পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- y ভারতী, ফাল্গুন ১২৮৫ ) ছিন্ন মুকুল। - a....T-T-TT"TETT 8:pፃ | | ! | i } হিরণকে দেখিয়ামাত্র কেমন তাহাকে আর | প্রথম দেখিবা মাত্র যেমন অকারণে ঘৃণা দিনকার cमड़े क्रूझ ६Éनाम्नि श्रउ उiशहे দোষ সপ্রমাণ ছেলেবেল আর কখনো ওরূপ স্থলে কাদেন নাই,যে হিরণকুমার তাহাকে কাদাইয়াছিল— এই সেই হিরণকুমার। প্রমোদ সেই দিন কারসেই বাল্য ঘটনাটি মনের চক্ষে দেখিলে লাগিলেন, চিন্তাত্রেীতে তখন র্তাহার হৃদয় তরঙ্গিত হইতে লাগিল, তাহার কর্ণে তখন ' কেমন করিয়া অন্য কথা প্রবেশ করিবে ; প্রমোদ কিছু সেরূপ হিংসা-স্বভাবাপন্ন নহেন, সেই ঘটনাটি মনে রাখিয় যে প্রমোদ হিরণের প্রতি চিরশত্রুত পণ করিয়াছিলেন ; তাহা নহে, কিন্তু প্রমোদ সেই প্রথম বার দেখিতে পারিতেন না । এক একজনকে জন্মে, প্রমোদেরও হিরণের প্রতি সেই হইয়াছিল । বিচারপতিকে চিনিতে পারি: য়াই কেমন, এমোদ কিছু দমিয়া গেলেন, র্তাহার সেই পুর্কের স্ফৰ্ত্তিরভাব তেমন আর রহিল না । কে জানে কেন তাহার নিশ্চয় মনে হইল তিনি মকদ্দামায় হারিবেন, তাহার কোন দোষ সপ্রমাণ ন হইীেও হিরণ তাহাকে হার্যইয়া দিবেন। বাস্তবিক বিচারে যামিনীর সহিত প্রমোদেরও দোষ সপ্রমাণ হইল। হিরণকুমার যামিনীর একশত এবং প্রমোদের ৫০ টাকা. দণ্ড দিবার আদেশ করিলেন । এদিকে প্রমোদ তfহার যে হুইবে তাহাই মনে काब्रन नाहे, उत्व नैउाख्हे बनि श्ब्ब তাহা হইলেও ১৯১৫ টাকার অধিক যে গও লাগিবে ইহা স্বপ্নেও ভাবেন নাই, সুতরাং তাহার নিকট এখন ২০ টাকার একখানি নোট ছাড়া আর কিছুই ছিল না। এখন একেবারে ৫০ টাক। শুনিয়া তিনি যেমম বিপদে পড়িলেন তেমনি হিরণের নিতান্ত অবিচার-জ্ঞানে মনে মনে অত্যন্ত ক্রদ্ধও হইলেন । তিনি ভাবিলেন হিরণ কুমার তাহাকে চিলিয়াই এইরূপ অবিচার করিলেন। কিন্তু বাস্তবিক হিরণ র্তাহীকে চিনিতেও পারেন নাই । যখন হিরণ র্তাহাঁকে দে, থিয়াছিলেন তখন প্রমোদ দশম বর্ষীয় বালকমাত্র এখন এই ীেবনাবস্থায় তাহাকে চেনা দুষ্কর, এখন প্রমেদ তাহা হইতে কত পরিবর্বিত হইয়াছেন । যাহা হউক তখনি তে দণ্ডের টক দিতেই হইবে, নহিলে তে{ আর উপায় নাই, অগত্য তাহ যামিনীর নিকট ধার করিয়া প্রমোদের দিতে হইল । কিন্তু তাহাতে প্রমোদ অতান্তু অপমানিত মনে করলেন, মনে মনে হিরণের প্রতি বদ্ধ মূল ঘুণ জন্মিল । ত্রুদ্ধ অপমানিত চিত্তে মনে মনে হিরণকুমারের শ্রাদ্ধ করিতে ক রিতে প্রমোদ যামিনীর সহিত যামিনীর । বাট শাগিলেন, সেখানে অনেক ক্ষণ বসিয়া, তাহার নিকট হিরণের প্রতি অনেক ক্রোধ · মুক্তকণ্ঠে প্রকাশ করিবার পর সে ক্রোধ যেন কিছু নিৰ্বত্তি হইল । معتماس مستمی مهم পঞ্চদশ পরিচ্ছেদ—মূৰ্তন সন্দেহ । সেখান হইতে অপরাহ্লে প্রমোদ পদ- } ব্রজে অপেন বাসস্থানাস্তৃিমুখে গমন করিতে লাগিলেন । সচরাচয়, ধনাঢ্য-সন্তামেরi" |


—- o