পাতা:ভারতী ১২৮৫.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. - --WikitanvirBot (আলাপ) ভারতী, ফাঞ্জন ১২৮৫ ) সাযুদ্রামিতি বিদ্যা।

  • . .

“নিম্নললাটা বধবদ্ধভাগিন: কুৰ্বকৰ্ম্ম নিরতাশ্চ। , অভু্যদতৈশ্চ ভূপাঃ কৃপণা: স্থাঃ সঙ্কটললাটা: ’ ললাটের গঠন সকলকার সমান নহে । ব্যক্তি মাত্রেরই ভিন্ন ভিন্ন আকারের ললাট হইলেও ললাটের গঠনসম্বন্ধে স্থূলতঃ ছয় শ্রেণী করা সামুদ্র বিদ্যার অভিপ্রেত। “নিম্নললাট” “অভু্যুম্নতললাট” “সঙ্কটল- | লাট বিষমললাট অৰ্দ্ধেন্দুললাট” শুক্তিবিশাল । এতদ্ভিন্ন “বিশাল’ “অৰ্দ্ধেন্দুবিশাল’ “শিরাসন্তত” “উন্নতশিরাসত্তত স্বস্তিকসংস্থ শিরসিস্তত’ প্রভৃতি অনেক প্রকার অবাস্তর প্রভেদ আছে, কিন্তু সে সমস্ত সহজে পরিচিত হইবার নহে। এক্ষণে উল্লিখিত কএক প্রকার বিপষ্ট বোধ্য ললাটের বিষয় বিবৃত করা যাইতেছে । নিম্নললাট-যাহাঁদের ললাট নিম্ন, তাহারা বধবন্ধনভাগী। যেহেতু তাহদের মতিগতি ক্রর কৰ্ম্মে রত। তাৎপৰ্য্য এই যে নিফুলট শ্রেণীর লোকের প্রবৃত্তি প্রায়শই কু দিকে যায়, সুতরাং হয় বধ ন হয় বন্ধন ঘটনা হয় । “গ্রীবা চ হ্রস্বস্তথা ললাটঃ’ হ্রস্ব বা নিম্নললাটের সঙ্গে যদি ঘাড় খাট হয়, তাহা হইলেত কথাই নাই। দুইটাই দুষ্টামির লক্ষণ । “কেতি; গরদান তাংপিছানি দোনোভি বজাতৃ কি নিশানী।” অভু্যত্নত--"অভু্যত্নতাশ্চ ভূপা; যাহাদের ললাট সন্মুখ ভাগে উচ্চ বিশাল তাহার রাজা । রাজা হউক বা না হউক, তাহাদের 蠟 অন্তঃকরণটা রাজার ন্যায় বটে। তাৎপৰ্য্য এই যে, অভু্যুম্নতললাট ব্যক্তিদের অন্তঃ করণ প্রায় মহত্ত্ব গুণে পরিপূরিত থাকে। সঙ্কট—“কৃপণা: স্থাঃ সঙ্কটললাটা: ’ “সঙ্কট শব্দের অর্থ এস্থলে সঙ্কীর্ণ অর্থাৎ ছোট, কিংবা বন্ধুর ভূমির ন্যায় উচ্চ নীচ দোষাক্রান্ত । এই সঙ্কটললাট মনুষ্যের প্রায় কৃপণ হয়। কেবল টাকার কুপণ, নহে, জ্ঞান, মান, বিদ্যা, বুদ্ধি, উদারতা, সকল বিষয়েই কৃপণ। তাৎপৰ্য্য এই যে { সঙ্কটললাট ব্যক্তিদের আশয় অতি ক্ষুদ্র । বিষম—“বিষমললাটা বিধনাঃ । “বিযম’ শব্দের অর্থ এস্থলে অসম অর্থাৎ বাক৷ # অথবা একপেশে গোছের উচ্চ নীচ । যাহাঁদের ললাটদেশটা বিষম তাহার ধনবর্জিত। বিশালত থাকিলেও বৈষম্য দোষে তাহারা ধনবর্জিত হইরে ; অর্থাৎ ধন যে কি কৌশলে উপার্জিত হয় তাহ তাহার বোধগম্য করিতে পারে না । তাৎ- ; পর্যা এই যে, বিষমললাট মনুষ্যের বুদ্ধি : ধনাগমের দিকে খেলে না । বিশিষ্ট, তাহার ধনবন্ত । নিশ্চয় তাহাদের ধন আছে। কি সে ধন হয় তাহা এই শ্রেণীর লোকেরাই বুঝে। তাৎপৰ্য্য"এই{ যে, অৰ্দ্ধেন্দুললাট মনুষ্যের বুদ্ধি ধনাগম পক্ষে বড় চতুর। শুক্তিবিশাল—“শুক্তিবিশালৈৱাচাৰ্য্যতা" গুক্তি অর্থাৎ ঝিনুকের মধ্যভাগট cरमन উন্নত ও দুই পাশ ক্রমনি, এতদাকারের (to 3 || t অৰ্দ্ধেন্দু—“ধনবস্তেহুদ্ধেন্দুসদৃশেন’ षां- . হাদের ললাটের গঠন অৰ্দ্ধচন্দ্রবৎ বৃত্তচ্ছেদ

o

  1. o

§ {h