i ভারতী চৈত্র ১২৮৫ ) কাতন্ত্র-জীবনী । , לס\d |-য়ঙ্কাশ কোমল কাব্যক5পনায় পরিণত করা অসম্ভব ; এ কথায় ভট্টীকাব্য-প্রণেতাই আমাদের প্রধান দৃষ্টাস্তের স্থল । যদি দুর্গসিংহ নাম ধারণ করিয়া কাতন্ত্রবৃত্তি ও টীকাগ্রণয়নের পর ভবভূতি নামে নাটকাদি প্রণয়ন করিতেন তবে তাহার ভদ্রোচিত হৃদয়গ্রাহী নাটকাবলী ভারতীয় কাব্যের শীর্ষস্থানে স্থান লাভ করিতে পারিত না। তিনি ভুবনবিখ্যাত কবিপদ লাভান্তে ভুবনবিখ্যাত বৈয়াকরণ পদ লাভ করিয়াছেন একথা অসম্ভব নহে। বাস্তবিক তিনি ভবভূতি নামে নাটকাদি প্রণয়নের পরই যে, কাতন্ত্ররক্তি ও কাতন্ত্রটীকা প্রণয়ন করিয়াছেন—এই কথাই অtমাদের নিকট অধিক স্বসক্ষত বলিয়। বোধ বিশেষতঃ যদি তাহার ভবভূতি নামের পূর্বে অন্য কোন নাম থাকিত झुरु ! তিনি সে নাম অবশ্য মহাবীরচরিত ও মালতীমাধবের প্রস্তাবনাস্থলে সূত্ৰধারের মথে উল্লেখ করিতেন । তুর্গসিংহ যদি জীবনের প্রথম ভাগে ভবভূতি নামে নাটক প্রণয়ন করুিয়া পরে দুর্গসিংহ প্রভৃতি নাম ধারণ করিয়া থাকেন তাহা হইলে উল্লিখিত প্রাচ্য মহাত্মা যে ভবভূতিকে খ্ৰীষ্টীয় ৫ম শতাব্দির লোক বলিয়াছেন তাহা সৰ্ব্বাংশে অনুমোদনীয়। কিন্তু তাই বলিয়াই তিনি খ্ৰীষ্টীর ৫ম শতাব্দির পরাদ্ধের উপরের লোক নহেন । দুর্গসিংহ এবং ভবভূতি যখন অভিন্ন ব্যক্তি—সুতরাং বৈয়াকরণশ্রেষ্ঠ দুর্গসিংহ খ্ৰীষ্টীয় পঞ্চম শতাব্দির আমরা উপরের গণনায় যদি পদস্খলিত | না হইয়া থাকি তবে সৰ্ববৰ্ম্ম, কর্তৃক { কাতন্ত্রস্থত্র বিনিৰ্ম্মিত হওয়ার প্রায় কিঞ্চিদধিক ৪৫০ বৎসর পরে মহাত্মা দুর্গসিংহ কাতন্ত্রের রক্তি ও কাতন্ত্ৰটীক প্রণয়ন ক রেন । আমাদের দুর্গসিংহের নিবাস ও বংশ- ! পরিচয়াদি সংগ্ৰহ করিতে তত কষ্ট হইবে । না । ভবভূতি এবং অমরসিংহ যখন দুর্গসিংহের উপনাম মাত্র, তখন তত্ত্বৎ নামের পরিচয়াদি সংগ্ৰহ করিলেই তুর্গসিংহের i পরিচয়াদি সংগ্ৰহ করা হইল । - • ভবভূতি (তুর্গসিংহ) তৎপ্রণীত ‘মালতীমাধব নামক স্বপ্রসিদ্ধ নাটকের প্রস্তাবনাতে । সূত্রধরের মুখে এইরূপ নিজ পরিচয় দিয়াছেন ;-দক্ষিণদেশে বিদর্ভের অন্তর্গত পদ্ম- ] নগর নামে এক নগর আছে । যেখানে । মহোৎসবের অগ্রগামী, পঞ্চ অগ্নির রক্ষাকৰ্ত্ত । তব্ৰত, সোমরসপায়ী ব্রহ্মবাদী, চরণগুরুদিগের মতাবলম্বী, বেদের তৈত্তিরীয় অংশের উপাসক (প্রভৃতিগুণবিশিষ্ট) কাশ্যপ বং- 1 শীয় ব্রাহ্মণের বাস করিতেন। এই পরি- i বারের মধ্যে গোপালভট্ট ( ১১ ) নামক ; এক জন বিখ্যাত লোকের পৌত্র, এবং পবিত্ৰকীৰ্ত্তি নীলকণ্ঠের পুত্র, ঐকণ্ঠো- { পাধিরঞ্জিত ভবভূতি ছিলেন। ইহার } মাতার নাম জাতুকণী। এই কবির নাটকী-{ পুরান্ধে বিশ্বসংসারে অবতীর্ণ হইয়াছিলেন । ১১ ভবভূতির (দুর্গসিংহের অপর নাম : “নাগভট্টের সহিত তাহার পিতামহের । নামের সাদৃশ্য আছে। -
পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।