পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

въ3. ছিন্ন মুকুল । - -ہیبیبیہی ...... --ایچ (ভারক্টী, ফাঞ্জন ১২৮৫ গমন করিলেন, প্রমোদ তাছার অনুসরণ করিয়৷ গোল-দিঘীর এক নিভৃত গ্রান্তে { গিয়া দাড়াইলেন । তখন রাত্রির প্রথম প্রহর অতীত হইয়া গিয়াছে। আকাশের ক্ষীণ চন্দ্র ক্ষীণালোকে এতক্ষণ পৰ্য্যন্ত পৃথিবীকে যে অলপ পরিমাণে ঈষৎ উজ্জ্বল করিতেছিল, ক্রমে তাহাও আকাশের কোলে ডুবিয়া গিয়ttছ । # রজনী অন্ধকার, কিন্তু অসংখ্য অসংখ্য } খদ্যোতমালা এই অন্ধকার মধ্যে নিভিয়৷ নিভিয় জ্বলিতেছিল, এবং সহরের দীপমালা শ্রেণীবদ্ধ তারকারাজির মত দূরে আসিয়া, এই নিশার গভীর নিস্তব্ধত ভঙ্গ করিয়া প্রমোদ কহিলেন-- “কি কথার জন্য আপনি এখানে छानिएलन !?? বলিলেন “প্রমোদ, তোমার একি আচরণ " সন্ন্যাসীর স্বন্ধুে—সন্ন্যাসীর কথায় প্রমোদ আশ্চর্য ভাবে বলিলেন “আমার কি আচরণ * সন্ন্যাসী আবার আরো গম্ভীর স্বরে—আরো ক্রুদ্ধস্বরে বলিলেন “পাষণ্ড । নরাধম! আমার নীরজা কোথায় ?” নীরজা—কোথায় । সে কি কথা ! তখুন বজ পড়িলেও প্রমোদ অধিকতর স্তস্তিত হইতেন না । সন্ন্যাসী অধীর চিত্তে গৰ্জ্জন করিয়া আবার বলিলেন “আমার নীরজা কোথায় ?” প্রমোদ তখন ধীরে ধীরে বিকম্পিত স্বরে প্রতিধ্বনির মত জিজ্ঞাসা করিলেন মীরজা কোথায় ? সন্ন্যাসী আর শোভা পাইতেছিল । এই নিস্তব্ধ বিজনে । সন্ন্যাসী তখন মেঘনিৰ্ঘোষবৎ গন্তীরস্বরে | চলিয়া যাইবার পরেও নীরজ পিতার সহিতে পারলেন ন—এই কথায় তাহার আপাদ মস্তক জ্বলিয়া উঠিল, বিশাল নয়নে যেন বিজলী ঝলসিতে লাগিল, সরোষে প্রমোদের কণ্ঠদেশ দৃঢ়মুষ্টিতে ধরিয়া কহিলেন “পামর ! তুমি কি কিছুই জান না ! বিশ্বাসঘাতক, আমার নীরজাকে হরণ করিয়া কোথায় রাখিয়াছিস দে, নছিলে এই দণ্ডেই তোর প্রাণনাশ করিব।” প্রমোদ কষ্টে; সন্ন্যাসীর হাত ছাড়াইয়া বলিলেন “ মহাশয়! আপনি কি বলিতেছেন ? বাস্তবিক কি মীরজাকে তবে কেহ হরণ করিয়াছে—মীরজা—নীরজ অপহৃত ? ? প্রমোদের আর বাক্য সরিল না, মীরজা অপহৃত হইয়াছে এই কথাটি তাহার মমে এতই লাগিল যে, প্রমোদ আর আপনাকে i আপনি শামলাইতে পারলেন না, চারিদিক অন্ধকার দেখিতে দেখিতে প্রমোদ মাথ। ধরিয়া সেই থানেই বসিয়া পড়িলেন। সন্ন্যাসীর ইহাতে আরো সন্দেহ বাড়িল, ভাবিলেন প্রমোদের দোষ প্রকাশ পাইয়াছে এই' ভাবিয়া প্রমোদের ভয়ে সহসা মস্তক-ঘুরিয়া উঠিল। প্রমোদের দোষের সন্ন্যাসী এই আর একটি গুরুতর প্রমাণ পাইলেন । আগে হুই । তেই সন্ন্যাসীর মনে প্রমোদের দোষের প্রমাণের অভাব ছিল না, প্রমোদের বিপক্ষে তিনি রাশি রাশি প্রমাণ পাইয়াছিলেন । প্রথমতঃ সে দিনকার কথাবার্তায় নীরজার প্রতি প্রমোদকে অনুরক্ত বোধ হইয়াছিল, দ্বিতীয়তঃ সন্ন্যাসী প্রমোদের প্রতি নীরজারও অমুরাগ লক্ষ্য করিয়াছিলেন, এমন কি, প্রমোদ | | | _. - -