পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাত্যায়ন পাণিনির ব্যাকরণের বার্বিক (১) ও সৰ্ব্ববর্ষাকৃত কাতন্ত্র ব্যাকরণের কৃৎ । স্বত্র প্রণয়ন করেন । এতদ্ব্যতীত শুক্ল যজু| রেদ সংহিতার মাধ্যদিন প্রাতিশাখ্য, সৰ্ব্বামুক্রমণী ও বৈদিক কল্প স্বত্র কাত্যায়নের কৃত বলিয়া প্রসিদ্ধ (২) । ইহা ব্যতীত কাত্যয়ন-কৃত আর কি কি গ্রন্থ আছে জানা যায় নাই । আমরা বোধ করি কাত্যায়ন কাতস্ত্রের কৃৎ-স্বত্রই সৰ্ব্বশেষে প্রণয়ন করেন। ও অশুদ্ধ রূপে পরিণত হইয়াছিল। তিনি • { এতদুপলক্ষে গোড়ম্বুকরের নিয়ের চারিটি যুক্তি সমর্থন করিয়৷ বিশেষ পাণ্ডিত্য সহকারে বিভিন্ন মত গ্ৰহণানন্তর স্বীয় মত আরো দৃঢ় করিয়াছেন - ১ম। পাণিনির সময়ে যে সমস্ত বৈয়াকরণিক নিয়ম প্রচলিত ছিল তাহা কাত্যা" য়ুনের সময়ে অপ্রচলিত অথবা অবিশুদ্ধ হইয় উঠে । ২য়। পাণিনির সময়ে শব্দ সমূহ যে যে A অর্থদ্যোতক ছিল, তাহা কাত্যায়নের সময়ে অনেক রূপাস্তরিত হইয়া যায়। হয়। পাণিনি-প্রযুক্ত শব্দার্থ সমূহ কাত্যায়নের সময়ে অপ্রচলিত ছিল । ৪র্থ। কাত্যায়নের সময়ে যে শব্দশাস্ত্র প্রচলিত ছিল, তাহা পাণিনির সময়ে পরি| জ্ঞাত ছিল না । বাবু রজনীকান্ত গুপ্ত প্র| iীত “পাণিনি” নামক প্রস্তাব ৩৪-৬০ পৃষ্ঠা | अछेदा । । (১) বাৰ্ত্তিকমিতি । -চিন্তাকরত্বং বাৰ্বিকত্বম্। कृङ ऐकशफॅ-फ़ैौका । (২) এই কয়খানি গ্রন্থ বৈদ্যাকরণ কাত্যায়ন বররুচি মুনি প্রণীত কিনা তৎস| স্বন্ধে আমাদের সন্দেহ আছে । ععمستمتعصم সুত্রেহুমুক্ত-ফুরুক্ত নাগোজীভট্ট মোক্ষমূলরের মতে কাতায়ন পানির । - সম্পাদক এবং সমালোচক (४) डिनि युলেন পাণিনি-প্রণীত গ্রন্থ অপেক্ষাও বার্ভিকে | (কাত্যায়নের) সংস্কৃত শাস্ত্রাভিজ্ঞতার উৎকর্ষ প্রদর্শিত হইয়াছে (২)। কাত্যায়নের কা- } তন্ত্র কুৎস্বত্রের রচনা সম্বন্ধে এই মাত্র বলা ! যাইতে পারে যে, সৰ্ব্ববৰ্ম্মার স্বত্রের স্থায় ! তাহার সুত্রগুলি তত সরল ভাষায় লিখিত । হয় নাই। আর দুর্গসিংহ যদি বক্তব্য প্রণী-{ লীতে স্বত্রের মধ্যে মধ্যে অতিরিক্ত স্বত্র । ংযোগ করিয়া না দিতেন তবে তাহার । কৃতের মধ্যেও সৰ্ব্ববৰ্ম্মার অন্তান্ত অংশের । ন্তায় অনেক অভাব থাকিয়া যাইত। | কেহ এই কাত্যয়ন বররুচি ও “প্রাকৃত । প্রকাশ” নামক প্রাকৃত-ব্যাকরণ-প্রণেতা ! বররুচিকে অভিন্ন লোক বলিয়া জ্ঞান করেন(৩)। আমাদের নিকট এই যুক্তি | তাদৃশ প্রামাণ্য বলিয়া বোধ হয় না। পুরা তত্ত্বানুসারে “প্রাকৃত প্রকাশ” প্রণেতা { বররুচি বিক্রমাদিত্যের নবরত্বের অন্যতর | রত্ব ছিলেন (৪)। নবরত্বের প্রতিষ্ঠাতা খ্ৰী-{ ষ্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান ছিলেন এবং ইনি হর্ষ বিক্রমাদিত্য নামে পরিচিত(e) { နိူင္ငံ | (১) মোক্ষমূলরকৃত “প্রাচীন সংস্কৃত: সাহিত্য” ওe৩,এবং ১৩৮ পৃষ্ঠা ৷ . . . . . . (২) ঐ গ্রন্থ ২৪১ পৃষ্ঠা । *靈 (৩) মোক্ষমূলার কৃত “প্রাচীন সংশ স্কৃত সাহিত্যের ইতিহাস” ১৭৬ পৃষ্ঠা। ] (৪) সাহিত্য প্রবেশ (৯ম সংস্করণ) { (৫) “পাণিনি" নামক প্রস্তাৰ ১১s; পৃষ্ঠা । 、翡 . । اسدی، ه "3