পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ጽU ছিন্ন মুকুল । - - - (ভারতী, ফাল্গুন ১২৮৫ পড়িল মাত্র ঘেরা না পড়িলে কনক তো তাহার দোষ লুকাইয়া রাখিত! সুশীল৷ কনককে অসচ্চরিত্র বলিয়া জ্ঞান করিলেন । সুশীলা ভাবিলেন “কনক চোর, কনক মিথ্যাবাদী, কনকের গুরুভক্তি নাই, কমকের ঈশ্বরে ভক্তি নাই, কনক ঘোর পাময়, ঈশ্বরে ভক্তির অভাবই কনকের যত দোষের মুল । ঈশ্বরে মন থাকিলে কখনই কনক অন্যায় কাৰ্য্য করিতে পারিত না ।” তাহার স্বভাব কি করিয়া ভাল করিবেন সেই বিষয়ে তিনি অত্যন্ত চিন্তিত হইলেন। কনকের মূৰ্ত্তি পৰ্য্যস্ত এখন তাহার চক্ষে কুটিল বলিয়া বোধ | इहेrउ लाभिल । उशिज़ नज बिषानमग्न মূৰ্ত্তি তিনি চক্রান্ত-ভাব-পূর্ণ দেখিলেন । | কনকের আস্তরিক ভাব তাহার মূর্তিতে প্রকাশ পায় না-ইছাতে তাহাকে আরো গভীরতর মন্দ লোক বলিয়া স্থির করিলেন । } তিনি বুঝিলেন, কনকের মাত কনকের গুণেই তাহাকে ভাল বাসিতেন না । তাহার কিছুমাত্র দোষ নাই। কনককে মায়া করা সুশীলার অন্যায় হইয়াছিল। কনক মিট মিটে ডাইন ' কনকের দোষের নিমিত্ত তাহাকে কি শাস্তি দিবেন তাহ স্থির করিতেও সুশীলার মুস্কিল লাগিল । অবশেষে এই আজ্ঞা করিলেন, ক্রমাগত বার দিন ধরিয়া, একাকী একটি গৃহে তtহার পাপের মার্ক্সন চাহিয়৷ ঈশ্বরের নিকট প্রার্থনা করিবে । বায় দিন সে কাহারে সহিত কথা কহিতে পরিবে না, আহারের সময় দাস দাসীরা সেই গৃহে আহার দিয়া আসিবে, রাত্রেও তাহার গৃহে আলো জ্বলিবে না । এই নিয়মে কনক সেই দিন হুইতে বার দিনের জন্য কারারুদ্ধ হইল । চতুর্দশ পরিচ্ছেদ—এই সে । এ দিকে নালিসের বিচারের দিন উপস্থিত হইল । প্রমোদ ও যামিনীনাথ অন্য দুই একজন বন্ধুর সহিত আলিপুরের বিচারালয়ে যাত্রা করিলেন । আলিপুরে একজন বাঙ্গালী ডিপুটী মেজিষ্ট্রেটের নিকট বিচার হইবে। বিচার আরস্ত হইল, আসামী ফরিয়াদী আসিয়া সম্মুখে দাড়াইল । উভয়ের পক্ষের লোকে উভয়ের পক্ষে যIছ। বলিবার বলিতে লাগিল । কিন্তু প্রমোদ এখন স্থিরচক্ষু, চিত্ত৷ মগ্ন, প্রমোদের কালে সে সকল কথ। তখন কিছুই প্রবেশ করিতেছিল না, প্রমোদ বড় অন্তমনস্ক। প্রমোদ বদ্ধদৃষ্টি হইয়া | বিচারকের পানেই চাহিয়াছিলেন, যেন বিচারককে তিনি আগে কোথায় এদেথিয়াছেন, যেন সে মুখ ওঁছার পরিচিত অথচ তাহাকে চিনিতে পারিতেছেন না । তিনি তখন পাশ্বস্থ যামিনীনাথকে বিচারকের নাম জিজ্ঞাসা করিয়া শুনিলেন তাহার নাম হিরণকুমার। আমনি সহসা তিনি বিচার ককে ঢিলিতে পরিলেন, চিলিলেন বিচারক তাহার সেই পূর্বপরিচিত হিরণকুমার। সেই ছেলেবেলা যাহার কাছে প্রমোদ ! অপমানিত হইয়াছিলেন, যে ঘটনাটি তখন ; তাহার শিরায় শিরায় বিধিয়াছিল, প্রমোদ |