পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i Asoo ভারতী, ফাল্গুন ১২৮৫) --- ছিন্ন মুকুল। | নিতান্ত দায়ে পড়িয়া বন্ধুদের অমুরোধেই 軌 ! ; & l | র্তাহাকে থাইতে হইতেছে। যাহা হোক, আজ দেশানুরাগের অতিশয্যবশতঃ যবনগাত্রে গাত্র স্পর্শ হইব মাত্র তাহার অত্যন্ত অপমান বোধ হইল, র্তাহার দেশানুরাগ দ্বিগুণ জলিয়া উঠিল, সেই দুরাচার ঘবনদিগের কথা স্মৃতিপথে উদিত হওয়াতে তাহার মাৰ্যারক্ত ফেলিত হইয়া উঠিল, তিন আর থাকিতে পারিলেন না । তাহাকে আজ মারিয়া মরিতে হয় সেও স্বীকার, আজ তাহাকে মারিবেন, আজ ত{হ{কে মারিয়া" ভারতবর্ষের শত সহস্ৰ লোককে দৃষ্টান্ত দেখাইবেন, ভারতের পূর্বদিন আজ তিনিই ফিরাইয়া আনিবেন মনে মনে এইরূপ স্থির কপ্লিয়। তিনি তাহাকে এক ঘুণী বসাইয়। দিলেন। কনষ্টেবলটিও ছেড়ে কথা কহিল না, যামিনীনাথের মুসা শুদমৃদ্ধ সে ফিরাইয়া দিল । ক্রমে সেই কোলাহলে সেখানে লোক জমিতে লাগিল, প্রমে৷দও গোল শুi, য়। বহিরে আসিলেন, বন্ধুর দুর্দশ দেখিয়া প্রমোদ সক্রোধে কনষ্টেবলের উপর পড়িলেন, মার খাই যামিনীরও নশা ছুটি ভুল, এখন সাহায্য পাইয়৷ তিনিও ছাড়িলেন না, বিস্তর কথা বলি: দ্য বলিতে কনষ্টেবলকে বিশিষ্ট রূপে আহত করিয়া দুই বন্ধুতে সরিয়া দ, ড্রাইলেন । কলষ্টেবল তাহাদের চিনিত, পরদিন সে তাহাদের নামে তাভিযোগ করিল। নালিস•শুনিয়া প্রমোদ বড় একটা ইংরাঞ্জি দমিয়া গেলেন না, কেবল কনষ্টেবলের উ} পর আরো একটু বেণী মাত্রায় চটিলেন। | ভাবিলেন,সে নালিস না করিয়া যদি পুরস্কার | প্রার্থনা করিত তো তাহার পক্ষে ভাল হইত, { কিছু পাইয়া যাইত, নালিশ করিয়া আর একবার মার খাইবার সুত্রপাত করিল মাত্র । প্রমোদের কেবল একটি বিষয়ে একটু মুস্কিল | লাগিল। মকদামাতে তো উকীল বেরিষ্টার | দিতে হইবে, এবং তাহা, o খরচও তো আছে, তাছার হইতে পাওয়া যায় ? কিম্বী - মন্দটাই হয়, যদি কিছু দণ্ডই লাগে, তবে তো আগে হইতে তাহার জোগাড় করা | চাই । তৎক্ষণাৎ দণ্ড দিতে না পারিলে তো ! জেলে যাইতে হুইবে, এই জন্ত ইহার অ- } বশ্য আগে হইতে উপায় করা আবশ্যক। } কিন্তু দণ্ড দিতে হইলেও ১০ । ১২ টাকার । অধিক তো আর কোন মতেই দণ্ড লাগি- { বার সম্ভাবনা নাই। দণ্ডের টাকার জন্য { তবে ভাবনার প্রয়োজন কি, এখন উকীল বেরিষ্টারদের টাকাটা জোগাড় করিতে | পারিলেই হয়, তাহ আবার আগেই দিতে ; হইবে, সে কিছু ২০০ শত টাকার কম কোন { মতেই হইবে না । কিন্তু অত টাকা এখন { প্রমোদ কোথায় পান ? ইহাতেই প্রমোদ; একটু চিত্তিত হইলেন, কিন্তু শেষ কোন উ- { পায়ই না পাইয়া কনকের কাছে অগত্য | তাহা চাহিয়া পাঠাইলেন। যামিনীর নিকট | ধার চাহিতে তিনি লজ্জায় কোন মতে | পারিয়া উঠিলেন না। আর ধার করিলেও } তে তাহার টাকা শীঘ্ৰ শোধ দিতে হইবে, সেই তো কনকের নিকট চাহিতে হুইবেই, । তাহা অপেক্ষ এখন চাহোয়াই যুক্তিসিদ্ধ |