পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- *** - M | ভারতী মাঘ ১২৮৪) , কাতন্ত্র:জীবনী । , 8ના 1: ! আখ্যা প্রদান कब्रिब्राइ (૨) હરે কাত্যয়ন, পাণিনি ঋষি প্রণীত ভুবনাদ্বিতীয় প্যাক দক্ষতা ও বিজ্ঞতা প্রদর্শন করিয়া গিয়াছেন { যে তাহ দেখিলে, এখনো পৃথিবীস্থ সকল} কেই আশ্চৰ্য্য হইতে হয়। এক মাত্র পাণি | নির বার্তিক প্রণয়নেই ইহা নিঃসন্দেহ রূপে সপ্রমাণ হইতেছে যে কাত্যায়ন একজন অসাধারণ ব্যাকরণ-সমালোচক এবং অদ্বিতীয় বৈয়াকরণ। ইনিই পাণিনির সর্ব প্রথম এবং সৰ্ব্বপ্রধান সমালোচক । ইহার পূৰ্ব্বে কেহই’ পাণিনি-সুত্রের উপর হস্তক্ষেপ করেন নাই (২) । আমাদের দুর্ভাগ্য বশত এই বৈয়াকরণ-প্রধান এবং মুনিপ্রধান কাত্যায়নের জীবনী সম্বন্ধে দুই একটা ! অবিশ্বাস্য ও অস্বাভাবিক উপাখ্যান ব্যতীত সকলি অতীত কালীয় ঘোরান্ধকারে পর্য - ষিত হইয়াছে। কথাসরিৎসাগর নামক গ্রন্থে (৩) কীত্যায়ন মুনি সম্বন্ধে এই উপন্যাস লিখিত আছে—পুষ্পদন্তক নামক একজন মহাদেবের क्ल & (১) অতি পূৰ্ব্বকাল হইতে এদেশে এ প্রথা বিলক্ষণ প্রচলিত আছে—যথা রাম বলরাম, কখন বংশের নাম যোজনা করিয়া ও তজ্জাতীয় নাম হইতে বিশেষ করা হইয়াছে—ভূগুরাম। এইরূপ, কৃষ্ণ, কৃষ্ণদ্বৈপায়ন, কৃষ্ণাৰ্জ্জুন ইত্যাদি । * (২) বাবু রজনীকান্ত গুপ্ত প্রণীত “পাশিনি” ১১৩ পৃষ্ঠা । (৩) প্রধত আছে, পূৰ্ব্বে কাতায়ন মুনি বৃহৎ কথা নামে সপ্তলক্ষ শ্লোকাষ্মক গ্রন্থ عكستخدمعتمسستتفتتحسس-سسسستستحيي | 1 রণের বাৰ্ত্তিক প্রণয়ন করিয়া এতাদৃশ । অনুচর, পাৰ্ব্বতীর অভিশাপে নরলোকে অব-1 তীর্ণ হইয়া, বৎস্য-রাজধানী কৌশাম্বীতে । সোমদত্ত নামক জনৈক ব্রাহ্মণের ঔরসে | জন্ম গ্রহণ করেন। তাহার জন্ম হওয়া মা- | ত্রেই এই আকাশবাণী হয় “এই বালক শ্রীতিধর হুইবে এবং বর্ষ (পণ্ডিত বিশেষ) হ ! ইতে নানা বিদ্যা শিক্ষা করিবে। ব্যাকরণ ; শাস্ত্রে লোকসমাজে বিশেষ প্রতিষ্ঠা লাভ | করিবে। এবং শ্রেষ্ঠ বিষয়ে জ্ঞান লাভ { করিবে বলিয়া লোক সমাজে বররুচি নামে { পরিচিত হইবে (২) ” i রচনা করিয়া কাশভূতিকে, শ্রবণ করাইয়া- { ছিলেন । পরে সোমদেব ভট্ট খ্ৰীষ্টীয় দ্বাদশ শতাব্দীতে অনন্ত পত্নী সুর্য্যবতীর চিত্তবিনোদনার্থ উহার সারাংশ সংকলন করিয়া ! "কথা সরিৎ নাগর নামক আখ্যায়িক প্রচা- { রিত করেন। (বাবু রজনীকান্ত গুপ্ত প্রণীত { পাণিনি নামক প্রস্তাব ২২২৩ পৃষ্ঠা) - (২) “একঃ শ্রুতিধরে জাতে বিদ্যাং বর্ষাদবাঙ্গতি। কিঞ্চ ব্যাকরণং লোকে প্রতিষ্ঠাং প্রাপয়িস্যতি ॥ নামা বররুচিলোকে ; যত্তদম্মৈ হি রোচতে। যদ যদু বরং ভবেৎ। কিঞ্চিদিত্যুক্ত বাগুপারমৎ।" ...

  • কেহ গুণাঢ্যকে বৃহৎ কথার রচয়িতা { বলেন “বৃহৎকথা? ভূতভাষাখ্যে গ্রন্থভেদঃ { ভূতভাষাপ্রণেতাপে গুণাঢ্যঃ কবিরুচ্যতে ॥* { (বাসবদত্ত টীকায় নরসিংহ বৈদ্যস্থত বাক){}

“ভূতভাষা কবিবৃয়ে গুণাচ্যশ্চাপি ক ৰ্ত্তিতঃ” উত্তরতন্ত্র । ***.鄰讀 উপন্যাস অনুসারে মলয়বান নামক পুষ্টt:} দম্ভের জনৈক বন্ধু শাপগ্ৰস্ত হইয়া মৰ্ত্য লোকে প্রতিষ্ঠান নগরে ব্রাহ্মণ, কুলে জন্মির" গুণাঢ্য নামে অভিহিত হয়েন ! (“উইলসন সাহেব কৃত” সংস্কৃত সা-" হিত্য সম্বন্ধীয় প্রবন্ধ ১ম খণ্ড ১৬২ পৃষ্ঠা) { ம்

  • -*. ".