পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بیبیسی بیبیسهتس ہ=eہے: † : | ভারতী, ফ্যভন ১২৮৫) ছিন্ন মুকুল । 8ના একাদশ পরিচ্ছেদ-বিস্ময় । যামিনীনাথ ভবানীপুরের এক জন ধনশালী যুৱা। তিনি চতুৰ্ব্বিংশ বর্ষীয়। শরীর কিছু কৃশ, মুখাবয়ব ও সর্বাঙ্গ সুন্দর নহে, | কিন্তু বর্ণ গেীর এবং দেখিতে কুরূপ নহেন । ললাট প্রশস্ত না হউক—নিতান্ত ক্ষুদ্র নহে, চক্ষু আয়ত, কিন্তু দৃষ্টি তত সরল নহে বলিয়া চক্ষুর তেমন সৌন্দৰ্য্য নাই। নাসিকা সুবঙ্কিম, তাহ। কার্য্যতৎপরতার চিত্ন । মাতা ও এক বৃদ্ধ জ্যেষ্ঠ তাতপত্নী এবং একটি ভগিনী ছাড়া আর যামিনীনাথের কেহই ছিল না । যামিনীর অষ্টাদশ বর্ষ বয়ঃক্রমের সময় তাহার পিতার মৃত্যু হয় । এই অলপ বয়সে সমস্ত বিভবের অধিপতি হইয় তাহার মস্তক কিছু ঘুরিয়া গিয়া| ছিল। পিতার মৃত্যুর পরেই তিনি স্কল ছাড়িয়া দিলেন । সেই অবধি পুস্তকের সহিত র্তাহার সম্পর্ক রহিত হইল। যেমন হইয়া থাকে, কতকগুলি চাটুকার লইয়া, কর্তৃকগুলি সঙ্গী বন্ধুবান্ধব লইয়া তিনি যभग्न काप्टाइप्ञ्जु झाथित्नन • তিনি ন্যায় অন্যায় যে কাজই করুন, তাহাতে কথা কহিবার কেহই নাই, তিনি যাহাই করুন চাটুকারগণ তাহতেই তাহার జ్ఞ কীৰ্ত্তন করিতে থাকে। য মিমীনাথ যে তাঁহাদের অন্যায় প্রশংসা বোঝেন না তfহ নহে, তিনি বিলক্ষণ বুদ্ধিমান, কিন্তু বুঝি য়াও তিনি তাহাতে সন্তুষ্ট বই অসন্তুষ্ট হন না । যামিনীর হাত বিলক্ষণ দরাজ । প্রশংসা, পাইবার নিমিত চাটুকারদিগকে তুষ্ট ক - - تا سنسانان استنست تحتتاح : - রিতে, মানের জন্য বন্ধুদের কথা রাখিতে | নাম কিনিবার জন্য গবৰ্ণমেণ্টে দান করিতে; তিনি কুষ্ঠিত ছিলেন न । একে পিতার । অনেক ধন, তাহাতে যামিনীনাথের জ্যেষ্ঠতাতপত্নী তাহার পিতার পাচলক্ষ টাকা পাইয়াছিলেন। তাহার আর কেহ না থা কায় যামিনী সে টাকারও ভবিষ্যৎ অধিপতি হইবেন আশা ছিল । সুতরাং ব্যয় করিতে প্রথম প্রথম তিনি কিছু মাত্র কুষ্ঠিত হইতেন না । কিন্তু এই রূপে দুই চারি বৎসরেই তিনি পিতৃসঞ্চিত ধনের অৰ্দ্ধেক খোয়াইয়া ফেলিলেন। কিছু দিন পরে তাহার সে বিষয়ে চৈতন্য হইল। তিনি দরাজ হাত । ক্ৰমে ওটাইয়া আনিলেন, দানের মাত্র । সকলি প্রায় কমাইয়া ফেলিলেন। এখন । তিনি সুবিধা পাইলে নিজে কোন বন্ধুর ঘtড় ভাঙ্গিতে পারিলেও ছাড়িতেন না। " তিন চারি বৎসর পূৰ্ব্বে, পিতার মৃত্যুর আগে যখন যামিনীনাথ কলেজে পড়িতেন । তখন প্রমে দের সহিত তাহার আলাপ इह । তাহার পর কলেজ ছাড়িয়াও যামিনী প্রমোদকে সৰ্ব্বদ নিমন্ত্রণ আমন্ত্ৰণ করিতেন, সৰ্ব্বদাই প্রমোদের সঙ্গে দেখা করিতে যাইতেন । আসল কথা প্রমোদ, ধনবান তারাকাস্তুের বিষয়ের ভবিষ্যৎ মালিক, সুতরাং এখন হইতেই যামিনীনাথ তাহাকে আপন স্থলে । মেশাইবার অভিপ্রায়ে ছিলেন । কিন্তু নীরঞ্জ # যামিনীনাথের সহিত র্তাহার বাড়ী আসা{ অবধি আর প্রমোদের সহিত ঘামিনীর দেয় { শুনা হয় নাই। যামিনীর সেই অবধি জারী: প্রমোদকে নিমন্ত্রণ করা, প্রমোদের বাট ৷