পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# ভারতী মাঘ ১২৮৫) সাগর-সঙ্গমে । " { নির্দোষী বালারে, পাপীয়সী ওরে! : পাগলিনী প্রায়, অধীরে লুটায় । কেমনে করালি গরল পান,— আতা, সেই শোকে জননী তাহার { যমুনার জলে ত্যজিল প্রাণ ! | ! জানি জানি আমি, বিজয় উপরে } প্রতিশোধ তোর লইতে শেষ— বিজয়ের নামে কুরব রটন করিতে লাগিলি সকল দেশ । এখনো কি তোর হয় নাই শেষু দ্বেষ ভর সেই পিশাচ খেলা ? নাশিতে বিজয়ে-দামিনী বালারে— এসেছিস তাই সাগর-বেলা ? দাড়া নিশাচরী---এর প্রতিশোধ এখনই আমি দিব যে তোরে— এই এ কৃপাণে বধিয়ে প্রতাপে সপিব চিতার অনল ঘোরে!” | কহিতে কহিতে দেবীর নয়নে জুলন্ত অনল-প্রবাহ ছোটে— কৃপাণ আতসে বিজলি বলুসৈ—— লোল রসন দলকি ওঠে। এলোকেশী-এলো-জটা-কেশ যেন সরোষে বিছায় জলদ মত— সরোষে ভীষণ চাছনী চাহিল নৃমুণ্ড-মালার লোচন যত । শুনিয়ে রোহিণী, দেখিয়ে রোহিণী— পড়িল দেবীর চরণ তলে, কহিতে লাগিল কাতর রোদনে— “ঈশানি, কেন গৈা পাষাণী হেন— বিধবা-তনয়ে বধিয়া, জননি, . বিধবার প্রাণ বধিবে কেন ? কি করিতে হবে, কহ ত্রিলোচনে, এখনি সাধিব সকল কাজ— বহুদিন পরে প্রতাপে আমার নয়ন মেলিয়া হেরিনু আজ ।” বলিতে বলিতে নয়নে তাহার * । ঝরিতে লাগিল অযুত ধারা, মুখরা রোহিণী শ্মশানে লুটায়, অসহ শোকেতে হইয়ে সারা । শুনিয়ে ঈশানী কহে ক্ৰোধ-বাণী— “চাস যদি ফিরে প্রতাপে তোর— যা—তবে—যা—এই বেলা যা— এই এ রজনীন হ’তে ভোর— মহামায়া কাছে প্রকাশিয়ে সব “ ; বলিবি তাহার চরণ ধোরে—" কহিস্ বিজয়-অষশ রটন , ; কোরেছিলি তুই দ্বেষেরি ভরে- ; या-ड८व-षा-७ई cदशी यां- । । দামিনী-বিজয়ে মিলায়ে দে, t হেথায় জলিছে দামিনী রূপসী— } তাপস কুটারে জলিছে সে।" . }