার বারণ তাহা কি তুমি জান | না। কেনইবা বারণ-ও বই গুলি কি— তাহাও আমি কি তোমাকে বলি নাই ? তবুও তুমি উহাতে হাত দিলে ?” কনক | চুপ করিয়া রহিল—কি উত্তর দিবে। যদি বলে আমি ওরূপ করি নাই,তাহ হইলে স্বশীল। আবার জিজ্ঞস করিবেন কে তবে করিয়াছে—প্রাণ থাকিতে ভ্রাতার নাম বলিতে পরিবে না । কমক কোন উপায় না দেখিয়া চুপ করিয়া রহিল। স্বশীল আবার } জিজ্ঞাসা করিলেন—তখনে কনক কথার { উত্তর করিল না । একে দোষী, তাহাতে আবার এইরূপ ব্যবহার | কনকের স্বভাব শোধরাইবার পক্ষে স্বশীলার সন্দেহ জন্মিতে | লাগিল। তিনি তাহাকে আর একবার জিজ্ঞাসা করিলেন, উত্তর না পাইরা হ: তাশ হইলেন । কিন্তু তবু যে হাল ছাড়া উচিত নহে—তবু যে চেষ্টা করিয়া দেখিতে হইবে—দেথা যাক, যদি শাস্তি দিয়া স্বভাব শোধঙ্গাইতে পারেন—তিনি শাস্তি স্বরূপ ] বলিলেন—“আজ তোমায় একাকী থাইতে হইবে—আমাদের সহিত, একত্রে থাইতে পাইবে না—এবং প্রমোদের সহিত আজ দেখা করিতে পাইবে না, সে আজ রাত্রে যাইবে—সে সময় তোমার সহিত দেখা হইবে না।” সুশীলা জানিতেন ঐ শাস্তিই তাহার শাস্তির পরাকাষ্ঠ হইবে । রাত্রে ৰাইবার সময় প্রমোদ সুশীলাকে জিজ্ঞাসা করিল “কনক আজ কোথায় ? তাহাকে যে আজ অনেক ক্ষণ দেখি নাই, আমার আবার దియ.-KK:K--WikitanvirBot (আলাপ)=* ঘাইবার সময় হইয়া আসিল-এখনো মে সে আসিলন।” সুশীল বলিলেন—“সে | আজ দোষ করিয়াছে-শাস্তি স্বরূপ তাহকে বন্ধ রাখিয়াছি।” প্রমোদ শুনিয়া একটু | ক্ষুন্ন হষ্টলেন এবং বিমর্ষ ভাবে বাড়ী হইতে | যাত্রা করিলেন। কিন্তু গাড়ীতে । পিয়াই ] আবার সকল ভুলিয়া গেলেন । * | অষ্টম পরিচ্ছেদ—জালে হরিণী । | সন্ন্যাসী নৈমিষারণ্যে গিরাছেন। নীরজ কুটীর সন্নিধানস্থ একটি বকুল-তলে । বসিয়া, ৩০৩২ বয়স্ক একটি কৃষ্ণবর্ণ ੋ! কায় স্ত্রীলোকের সহিত গল্প করিতেছিল। ] তখন অস্ফুট জ্যোৎস্নায় বকুল-তলাটি ঈষৎ | উজ্জল হইয়াছিল, মৃদু মৃদ্ধ বাতাস বহিতেছিল, সেই বাতাসে একটি একটি করিয়া - বকুল খসিয়া বৃক্ষতল ছাইয়া ফেলিয়াছিল। ] নীরজ। সেই ফুলরাশি মধ্য হইতে | কতকগুলি ফুল হস্তে লইয়া খেলিতে খে লিতে তাহার গল্প শুনিতেছিল। স্ত্রীলোকটি: তাহার ঘরকন্নার কথা—দুঃখধান্ধীর কথা- i. তাহাদের ক্রীড়া-কৰ্ম্মের কথা—তাঁহাদের । দাম্পত্য প্রণয়ের কথা—তাছার পুত্র-কৃস্কার! . কথা বলিতেছিল—নীরজ কৌতুহলের সৃ তাহা শুনিতে শুনিতে মাঝেমাঝে দুই একটি} প্রশ্ন করিতেছিল। কাঠুরিয়া রমণীর নববি | বাহিত কস্তার কথা শুমিয়ার্টুনীরজ বলিী “বহু—আজ তাহাকে সঙ্গে আনিলে না: কে d
পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।