পাতা:ভারতী ১২৮৫.djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী, ফাল্গুন ১২৮৪) নৰ্ম্মান জাতি ও আন্দ্রে নন্মান সাহিত্য। co বিজেতা যখন স্বয়ং ব্রিটনে গিয়া বাস *. রিতে লাগিলেন তখন জেতা ও জিতদিগের মধ্যে মিলন না হওয়াই আশ্চৰ্য্য ! হিন্দু জাতি যদি নিতান্ত সাতন্ত্ৰ-প্রিয় ন হইত, তাহা হইলে মুসলমান বিজেতাদিগের সহিত হয়ত মিলিয়া যাইত । . দুর পর্য্যন্ত দেখিতে গেলে যে জাতিই বংশভূত। স্যাক্সন, ডেনিষ ও নৰ্ম্মান সকলেই এক জাতীয় লোক। টিউটনিক জাতিদিগের জাতিগত স্বভাব অনুসারে. নৰ্ম্ম্যান অর্থাৎ Northmanগণ দলে দলে তাহাদের জন্মভূমি ত্যাগ করিয়া দেশে দেশে দস্থ্যতা করিয়া ফিরিত। এই মহা দুৰ্দ্ধাত্ত সামুদ্রিক দস্থ্যগণের তরণী দূর হইতে দেখিলে সমস্ত যুরোপ কম্পিত হুইত, ভূমধ্যস্থ সাগরে এই নৰ্ম্মান দক্ষ্যদের জাহাজ দেখিয়া মহাবীর ষালমেন এক দিন অশ্রু বিসর্জন করিয়াfছলেন । ইহারা অসাধারণ সামুদ্রিক ছিল, ềgizwa Ft G Blake gris Nilson wž হইয়াছিল, ইহাদেরি নিকট হইতে ইংরাਾਂ সুনাবিকতার বীজ প্রাপ্ত• হইয়াছেন । সত্য মিথ্যা জানি না, প্রবাদ জাছে, ইহার কলম্বসের বহুপূৰ্ব্বে আটলাণ্টিক পার হইয়াছে। পূৰ্ব্বকালে ফিনিসীয়গণ সামুদ্রিক ছিল কিন্তু তাহার। বাণিজ্য করিবার নিমিত্ত দেশ বিদেশ পৰ্য্যটন করিত, অর্থ উপার্জিত হইলে স্বদেশে ফিরিয়া যাইত, কিন্তু নৰ্ম্মানগণ আপনাদের কুঝটিকাময় অন্ধকার অনু— বর্বর দেশ পরিত্যাগ করিয়া উজ্জ্বল, ধনধান্য| শালী ইটালি ফুন্সি ও ইংলও প্রভৃতি - بیدی —T ইংলণ্ড জয় করিয়াছে সকলেই টিউটনিক । স্থানে চির আশ্রয় গ্রহণ করে । আশ্চৰ্য্য এই ষে যেখানেই গিয়াছে সেই খানেই তাহাদের জাতিত্ব লোপ পাইয়াছে, এখন আর নৰ্ম্ম্যান বলিয়া একটি জাতি নাই । যদিও ন্যান জাতি ম্যাক্সনদের সঙ্গে । মিশিয়া গেল তথাপি ইংরাজ-ইতিহাসে । তাহারা ঘোরতর পরিবর্তন বাধাইয়াছিল। } নৰ্ম্ম্যানেরা না মিশিলে ইংরাজের এ ইংরাজ ! হইত কি ন সন্দেহস্থল। আমরা ফ্রান্সে i নৰ্ম্মানদের উপনিবেশ হইতে আরম্ভ ক- | রিয়া ইংলণ্ড পৰ্য্যন্ত তাহদের অনুগমন করিব ।

  • |

ফুন্সে এখন ক্লোভিস্ (Clowis) বংশো স্তব রাজগণ সিংহাসনচ্যুত হইয়াছেন, ও ষাৰ্লমেন-বংশীয় রাজগণের রাজপ্রভাব জীর্ণ প্রায় হইয়াছে, এমন সময়ে উত্তর দেশীয় ক্ষুধিত পত্নপাল ফুন্সের উৰ্ব্বর ক্ষেত্রে বঁকিয় পড়িল । প্যারিস তখন । ফান্সের রাজধানী ছিল না । নৰ্ম্ম্যানদিগের আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্য ಇtন্সের ছৰ্ব্বল অধিপতি, Charles রবটুকে | (Roborts the Strong) grg gęs stą. - গীর দিয়া সীমান্ত রাজ্যে অধিষ্ঠিত করেন । “. রবটের পুত্র ওডোর সময়ে প্যারিস সেই | রাজ্যের প্রধান নগরী হয়। ফরাসীরাজ ীি: তখন হয়ত সলেহ মাত্র করেন নাই ৰে 1. তিনি বহিঃশত্রু হইতে রাজ্যরক্ষা করিবার t জন্য গৃহের মধ্যে শক্ৰ পোষণ করিতেছেন। } যখন ফান্স-অধিপতির রাজকীয় উপাধি"ী: ভিন্ন অন্ত বড় একটা কিছু অবশিষ্ট ছিল না: ; তখন বলীয়ান প্যারিসের জায়গীরপতি ৷