পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিন্ন মুকুল । - (ভীর তী, ফঃস্তুম ১২৮৫ } থিয়েটার যাইতে ইচ্ছ। ঢ়িল না –কিন্তু I যামিনীর কথায় অগত্য স্বীকৃত হইতে হইল । I যামিনী খাইয়া আসিবার পর তাহার ছু g জনে থিয়েটার দেখিতে চলিলেন—যাইতে যাইতে যামিনীনাথ কিছু পিছাইয়া পড়িলেন, প্রমোদ কিছু অগ্রগামী হইয় থিয়েটারগুহে ! গিয়া বসিলেন। এদিকে যাইতে যাইতে } গৃহে প্রবেশ করিবার সময় একজন কনষ্টেবলের গাত্রে যামিনীনাথের গাত্র ঠেকিল, যামিনীর মাথা তখন বড় একটা ঠিক ছিল না—বাড়ী হইতে দুই এক পাত্র তরল উত্তেI জনায় উত্তেজিত হইয়া আসিয়াছিলেন, কন: ষ্টেবলের গাত্রে গাত্র ঠেকিবামাত্র ক্ট হার l चत्रभान ८दाश श्ल, डिनि नि দোষী কনষ্টে বলকে এক ঘুসি বসাইয়া দিলেন । আমরা পূর্বেই বলিয়াছি, যামিীনাথ বড় দেশানুরাগী, ভালই হৌক মন্দই হোক বিদে শীয় অনুকরণের নামমাত্রেই তিনি জলিয়। উঠতেন, অথচ সুবিধার অনুরোপে ইংরাজী প্রথায় গৃহ সাজাইতে, বিলসের অনুরোধে ! ইংরাজী বুট ট্রাউজার এবং মুসলমানি চাপকান পরিতে, সভ্যতার অনুরোধে হাতের পরিবক্টে কাটা চামচ ব্যবহার করিতে তিনি কুষ্ঠিত হইতেন না। শরীরের অনুরোধে মা ভগবর্তীর প্রতিও তাহার বিশেষ অনুরাগ ছিল, এবং বন্ধুদের অনুরোধে বিলাতি মদ্যের প্রতিও তাহার ঘৃণা ছাড়িতে হইয়াছিল । বিদেশীয় অনুকরণের প্রতি তাহার যেমন ঘৃণা ছিল—ভারতগৌরবলোপকারী বিদেশীয়গণের প্রতিও তিনি তেমনি জাত ক্ৰোধ ছিলেন-ভারতের অস্তমিত গৌরবের দিনের জন্য তিনি প্রাণপণ করিয়াছিলেন , এমন কি, অনেক সময় স্কুলের ছাত্রদিগকে সমবেত করিয়া আর্য্য-গরিমার পুনরুদ্দীপন বিষয়ে বক্তৃতাও দিতেন, গবৰ্ণমেণ্টকে ক্ৰক্ষেপ না করিয়া তিনি তাহদের গালি দিয়া সংবাদপত্রে কয়েক বার লিখিয়া ও ছিলেন— কিন্তু সেই গালি পড়িলে সহসা স্থনেকেরই তাহা প্রশংসা বলিয়া ভ্রম হইত। যাহ। হোক,স্কুলের ছাত্ৰগণের প্রায় সকলেরই মনে তাহার প্রতি অটল বিশ্বাস ছিল-দেশানুরাগী বলিয়। অনেকের,নিকট তাহ৷র ৭িলক্ষ ৭ মiন ছিল । প্রমোদ ও এ যfমনাকে অত}ত্ত সৎ লোক বলিয়া মনে কপ্লিত্তেম । তবে যামিনীর পান-দোষটি তােহর ভাল ন৷ ঠেকায় তিনি ঐ সম্বন্ধে যামিনকে

  • }

একদিন বলিয়৷ ছিলেন । যমিনীনাথ তাহীকে সুফ ইয়া দিলেন যে তিনি L'ত নির্মম , প্রত্যহ পান করেন না, উ হ{ তে। ত{হয় তেমন অমুরগি নাই, তবে বন্ধু পঞ্চব iম লিয়া কখনে। কখনে৷ কদাচ প{ণ ফুরিতে দোষ কি ? প্রমোদ তাহার কথায় বুকিয়া গেলেন। যামিনী বড় বুদ্ধমাণ— কার কাছে কিরূপ বলিলে খাটিবে ; কার কাছে কি রূপ করিয়া চলিতে হইবে, তা হt তিনি বিলক্ষণ বুঝিতেন । প্রমোপের সদ্যে ঘৃণা ছিল—সুতরাং ত{হার নিকট তিনি বড় একট। মদ খাইতেন না। প্রমোদ থাকিলে, নিতান্ত ইচ্ছা হইলেও দুই একবার লুকাইয়া লুকাইয়া সরিয়া গিয়৷ থাইল্পী আসিস্তেন--কিম্বা যখন অন্য পাঁচ জন বন্ধু থাকিত, তখন এমনি কৌশল করিতেন যেন -o-o-o-o-o: -o-o: -**