পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুবন বিখ্যাত বৈয়াকরণfকাত্যায়ন-বর! রুচিমুনি সম্বন্ধে, আমরা এই প্রকরণে কিঞ্চিৎ আলোচনা করিব । সৰ্ব্ববৰ্ম্ম কাতl,ন্ত্রের কৃৎ-সুত্র প্রণয়ন করেন নাই ; বিবুদ্ধিদের হিতের জন্ত কাত্যায়ন তাহ প্রণয়ন করিয়াছেন ; (১) এতন্নিবন্ধনই কাতন্ত্রের সহিত কাত্যায়নের জীবন-গত ঘনিষ্ট সম্বন্ধ थाप्छ। স্বপ্রসিদ্ধ মেদিনী-কোষ-প্রণেতা মেদিfনীকর এবং কাতন্ত্র-পঞ্জিকা-প্রণেতা ত্রিলোচন দাস, কাত্যায়নের অপর নাম বররুচি স্বলিয়া উল্লেখ করিয়াছেন (২) । সুসেন কবিরাজ, রঘুনাথ শিরোমণি প্রভৃতি কাতন্ত্র টীকাকার মহাত্মাগণের মতে কাত্যায়ন মুনি বররুচি-শরীর পরিগ্রহ করিয়া এই শাস্ত্র (ব্যাকরণ) প্রণয়ন করিয়াছেন। (৩) (১) বৃক্ষাদিবদমীরূঢ়াঃ কৃতিণ ন কৃষ্ঠা কৃতঃ । কান্ত্যায়নেন তে স্বঠা বিবুদ্ধিপ্রতিবুদ্ধয়ে । দুর্গসিংহ। (২) “কাত্যায়নো বররুটে বিশেষে চ মুনেঃ পুমান ’ মেদিনী, ন চতুষ্কম, শ্লোঃ ১৭৭ ৷ তৰ্হি কেন কৃত ইত্যাহ কাত্যায়নেন | বররুচিল। ত্রিলোচন-কৃত “কাতন্ত্র পঞ্জিক।” (৩) “কাত্যায়ন মুনির্বররুচিশীরং পরি: % - 一 काउज़ জীবনী । s ভারতী আৰ >રના - কাতন্ত্র-জীবনী । দ্বিতীয় অধ্যায় ৷ ” কাত্যায়ন । . (ভারতী, ২য় ভাগ ৪১২ পৃষ্ঠার পর) উল্লিখিত বিভিন্নমত গ্রহণ করিলে ইহা নিঃসন্ধিগ্ধচিত্তে প্রতীতি হয় যে, যে কাত্যা য়ন মুনির অপর নাম বররুচি। তিনিই কাতন্ত্র কৃৎ-স্বত্র প্রণয়ন করিয়াছেন । এই কাত্যয়ন, কাত্যায়ন-বররুচি নামেই প্রসিদ্ধ। ভারতবর্ষে অনেক কাত্যায়ন আবিভূতি হইয়াছিলেন (১) বোধ হয় এই বৈয়াকরণ কাত্যায়নকে অদ্যান্ত কাতায়ন হইতে বিশেষ করিবার জন্ত লোকে ইহার দুইটী নাম একত্র সংযোগ করিয়া ‘কাত্যায়ন-স্বল্পরুচি” গুহ্য শাস্তমিদং কৃতবান ।” সুসেন কবিয়াজকৃত “কলাপ চন্দ্র” এবং রঘুনাথ শিরোমণি কৃত “কল্প তত্ত্বার্ণব’ ভ্ৰই ঋ । (১) দশরথ রাজারও কাত্যায়ন নামে । এক মন্ত্রী ছিলেন ;–“সুযজ্ঞ আর গৌতম, } জাবালি কাত্যাখুন, মার্কণ্ডেয় দীর্ঘ আয়ু- ! শালী মহর্ষি কাশ্যপ,--এই দ্বিক্স , ছয় জন । ছিলেন রাজার মন্ত্রী বুদ্ধি বিচক্ষণ । ত্রযুক্ত- { রাজকৃষ্ণ রায় অনুপাদিত রামায়ণ বালকাও } ১৮ পৃষ্ঠা । বুদ্ধদেবের এক শিষ্যের নাম | কfতায়ন ছিল। আমাদের মতে পাণী । ভাষায় ব্যাকরণ প্রণেতাও, এক স্বতন্ত্র কা- ? ত্যায়ন । (২য় ভাগ ভারতীর ৪১১ । ৪১২ }