8৮৬ ब्रि মুকুল l (ভারতী, ফাল্গুন ১২৮৫ যাওয়া ঘটির উঠে নাই। প্রমোদ ও অবকাশ অভাবে এখানে আসিতে পারেন নাই । | যদিও যামিনীর সহিত প্রমোদের নামা মতের বিভিন্নতা ছিল তথাপি কারণ ছাড়াও, দুজনের বিশেষ বন্ধুতা ছিল । সুতরাং অন্য আজ প্রমোদের এত" রাত্রে এখানে পরামর্শ করিতে আসিবার ইহাও একটি কারণ। কিন্তু প্রমোদ এখানে আসিয়া শুনিলেন যামিনীনাথ বাড়ী নাই, কোথায় গিয়াছেন। তথাপি শীঘ্ৰ আসিবেন শুনিয়া প্রমোদ তাহার জন্য অপেক্ষা করিয়া যামিনীর বসিবার গৃহে আদিয়া বদিলেন। যামিনীনাথের পরিচয় আর একটু বিশেষরূপ দিবার নিমিত্ত এই স্থলে আর একটি কথা বলা আবশ্যক। যামিনীনাথ বড় বিদেশীয় রাজনীতি আচারব্যবহারের বিদ্বেধী ছিলেন। ভালই হোক মন্দই হোক তাহার তাহার প্রতি বড় ঘৃণা ছিল। এমন কি, বিদেশীয় ভাষা আর শিখিবেন না বলিয়া তিনি স্কুল ত্যাগ করিয়া আসেন। কিন্তু যে ঘরটিতে প্রমোদ আসিয়া বসিলেন সেটি সম্পূর্ণ ইং রাজি প্রথায় সজ্জিত। মধ্যে টেবিল, চতুম্পার্শে চৌকি কোঁচ, তাহাতেই সৰ্ব্বদা যামিনী বন্ধুবান্ধব লইয়া বসিতেন । বোধ করি নীচের বিছানায় বসিলে পৃষ্ঠ-বেদন করিত সেইহেতু সুবিধার অনুরোধে স্বদেশামুরাগী যামিনীনাথের অগত্যা কষ্টে , বিদেশীয় অনুকরণু করিতে হইয়াছিল । গৃহের একটি প্রান্তে একটি লম্বা শ্বেতপ্রস্তরের টেবিল, তাহার মধ্যে একটি ফুলদানি, ফুলদানির । র্তাহীদের পাশ্বে দুই খানি অ্যালবমূ। প্র মোদ একাকী বসিয়া কি করেন—সেই | টেবিলের নিকট একখানি চোকিতে বসিয়া অ্যালবম্ হইতে ছবি দেখিতে লাগিলেন । দেখিলেন তাহাতে ইয়োরোপের সমস্ত রাজা রাণীদের ছবি আছে, সমস্ত বড় লোকের ছবি আছে। সে দেশীয় অনেক সুন্দরী গণের ছবিও তাহাতে দেখিতে পাইলেন । অ্যালবমের প্রথম তিন চারিটি পাতে ইয়োরোপীয় প্রধান প্রধান রাজাদের ছবি দেখিলেন। তাহার পরে, রাণী ভিকটোরিয়ার পর, প্রসিদ্ধ৷ মুন্দরী ফুন্সের রাজ্ঞী ইয়োজনী এবং যুবরাজপত্নী আলেকজেণ্ডিয়ার চিত্র দেখিয়া তিনি মনে মনে তাঙ্গাদের সেীন্দর্য্য অনুভব করিতে চেষ্টা করিতে লাগিলেন। মুখের প্রত্যেক অবয়ব গুলি বিশেষ মনোযোগ দিয়া দেখিলেন তাহার কিছুই নিন্দনীয় নাই, দেখিলেন নাসিকা চক্ষু সকলি বাস্তবিক সুগঠন। কিন্তু তবে ? তলে একটির মাত্র অভাব। মুখে যে একটি সুন্দর ভাব থাকিলে সমস্ত মুখটিতে সৌন্দর্য্য লা প্লুত করে সেই ভাবটির মাত্র অভাব । কই, সে ভাবটি এ সকল চিত্রে কই ? যে ভাবটি দেখিবামাত্র শরীর লোমাঞ্চিত হয়, হৃদয়ে সহসা একটি স্বপ্নময় ঠামোদ জন্মে, কই, সে ভাবটি দুহাদের মুখে কই ? কিন্তু প্রমোদের মনের কথা প্রমোদ মনে মনেই চাপিয়া লইলেন। সমস্ত পৃথিবীর মধ্যে সভ্যতম দেশের প্রসিদ্ধ সুন্দরী বলিয়া যার বিখ্যাত, প্রমোদ । কেমন করিয়া আজ স্পষ্ট করিয়া বলেন . তিনি তাহীদের সৌন্দয্য অনুভব করিতে অক্ষম। তাহার কথা শুনিলে কে না সে
পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।