ভারতী, ফাঙ্কন ১২৮৫) --- - অঙ্গরী-প্রেম । - « so ( অপারার উক্তি ) অদিতি-ভবন হইতে যখন আসিতে ছিলাম অলকা-পুরে,— মাথার উপরে সাঝের গগন-- শারদ তটিনী বহিছে দূরে! সাঝের কনক-বরণ সাগর অলস ভাবে সে ঘুমায়ে আছে, দেখিকু দারুণ বান্ধিছে গউরী-শিখর গিরির কাছে ! দেখিমু সহসা বীর একজন সমর-সাগরে গিরির মতন পদতলে আসি আঘাতে লহরী তবুও অটল পারা ! বিশাল ললাটে ভ্রভঙ্গীটি নাই, শান্ত ভাব জাগে নয়নে সদাই— উরস বরমে বরষার মত • বরিষে বাণের ধারা ! অশনি-ধ্বনিত ঝটিকার মেঘে। দেখেছি ত্ৰিদশপতি, চারি দিকে সব ছুটিছে ভাঙ্গিছে, - তিনি সে মহানু অতি ! এমন উদার শাস্ত মুখ ভাব দেখি নি তাহারো কভু । পৃথী নত হয় যাহার অসিতে, স্বরগ যে জনে পারেন শাসিতে, দুরবল এই নারী-হৃদয়ের । করিমুর্তাহারে প্রভু ! দিলাম বিছায়ে দিবা পাখ-ছায়া মাথার উপরে তার, মায়া দিয়া তারে রাখিছু আবরি নাশিতে বাণের ধার ! প্রতি পদে পদে গেছু সাথে সাথে দেখিমু সমর ঘোর— শোণিত হেরিয়া শিহরি উঠিতে লাগিল হৃদয় মোর ! থামিল সমর জয়ী দ্বীর মোর উঠিলা তরণী পরে, বহিল মৃদুল পবন, তরণী চলিল গরব ভরে! গেল কত দিন, পূরবগগনে উঠিল জলদ রেখা ! মুছ ঝলকিয়। অবশ দামিনী দূর হোতে দিল দেখা
- १, • • *