পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- م . . . . . ', --- - - - - --r:o: == 8冷8 ছিন্ন মুকুল । (ভারতী, ফাল্গুন ১২৮৫ ২০০ শত টাক্ষা প্রমোদকে পাঠাইতে পারে, কি করিয়া প্রমোদকে বাচাইবে,তাহার কতট উপায় খুজিতে লাগিল । ভাবিতে ভাবিতে সমস্ত রাত্রি অতিবাহিত হক্টল, নিরুপায় বালিক অতি প্রতৃষে উঠিয়াই গোপনে আপনার সেলাইগুলি, এবং আপনার রে শমী ও জরীর দামী সাড়ি কয়েক খানি । লইয়া, তাহার একজন বিশ্বাসী দাসীকে উঠাষ্টয় তাহাকে গোপনে সেই গুলি বিক্ৰয়ের জমা দিল । কিন্তু বি ক্রয় কবে হইবে, মনে করিলেই কিছু বিকয় হয় না-এদিকে কাজেই টাকা না পাঠাইলে নয়, তবে আপাততঃ কি করিয়া টাকা পাওয়া যায় ? বালিকা ভাবিতে ভাবিতে গৃহ-বহিষ্কত হইয়া উদ্যানে আসিয়া হতাশ চিত্তে একটি স্নক্ষতলে আসিয়া বসিল । সহসা তাহার মুখকান্তি যেন জ্বলিয়া উঠিল । সহস্য তাহার হৃদয়ে যেন আশার উদয় হইল । সেই বৃক্ষ তলে সে একখানি নোটের মন্ত্ৰ কাগজ দেখিতে পাইল । কাগজ খানি হস্তে তুলিয়া দেখিল—উহা এক শত টাকার একখানি নোট। হর্ষেচ্ছ সে বালিকার হৃদয় উচ্ছসিত হইল, সে ভাবিল উহ। ঈশ্বরপ্রেরিত, কনকের তুঃখ নিবারণ করিতেই ঈশ্বর তাহাকে তাহ দিলেন । ইহা ভাবিয়া তাহা লওয়া ন্যায়সঙ্গত কি অন্যায় তাহা অার এই সময় তাহার মনেও অtসিল না। ঐ নোট লইয়া প্লারে যে কত বিপদে পড়িতে পারে—এক মুহূর্তের জন্যও তাহা ভাবিল না । ঈশ্বর-প্রেরিত জ্ঞানে সে সেই নোট খানি লইয়া এবং আপন - তাড়ে দুই শত টকা করিয়া সেই দিনই প্রমোদকে পাঠাইল । পাঠান হইলে তখন তাহার মনে চইল যে যদি নোটখনি আর কাহারে হয়, যদি আমাদের বাগানে কেহ হামাইয়া গিয়া থাকে ? কিন্তু পরক্ষণেই আবার ভাবিল ত হার এখনোতে অন্যান। 1র্মী সা ড় সকল বিক্রয় হয় নাই । তাহা বিক্রয় হইলেই সে এই নোট কুড়াইয়া পাইবার সূত্রাস্ত প্রকাশ করিবে, এবং যাহার নোট তাহাকে একশত টাকা দিবে। এদিকে সেই দিনেই সেই নোট খানির খোজ পড়িল । সুশীলা পূৰ্ব্বদিন সন্ধ্যাকালে উদ্যানে বেড়াইতে গিয়া সেই নোট খানি হারাষ্টয়া তা;সিয়াছিলেন । অঞ্চলে তখন ঐ নোট বাধা ছিল। উৰ্ত্তমরূপে বাধা ছিল না বলিয়াই হোক কিম্ব যে কারণেষ্ট হেীক, তাহ অঞ্চল হইতে খসিয়া উদ্যানে পড়িয়া গিয়াড়িল, কিন্তু নোটের কথা স্বশীল একেবারেই সে দিন ভুলিয়া গিয়া, ছিলেন । হঠাৎ পরদিন কাপড় ছাড়িবার সময় সে কথা তাহার মনে পড়িল । তখন বাড়ীর সমস্ত দ{স দ{#ীদিগকে লইয়া বিলক্ষণ পড়াfপড়ি চলিঙ্কে লাগিল । বেটাfরদিগের ভয়ে প্রাণ শুকাইয় গেল, তাহাদের ভয় যে বিনা দোষ তাজ ন জানি কাহ!কে চোর বলিয়। ধরা হয়। এরূপ অবস্থায় যেরূপ হইয় থাকে, সুশীল একজন নির্দোষী দাসকে তন্ত্রমন্ত্র ও ন্যায় শাস্ত্র খাটাইয়। নিশ্চয়ই দোষী বলিয়া স্থির করিলেন। সুশীলার প্রশ্বে সে ঠিক নিৰ্ভয়ে উত্তর দিতে পারে নাই—অনেক بيتتبنينتنتج ينتنة باتنة