পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগর-সঙ্গমে। (ভারতী মাঘ ১২৮৫ ৷ ভাবিতে ভাবিতে অপাঙ্গ হইতে মৃদুল চিকন বিজলী ছোঁটে, অধরে লুকানো অফুটে হাসিটি থেকে থেকে যেন উজলি ওঠে । কখনো আবার শরমের রাগে ঈষৎ রাঙ্গিয়ে ওঠে সে মুখ, চাপচুপী, বালা, সাজে কি কখনো, উথলি মথন উঠেছে বুক ? সাজি সাজি আজি কুহুম ভূষণে, দাড়ায় দামিনী সাগর বেলা, { বিজয়ে ডাকিতে গিয়েছে রোহিণী, এখনো বিজয় করিছে হেলা । 韃 “কতক্ষণ হ’ল জাগিয়ে উঠেছি— কতক্ষণ হ'ল রোহিণী গেছে— কতক্ষণ হ’ল এসেছি এখানে--- এখনো যে দেরী করিছে মিছে— হোথা ছিল ভানু--দেখিতে দেখিতে কত দূর ক্রমে উঠিল ওই— ফুলের গহনা পড়িল শুখায়ে— তবুও বিজয় আসিছে কই ? কথন আপিবে?--ওই যে আবীর ঈষাণ কোণেতে উঠেছে মেঘ, নিঃশ্বাস পড়ে না বাতাসের মার, প্রশস্তি হয়েছে সাগর-বেগ । ওড়ে না আকাশে সাগর-কপোত, কোথায় কি জানি লুকালে সব, | বেলায় খেলায় হরিণী না আর, থেমেছে মান্ধীর গীতের রব। ” এখনি উঠবে নিদারুণ বড়, ওই যে জলদ আকাশ ছায়, থাকিয়ে থাকিয়ে ঘোর ডাকে মেঘ, মাতিয়ে চপলা ছুটিয়ে যায়।” 影 聳 赛 碟 ,球 歌 দেখিতে দেখিতে দেীর অাঁচম্বিতে উঠেছে ঝটিকা ভীষণ তোড়ে, ভল স্থল করি সাগরের ঢেউ দাপটে বেলায় ব্যাপায়ে পড়ে। নিবিড় জলদে ডুবেছে তপন, কে কোথায় যেন না জানে কেউ, সব একাকার-জলধি-আকার, দিগন্ত আলোড়ি ছুটিছে ঢেউ । সাগরে অমরে বেঁধে গেংছ য়ণ, উঠিছে সাগুর ভীষণ রেগে, অfকাশ হামিছে চপল্লীর বাণ, হুহুঙ্কারে মেঘ গরজে বেগে । স্বনৈঃ স্বনৈঃ বহিছে ধান্তসি, জলধির ফেঞ্চ আকাশে ছোটে, হাঙ্গর মকর বেলায় পড়িয়ে ' ' আছাড় পাছড়ি খাইয়ে লোটে ।