পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| έιν" প্রমোদের একটা দীর্ঘ নিশ্বাস পড়িল, তাহাতে প্রমোদ আপনি চমকিয়া উঠিয়া আ বার বলিলেন “তুমি এখানে আছ যদি কিছু আগে আমি জানিতাম ! কিছু আগে যদি যামিনীর সহিত দেথা হইত, তাহা হইলেই আজি যখন তোমার—” এই সময় যামিনীনাথ তাহদের সম্মুখে আসিয়া দাড়াইলেন, প্রমোদের মুখ অমনি রুদ্ধ হইয়া গেল, সে কথাটি আর শেষ হইল না। প্রমোদের সহিত মীরজাকে দেখিয়া যামিনীনাথ বিস্মিত হইয়। ঈষৎ ক্রুদ্ধ ভাবে নীরজকে বলিলেন “এক তুমি এখানে ? নীরজা বলিল “বাবার শেষ চিঠির উত্তর আসিল কি না জানিবার জন্য বড়ই উৎসুক হইয়াছি। অনেক ক্ষণ তোমার জন্য অপেক্ষা করিয়া করিয়া তুমি এত রাত্রেও খবর দিতে অস্তঃপুরে এলে ন৷ দেখে আমি এই খানেই তোমাকে সে কখ। জিজ্ঞাসা করিতে না আসিয়া থাকিতে পারিলাম না । এখানে আদিয়া প্রমোদের সহিত সাক্ষাৎ হওয়াতে গল্প করিতেছি” যামিনী একটু বিরক্তিব্যঞ্জক স্বরে বললেন “বাইরে কখন কে আসে-এথানে আসিবার আবশ্যক ? আমি চিঠি পাইলেই তো তোমাকে বলিতে মাইতাম।” এই কথায় নীরজাও একটু বিরক্ত হইয়া তথা হইতে প্রস্থান করিল। দ্বাদশ পরিচ্ছেদ–দেশানুরাগ । নীরজা চলিয়া গেল—তাহার পিতার সহিত সাক্ষাৎ ছওয়ার কথা আর তাহাকে ছিন্ন মুকুল। ( ভারতী ফাল্গুন ১২৮৫ প্রমোদের বলা হইল না। যামিনীনাথকে 1 বধিলেন, “ভাই, জনৈক দিন তোমার সঙ্গে দেখা করিতে পারি নাই। আজ এত রাত্রে দেখিয় বিস্মিত হইও না—বড় বিপদে । পড়িয়া পরামর্শ লইতে আসিয়াছি।” যামিনী । ব্যগ্রতা দেখিয়া বলিলেন, “কি কি—বিপদটা কি ” প্র । “আজ হঠাৎ নীরজার, পিতার সহিত সাক্ষাৎ হইে $y যামিনী এই কথায় ব্যগ্র হইয়া আবার বললেন, “মীরজার পিতা ! তিনি এখানে এসেছেন।” প্র । “হঁ{—কিন্তু নীরজা এখানে আছেন, না জানার দরুন বড় ভাই আমার ক্ষতি হয়েছে-” নীরজকে প্রমোদ দেখিতে পাইয়াছেন দেখিয়া যামিনীনাথ হাসিয়া এই কথার মধ্যে বলিলেন,"দেখ ভাই প্রমোদ-- নী বঞ্জাকে লিয়ে মহা ব্যাপার হয়েছিল-- SYS BBB BBSS S BY KB BBYB বলবার জন্ত তোমার এলাহাবাদ থেকে । আসার খবর পেয়ে আমি অতিশয় ব্যাকুল ছিলাম। কবে এসেছ তু কি সংবাদও দিতে নেই।” প্র । “হ!—কেমন তা ঘটিয়া উঠে নাই--অস্থায় হয়েছে স্বীকার করি । আমি | নীরজার মুখে সে সব ব্যাপার এখনি শু নেছি—কি ভয়ানক ! যামিনী ভাগ্যে তুমি । বঁাচালে ।” যা । ‘আমি না থাকলে নীরজার কি ! দুর্দশ হো গু মনে করতে আমারো বড় কষ্ট । হয় –সে যাক এখন ভালয় ভালয় তার ধা