পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**:-്. আসাম ও উড়িষ্য। l *. ఉt; জীবনী লিখিয়াই এই প্রস্তাবের উপসংহার করিব। " ১৩৭১ শকে আসামস্থ নওগা ও জিলার অন্তর্গত বড়দোয় গ্রামে শঙ্করদেবের জন্ম হয় । তিনি জাতিতে কায়স্থ ছিলেন । র্তাহার পিতার নাম কুসম্বর ভূয়। শঙ্করদেব কন্দলী নামক গুরুর নিকট সংস্কৃত ভাষা শিক্ষা ও ভাগবতাদি পাঠ করেন। শঙ্করদেব প্রথমতঃ পুরুষোত্তম তীর্থে গমন কুরিয়া তথায় দীর্ঘকাল বাস করেন। পরে বৃন্দাবন দর্শন করিয়া স্বীয় মাতৃভূমি আসাম দেশে আগমন করেন এবং স্বীয় ধৰ্ম্মমত সাধারণের নিকট প্রচার করিতে আরম্ভ করেন । তিনি পুস্তক ও গীত রচনা, মৌখিক উপদেশ এবং পৌরাণিক বিবরণ-সম্বলিত নাটক অভিনয় দ্বারা ধৰ্ম্মপ্রচার করিতেন । সেই নাটকাভিনয়কে এদেশীয়ের ভাওনা বলে । শঙ্করদেব একপ্রকার বৈষ্ণব ধৰ্ম্মাবলম্বী ছিলেন বলিতে হইবে । র্তাহার উপস্য দেবতা একমাত্র শ্ৰীকৃষ্ণ বা হরি। কিন্তু জাতিভেদের প্রতি তাহার বড় দৃষ্টি ছিল না। গাড়ো, কাছারংকলিতা প্রভৃতি সকলকেই স্বীয় ধৰ্ম্মে দীক্ষিত করিয়াছিলেন। শঙ্করের রচিত ধৰ্ম্মপুস্তকে প্রায়ই উড়িষ্যা ভাষার ক্রিয়াপদ ও নানা প্রকার শব্দ ব্যবহার আছে। শঙ্করদেবের সহিত মাধব দেও নামক একজন শিষ্য র্তাহার ধৰ্ম্মমত প্রচার করিতেন। ই হারা যে নিরাপদে ধৰ্ম্মপ্রচার | করিতে পারিয়াছিলেন, তাহু নহে। প্রথমতঃ | हेईब्रा কাছারৎ ও বৌদ্ধদিগের কর্তৃক উপ চিত। তাহার-জন্ত শঙ্করদেবের সংক্ষিপ্ত যোগ করে, কিন্তু কিছুতেই শঙ্করদেবকে। o দ্রুত হন, পরে কতিপয় ব্রাহ্মণের কুচ্‌- *曇 বিহারের রাজা নরনারায়ণের নিকট অভি নিরস্ত করিতে পারে নাই। কুচবিহারের রাজা নরনারায়ণ, শঙ্করদেবের ধৰ্ম্মভাব ও 1 চরিত্রে মুগ্ধ হইয়া, তাহার শিষ্যত্ব স্বীকার } করিয়াছিলেন, কিন্তু শঙ্করদেব, অসচ্চরিত্র } রাজাকে শিষ্য করিবেন না বলিয়া, নরমীরায়ণকে প্রত্যাখ্যান করিলেন। শঙ্করদেবের । প্রচারিত ধৰ্ম্মে নামসাধন ও নামসংকী- { ভন ভিন্ন আর কোন অনুষ্ঠান নাই। শঙ্ক | রদেব শ্রাদ্ধ প্রভৃতি বৈদিক ক্রিয়াকলাপের } অত্যন্ত বিরোধী ছিলেন ; আবার চৈতন্যে- , রও সেই মত। শঙ্কর শিষ্যদিগকে এই | প্রকার উপদেশ দিতেন, যথা— ~. “দেবী দেউ ন করিব সেউ ; | গৃহেও না যাব, প্রসাদ ন খাব, ভ- } ক্তির হুব ব্যভিচার । - : “এক দেউ, এক সেউ, এক বিনা নাহি কেউ” । দেব দেবীর সেবা করিবে না; দেব-গৃহে } যাইবে না, দেবতাদিগের প্রসাদ ভক্ষণ } করিবে না, ইহা করিলে ভক্তির ব্যভিচার হুইবে । - so এক দেবতা, সুতরাং এক দেবতাকেই :ি সেবা কর, এক দেব ভিন্ন অন্য কিছুই ৷ নাই । - o শঙ্করদেবের বংশ অদ্যাপিও বর্তমান i : .. আছে। মাধবদেবের বংশের কোন চিকুপ-} ওয়া যায় না। ১৪৯শকে ১১৯বৎসর বয়স্কে f শঙ্করদেবের মৃত্যু হয়। রা: কু: { استنتات متحت تس-------------"IT -- -, * .