পাতা:ভারতী ১২৮৫.djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমরা এই অসীম বিশ্বের বিষয় যতই আলোচনা করি, ততই আমাদের মনে কৌতুহল ও বিস্ময় রসের আবির্ভাব হয় । পৃথিবী কিরূপে স্বস্থানে উপনীত হইল, ইহার উপাদানই বা কি,এবং কত কালই বা ইহা এই ভাবে অবস্থিতি করিতৃেছে, এই সকল বিস্বয় নির্ণয় করা অতি দুরূহ। কোন যন্ত্র তাপমাপনি চলিতেছে দেখিলে আমরা প্রথমেই উহার গতির কারণ অনুসন্ধান করি এবং সুবিধা হইলে ঐ বস্ত্রের এক একটি অংশ পৃথক্ করিয়া না দেখিয়৷ ক্ষস্তি হই না । কিন্তু পুথিবীর সমুদায় অংশ এই রূপে পরীক্ষা করিয়া দেখা মনুষের সাধ্যায়ত্ত নহে । পৃথিবীর বিষয় জানিতে হইলে উহার অভ্যন্তরে ও উপরিভাগে যে আর্মাদিগের চতুষ্পাশ্ববৰ্ত্তী অপরাপর জগতের প্রকৃতি তন্ন তন্ত্ৰ করিয়া অমুসন্ধান করিতে হয় । এইরূপ অমুসন্ধন দ্বারা যে জ্ঞান জন্মে তত্ত্বারা পৃথিবীর অনেক নিগুঢ় বিযয় জানা যাইতে পারে। |, পৃথিবী কিরূপে এখানে উপস্থিত হইল, একথা জিজ্ঞাসা করা কখনই সঙ্গত বলিয়। বোধ হয় না। কারণ—প্রকৃত প্রস্তাবে আমাদের এই পৃথিবী মূহূৰ্তমাত্রও এক স্থানে স্থির নহে। প্রত্যুত চিরকালই উহা মণ্ডল- ! - - - - -perভারতী, ফাল্গুন ১২৮৫) জীররহস্য। &ఫి , জীবরহস্য । مبسوocہ:تیسہ উপক্রমণিকা । থাকে স্বতরাং ঐ কক্ষে পরিভ্রমণ করিতে { সকল পদার্থ দৃষ্টিগোচর হয় তৎসমুদয়, এবং ; কারে স্বৰ্য্যের চতুৰ্দ্ধিক পরিভ্রমণ করিতেছে। এমন কি উহার গতির বেগ ঘণ্টায় ৩০,০০০ | ক্রোশ অপেক্ষাও অধিক। এই অত্যাশ্চর্য্য নিয়মের বশবৰ্ত্তী হইয়া অপরাপর ক্ষুদ্র ক্ষুদ্র । জগৎ বৃহত্তর জগৎকে প্রদক্ষিণ করিতেছে । ] আমরা এই মাত্র জানি যে চন্দ্র প্রায় একমাসে পৃথিবী প্রদক্ষিণ করিয়া থাকে। কিন্তু | স্বৰ্য্যমণ্ডল প্রদক্ষিণ করিতে উহাদের উভয়ের | (চন্দ্র ও পৃথিবীর ) একবৎসর কাল অতীত ! হয় । কোন কোন গ্রহ আবার স্বীয় উপ- { গ্রহের সহিত সূৰ্য্যকে প্রদক্ষিণ করিবার সময় পৃথিবী অপেক্ষা বৃহত্তর কক্ষে ভ্রমণ করিয়া ! উহাদের অনেক কাল অতিবাহিত হয় । ] যথা—বৃহস্পতি গ্রহ (Jupiter) । এদিকে শুক্র গ্রহ (Venus) পৃথিবী অপেক্ষা স্বর্ষ্যের । অধিকতর সন্নিহিত বলিয়৷ ক্ষুদ্রতর কক্ষ | অবলম্বন পূৰ্ব্বক, অপেক্ষাকৃত অল্পকাল মধ্যে | স্বৰ্য্যমণ্ডল প্রদক্ষিণ করে । আশ্চর্যের বিষয় } এই যে পৃথিবী ঈদৃশ ভয়ামক বেগে সুৰ্য্যের { চতুৰ্দ্ধিক পরিভ্রমণ করিতেছে জানিয়াও আ- { মর উহার গতি অনুভব করিতে পারি না । ] বরং আমাদের চক্ষে উহ। স্থির ও অচল # বলিয়াই প্রতীয়মান হয়। কিন্তু বাস্তৱিক । পৃথিবী যে ঘণ্টায় ৩•, • • • ক্রোশ, করিয়া চলিতেছে তাহাতে আর কিছুমাত্র সংশয় # æ¤a