পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী চৈত্র ১২৮৫ } --WikitanvirBot (আলাপ) ১৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) কাতন্ত্র জীবনী।


কার করিবার যো নাই। দুর্গসিংহ এবং ভবভূতি যখন অভিন্ন, ব্যক্তি এবং তাহার উভয় অবতারের নিবাসভূমিই যখন বারাণসী বলিয়া অtভাস পাওয়া যায় তখন ভোজ প্রবন্ধের প্রমাণকে একেবারে উপেক্ষা করা যtয় না, তবে দুর্গসিংহ বারাণসী নিবাসী না হষ্টয়া প্রবাসীও হইতে পারেন । দুৰ্গসিংহ, ভবভূতিজীবনে নাটকাদি প্রণয়নকালে যেমন, আত্মপ্রশংসাস্পদ্ধা ছিলেন ১৬ দুর্গসিংহ নাম ধারণ করিয়াও সেইরূপ সাম্পদ্ধ করিতে ক্রটী করেন নাই। ইহা তাহার ন্যায় দেবতুল্য ব্যক্তির পক্ষে অতিরঞ্জিত ন হইলেও তিনি যে আত্মগৰ্ব্বরূপ কলঙ্কে কলঙ্কিত তাহ৷ সকলেই স্বীকার করবেন । আমাদের তাহার জীবনের বিভিন্ন ভাগে, শুভ্র বসনে মসীবিন্দুবৎ একটী ক্ষুদ্র চিহ্ন অঙ্কত দেখিয়। দুর্গসিংহ এবং ভবভূতি যে অভিন্ন ব্যক্তি তৎসম্বন্ধে আরো প্রত্যয় জন্মিতেছে । দুর্গসিংহ তদীয় কাতন্ত্র টাকায় একস্থলে সগৰ্ব্বে বঁলয়াছেন-কুশাগের ন্যায়ু মৃতীক্ষ জ্ঞান fবশিষ্ট আর্মি এবং ভাষ্যকার যখন শব্দরূপ সমুদ্র উল্লঙ্ঘন করিতে পরিলাম না ; তখন অন্য জড়বুদ্ধিগণ কে ১৭ অর্থাৎ দুর্গসিংহ, ১৬ যে নাম কেচিদিহ নং প্রথয়ন্ত্যবজ্ঞাং, জানান্ত তে কিমপি তান প্রতি নৈষ যত্নঃ । উৎপৎসাতেহস্তি মম কোহপি সমানধৰ্ম্ম, কালোহয়ং নিরবধি বিপুলচ পৃথ্বী। (মালতী মাধব ) ১৭ অইঞ্চ ভাষ্যকারশ কুশাস্ত্রীয়ুধিয়াবুভৌ৷ হইয়া রহিল, ইহা শঙ্করের কোপের কারণ, তাহার নিজের এবং ভাষ্যকারের নিকট : কার কে ? জানি না। বোধ হয় পাণিনি ব্যাকরণের মহাভাষ্যরচয়িত পতঞ্জলি কি ? বেদভাষ্যকার শঙ্করদেব হইবেন। দুর্গসিংহ সম্বন্ধে আর একটা কিংবদন্তীঃ এই—একদা বরাহমিহির প্রভূতি বিক্রম দিত্যের সভাপণ্ডিতদের বিপক্ষে, দুর্গসিংহ । একাকী কোন বিষয় লইয়া তুমুল তকবিতর্ক করেন। অবশেষে দুর্গসিংহ বিচারে সকলকে পরাস্ত করিয়া সভাস্থ সভ্যমণ্ডলীর নিকট সগৰ্ব্বে বলিয়া উঠেন "বাহু উদ্ধত করিয়া বলতেছি, আমি দুর্গসিংহ বাদী হইলে । মহেশ্বরও এক অক্ষর জানেন না ১৮ । - দুর্গসিংহের মুখ হইতে এই বাক্য | বাহির হওয়া মাত্র তাহার বাহু উৰ্দ্ধমুখী জানিয়া তদীয় ক্রোধ শান্তির জন্য দুর্গসিংহ তন্ম যুক্ত এক অলোকসামান্য স্তব দ্বার: শঙ্করকে বশীভূত করিয়া ফেলিলেন। শঙ্কর তখন তৎসমীপে আবিভূত হইয়৷ তাহাৰু বাহু নামাইয়া দিয়া , বলিতে লাগিলেন; "দুর্গমিংহ! বিদ্যাসম্বন্ধে আমি তোমার } • ?: }** নৈব শব্দাখুধে পায়ং কিমন্যে জড়বুদ্ধয়ঃ id (দ্বর্গসিংহকৃত কাতন্ত্রীক;} ১৮ উদ্ধত্য বাহু পরিরীরটামি & 3 যস্যাস্ত শক্তি সতু বাবদীভূ । , ময়ি স্থিতে ব্ৰাদিনি দুর্গসিংহে । নৈকাক্ষরং বেত্তি মহেশ্বরোপি । t à l' t