| | ○ ab". কাতন্ত্র-জীবনী ।
- -** -- -ഭ
এই শ্লোকের “ কাশিক৷ ” শব্দকে কেহ কাশী ( বারাণশী ) এবং কেহ কাশিক (৬) নামক গ্রন্থ বলিয়া বা করেন । উপরে দুর্গ সিংহের বিভিন্ন মতের যত গুলি নামের উল্লেখ করা হইল তাহার প্রত্যেক নামের সময়াদির সামঞ্জস্য করিয়া যে এই প্রবন্ধের পরিসমাপ্তি করিয়া উঠিতে পারি এমত সাধ্য আমাদের নাই ; কেননা, নাগভট্ট, কুসুমাঞ্জলি প্রভৃতি নামে দুর্গসিংহ কি কি গ্রন্থ কোন সময়ে প্রণয়ন করিয়াছেন তাহ আমরা জানি ম এবং বহু যত্ন করিয়াও জানিতে পারি নাই । দুর্গসিংহকে, ভবভূতি এবং অমরসিংহ প্রভৃতি নামে পরিচিত দেখিয়া হয় তো অনেকে বিশেষ বিস্ময়াপন্ন অনেকে হাস্য সংবরণ করিতে পাব্লিরেন হইবেন এবং না—আমরা যে বিঘ্নিত না হইয়াছি তাহা নহে, কিন্তু দুর্গ সিংহ “ এবং অমর সিংহ প্রভৃতি হইতে অভিন্ন ভবভূতি ব্যক্তি ” যখন এ সম্বন্ধে ও কোন অকাট্য প্রমাণ পাই নাই তথম উল্লিখিত বিভিন্ন যুক্তির উপর পদাঘাত করিতেও ভীত হই । • মুতরাং ন্যায়ের বাধ্য হইয়। আমরা উল্লিখিত । हिडितः যুক্তির অনুসরণ করিয়াই মহাত্মা লোচনা করিব । দুর্গ সিংহের সংক্ষিপ্ত জীবনীর কথঞ্চিত আ ভূবন বিখ্যাত নামলিঙ্গ মুশাসন প্রণেত। অমরসিংহ ( অমরোপাধিক তুর্গসিংহ) মহারাজ হর্ষ-বিক্রমাদিত্যের নবরত্বের অন্ততর রত্ব ছিলেন (৭)। উল্লিখিত ঐকঠোদ্ধত প্রমাণ দ্বারাও এ কথার সামঞ্জস্য হই তেছে । নবরত্নপ্রতিষ্ঠাতা খ্ৰীষ্টীয় ষষ্ঠ শত৷ বীতে বিশ্বসংসারে প্রাজুভূত হইয়াছিলেন স্বতরাং দুর্গসিংহ খ্ৰীষ্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রা রস্তে কি পঞ্চম শতাব্দীর পরদ্ধে ভারতে অবতীর্ণ হয়েম । কেন না শ্রীকণ্ঠের বচমমুসারে ইহা স্পষ্টতুঃ দেখা যায় যে বিক্রমীদিত্য দুর্গসিংহকে অমর উপাধি" প্রদান করেন অতএব দুর্গসিংহই {,६ তাম্রসিংহের পুৰ্ব্বের নাম তাহার ভুল নাই ; অস্তৃথা বিক্রমাদিত্য কর্তৃক অমরোপাধি প্রদান । কালে gর্গসিংহ যে নামে পরিচিত ছিলেন । ঐকণ্ঠের সেই নামের পরিচয় দেওয়া স্বভাব সিদ্ধ নহে । এই সকল কারণেই বিলক্ষণ প্রতীতি হইতেছে যে দুর্গ সহ চক্লয় বৃত্তি ও দুর্গবোধ নামক ক{তন্ত্রটকা, অমরকোষের পূৰ্ব্বে বিরচিত উপরোক্ত উভয় গ্রন্থ দুর্গসিংহের কাশিত হইয়াছে। টীকা বিচরণ করেন তখন তিনি বর্ণক শাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন । ক্রমশঃ び翌 (**} 龜 নামে প্র (ভারতী, ফাল্গুন ১২৮৫ | (৮) পাণিনি সংস্কৃষ্ঠ “কাশিক বৃত্তি” নামক গ্রন্থ প্রণেতা জয়াদিত কলিয়া বিখ্যাত। দুর্গ সিংহ কৃত অন্য কোন কাশিক আছে कि না জানি না । ఙఖ (৭) ধন্বস্তুরি ক্ষপন কামরুসিংহ শঙ্কু বেতাল ভট্টঘটকপর-কালিদাস: | খ্যাতে বরাহমিহিরো নৃপতে: সভায়াং রত্ননি বৈ বররুটিনব বিক্রমসা |
- 中.え***。※