রোমীয় প্রভাবের উপর শকুনি ও গৃধিনীদল |
- ***
র্যাকিয় পড়িয়েছিল। তখন দারুণ অরা ; | জকতার কাল। সারাপীনগণ সার্ডিনিয়া ও . ( ఆ নন্মান জাতি ও আঙ্গুে, নষ্মান সাহিত্য । (ভারতী, ফাল্গুন ১২৮৫
- ...
ঙাহার সিংহাসনের প্রতি এক একবার कछेश्व४ाठ रुब्रिएछझ्प्लिन, मैगन ग" নৰ্ম্ম্যানগণ প্রকৃত প্রস্তাবে ফান্সের রঙ্গভূমিতে অবতীর্ণ হইল। তখন ফান্সের বড় দুরবস্থা । বলিতে গেলে, তখন বর্তমান ফ্ৰান্স গঠিত হয় নাই, তখন পুরাতন ফন্স জীর্ণ হইয়া পড়িতেছিল। ফুন্সি তখন খণ্ডে খণ্ডে বিভক্ত হইয়াছিল। ভিন্ন লোক তোমার শত্রু না হইতে পারে, কিন্তু আপনার লোক ভিন্ন হইয় গেলে সে তোমার শক্র হইয়া দাড়ায়। ফিমেন সাহেব অতি যথার্থ কথা বলিয়াছেন যে, ফান্সের প্রতি বিভিন্ন খণ্ড যদি বিভিন্ন দেশ হইয়া যাইত, তাহীদের মধ্যে যদি কোন যোগ না থাকিত, তবে সে বিভাগে ভয়ের কারণ থাকিত না । প্রত্যেক ক্ষুদ্র অধিরাজ্যস্বামীর ইচ্ছা তঁহার সীমা বাড়াইয়া লন— বাহিরের শত্র আক্রমণ করিলে জাতীয় ভাবে সকলে একত্রে মিলিত হইয় তাহাকে বাধা দেওয়া দূরে থাকুক, সকলেই ভয় করিতে থাকে, পাছে তাহদের মধ্যে আর কেহু শত্রুর সাহায্য লইয়া তাহার অধিকারে হস্তক্ষেপ করে, অতএব তাই সহজেই মনে হইতে পারে যে, আগে হইতে আমিই যে কেন শত্রু-সাহায্যের সুবিধা ভোগ না । করিয়া লই ।” তখন যুরোপের অবস্থা কাতি শোচনীয় ছিল। চার দিক হইতে মুমূর্ব অথবা মৃত সিসিলি অধিকার করিয়া গ্রীস, ইটালি. ও নিকটবৰ্ত্তী দেশ সমুহে উপদ্রব করিতেছিল। । দুৰ্দ্ধান্ত স্ক ল্যাভোনীয়গণ ( Sclavonians ) জৰ্ম্মমীর অধিকার হইতে বোহেমিয়া, পোল্যাও, এবং প্যানোনিয়া (আধুনিক অষ্টিয়া) ড়িয়া লইয়াছিল। তাতার জাতীয় দস্থ - দল নিদারুণ উপপ্লবে সমস্ত ইটালী, জৰ্ম্মানী ও দক্ষিণ ফন্স কম্পিত করিয়া তুলিয়াছিল কিন্তু সৰ্ব্বাপেক্ষ এই উত্তর দেশীয় সামুদ্রিক দস্যগণ এই নর্থমলন নরশোণিত-পিপাসুগণ প্রচণ্ড ছিল । উপর্যাপরি ইংলণ্ড এবং ফান্স তাহার বিপৰ্য্যস্ত করিয়া তুলিয়া ছিল । তাহারা যখন ইংলণ্ড আক্রমণ করিত, তখন ফন্স বিশ্রাম করিত, যখন ফান্স আক্রমণ করিত তখন ইংলণ্ড বিশ্ৰাম | $strs i Charles the Baldă gfgfgzstrēt ইহারা ফান্সের অন্তঃপ্রদেশে প্রবেশ করে- ; তে পারিয়াছিল। তখন চালস ও তঁtহার #. পরিবারের মধ্যে গৃহ-বিবাদ ঘটিয়া রক্তপাতে ফুন্সি দুৰ্ব্বল হইয় পড়িয়ছিল। ক্ষুদ্র । প্রাদেশিক রাজগণ' অবধি হইয়। উঠিয়ছিল। । নর্থমা দমাদল ফুন্সে এবং ইংলণ্ডে , নুতন প্রকার যুদ্ধের প্রথা অবলম্বন করিয়াছিল । নদী বাহিয়া তাহারা যে দ্বীপ পাইত, সেই খানেই দুর্গ নিৰ্ম্মাণ করিত। এই দুর্গ সকল তাহদের লোগু দ্রব্যের ভাণ্ডার ছিল, তৎসমুদায় তাহদের রমণী ও শিশুদিগের নিবাস-ভূমি ছিল ও পরাজয়কালে আশ্রয়স্থান ছিল । দুৰ্ব্বল ফুন্সি-অধিপতি অস্ত্রের বলে তাহীদের বাধা দিতে সক্ষম ছিলেন, সুতরাং অর্থ দিয়া তাহীদের অত্যাচার
- . -o-o: