8१२ - সাগর-সঙ্গমে । পলক না যেতে, পিছন হইতে প্রতাপের কেশ বা হাতে ধ’রে- ; খুশান-ঈশ্বরী রোহিণী-সমুখে ধরিল তাহীরে সরোয-ভরে কহিলা-—“এই না বিধবা রোহিণী— এই না বিবাগী প্রতাপ তোর ? পাপীয়সী ওরে, ইহারি না তরে মজিলি আপনি পাপেতে ঘোর ?” “স্থাগো ওগো দেবী, নৃমুণ্ডমালিকে, এই সে বিবাগী প্রতাপ মোর”— কহিতে লাগিল বিধবা রোহিণী বহিতে লাগিল নয়নে লোর – “এই যে বিবাগী প্রতাপ আমার, ইহারি কারণে পাশরি সবে— ভিখারিণী বেশে, ফিরি দেশে দেশে সাগর-সঙ্গমে এসেছি এবে । দাও মা গো দাও, শ্রীচরণে ধরি-- রোহিণীর দেবি মাথাটি থাও, যুগাস্তের পরে একবার ওরে বিধবার কোলে ফেলিয়া দাও।” যতই রোহিণী কহিতে লাগিল, ততই কালিক জগিয়ে ওঠে, লোল রসন দোলে ঘন ঘন, নয়নের কোণে আগুণ ছোটে। আদরের ছলে খাওয়ালি বিধ 1_ (ভারতী মাঘ ১২৮৪ | কহিল-"রোহিণী, দেখেছিস তুই ! খরসান অসি এই যে মোর— । হারি আঘাতে—একটি আঘাতে দুখীন করিব প্রতাপে তোর— নিশাচরী ওরে, জানি আমি তোরে, জানি তোর ওই কুটীল হৃদি– | এখনো বলছি বাচারে বিজয়ে— নহিলে প্রতাপে এথনি বধি— প্রতাপ, প্রতাপ ! আমার লমুখে বলু দেখি তুই মনের কথা— ভ্ৰমিছে বিজয় কাহার কারণে মরমে পাইয়ে মরম ব্যথা ? বিজয়-ভগিনী বিজয় কুমারীরূপে গুণে যেন কমলা প্রায়তুই কি চাঙ্গনে রূপেতে মঞ্জিয়ে ঘোর অপমান করিতে তায় ? | তোরে কি তাহাতে বিজয় কুমার বিশেষ শাসন করে নে শেষে-- মনের ঘৃণাতে মথুরা তেয়াগি পশিলি প্রবাসে বিৰাগী বেশে ? জানি না কি আমি, রোহিণী রাক্ষসী- , বিtয়ার প্রতি করিয়ে রিশবিজনে গোপনে সরল বাছারে
পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।