झ्द्रि মুকুল | ভারতী, ফাল্গুন ১২৮৫) 8brお পের হাতে তাকে দিতে পারলে হয় । এখানে যে সন্ন্যাসী এসেছেন ভালই হয়েছে। আমি যে কত পত্রই তাকে লিখেছি ঠিক নাই, কাজে ব্যস্ত না থাকলে-আমি এতদিন নীরজাকে তার বাপের কাছে রেখে পর্য্যত্ত আসতেম। যাক—তার পর সন্ন্যাসী তোমাকে কি বল্লেন ?” প্রমোদের সহিত সন্ন্যসীর যে কথা হইয়াছিল তখন প্রমোদ সংক্ষেপে সবিশেষ বলিয়া দলিলেন “সন্ন্যাসী আমাকে কোন মতে বিশ্বাস করিলেন না— ইহার উপায়।” যামিনীনাথ গম্ভীর ভাবে সমস্ত শুনিয়? অবশেষে হাসিয়া বলিলেন “তুমি নির্দোষী, তোমার ভয় কি-আমি আছি, তুমি নিশ্চিন্ত থাক।” যামিনীনাথের কথায় প্রমোদ বলিলেন “বিচারে যে আমি নির্দোষ হইব সে বিষয়ে আমার সন্দেহ মাই—তাহার জন্ত ভাবি না । কিন্তু সন্ন্যাসী আমাকে মিথ্য। দোষী করিতেছেন–বিচারে নির্দোষ হইলেও তাহার চক্ষে পাছে অপরাধী থাকি— এই ভুবনই আমাকে কষ্ট দিতেছে। নীরজার সমস্ত ব্যাপার তাকে বলিলেও কি তুমি মনে কর আমাকে দোষী করিবেন ? কিন্তু তাই বা তাহাকে এখন কি করিয়া বলিব—তিনি কোথায় থাকেন কিছুই জানি না।” যামিনী বলিলেন “তোমার কিছুমাত্র ভাবনা নাই—ইহার প্রতীকার ধাহা আবশ্যক আমি সকলি করিব । তুমি কিছুই ভাধিও না। কি আশ্চর্য্য—কি ছেলেমানুষ ! এই জন্য তোমার ভাবনা ! আজি কত দিন পরে দেখা—কোথায়, আমরা একটু আমোদ প্রমোদ গল্প সল্প করিব—-নী তোমার ভাই ঐ মিথ্যা ভাবনা ! তা হবে না ভাই—আমোদ ক’রে চল আজ থিয়েটারে যাওয়া যাক।” আঞ্জ থিয়েটারে পদ্মাবতী অভিনয় হবে জান— | প্রমোদ প্রথমে অনেক আপত্তি করিয়া শেষে বলিলেন “এত রাত্রে থিয়েটারে যাব । সে যে অনেক দূর ?” যা । “না, না, এই ভবানীপুরেই অীজ একটা দলে থিয়েটার করছে—চল যাওয়া | যাক, সেতে কাছেই । তুমি কিছু যদি না ! খেয়ে থাক তো এই খানেই এস এক সঙ্গে খাই।” প্রমোদ তাহাতে অস্বীকৃত হইয়া | বলিলেন “তিনি খাইয়া আসিয়াছেন।” যামিনী তখন বলিলেন “তবে আমি খাইয়া আসি—তুমি বস, আসিয়া একত্রে থিয়েটার ; যাইব ।” প্রমোদের থিয়েটার যাইতে বড় । একটা ইচ্ছা ছিল না, সেই জন্য আরো দুই । একবার ওজর করিলেন, কিন্তু যামিনী তাহার } পিঠ চাপড়াইয়। বলিলেন “তাকি श्म-| চল যাওয়া যাক, আমি শীঘ্ৰ খাইয়া আসি” { —কি করেন, প্রমোদ অার কথা কাটাইতে না পারিয়া অগত্যা সম্মত হইলেন । । আসল কথা, এখন থিয়েটারে যাইবার মত । প্রমোদের প্রথমতঃ মনের অবস্থাই ছিল না, } তাহার পর, আবার কিছু দিন পূৰ্ব্বে কয়েক i মাস যামিনীর সহিত থিয়েটার সারকাস } ইত্যাদি দেখিতে গিয় তাহার ন্যায্য খর- ; চের টাকা পর্যন্ত ভাঙ্গিতে হইয়াছিল— } এখন আপাততঃ হাতে যে টাকা অাছে তা- i হাতে সমস্ত মাস চলিবে কি না সন্দেহসুতরাং কোন দিক হইতেই প্রমোদের
পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।