পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাতন্ত্র-জীবনী । (ভারত ত্রৈমস | নিকট একটা অক্ষরও জানি না, ইহা সত্য | কিন্তু তাই বলিয়াই সভাস্থ ব্যক্তিদের নিকট আমাকে অপমানিত করা তোমার উচিত হয় নাই ।” দুর্গসিংহকে লোকসমাজে অলৌকিক বিদ্বান প্রতিপন্ন করিবার জন্যই যে উল্লিখিত কিংবদন্তীটি বিনিৰ্ম্মিত হইয়াছে তাছা নিঃসন্দেহ । বোধ হয় বোপদেব গোস্বামীও দুর্গসিংহ এবং অমরসিংহকে অভিন্ন ব্যক্তি বলিয়া জানিতেন । তিনি কবিকণপক্রম নামক ধাতুপাঠে আটজন শাদিকের নাম উল্লেখ করিয়াছেন । ইন্দ্রশচন্দ্রকাশকৃৎশ্ন পিশলী শাকটায়লঃ পাণিন্যমরজৈনেন্দ্র। জয়ন্ত্যন্টাদি শাব্দিকা: | (বোপদেবকৃত কবিকল্পদ্রুম। আমরা এই শ্লোকোত্ত যে ৫ । ৬ জন o মহাত্মাকে চিনিতে পাfবল}ম তাহারা সকলেই বৈয়াকরণ ; তাহদের কো ষাদি গ্রন্থ নাই। বোধ হয় এস্থলে } “শাব্দিক ” অর্থে কেবল বৈয়াকরণগণকেই বুঝাইবে। যদি দুর্গসিংহ এবং অমরসিংহকে বোপদেব অভিন্ন ব্যক্তি না জানিতেন তবে তিনি অমর নাম কখনি এ শ্লোকে বিনিবেশিত করিতেন না, কেনন তুর্গসিংহ অমরসিংহ নাম ধারণ করিয়! কোন ব্যাকরণ প্রণয়ন করেন নাই । সুতরাং এস্থলে দুর্গসিংহ অর্থেই যে দুর্গ সিংহের উপনাম o s ইহা আমাদের বিশেষ উপলদ্ধি হুইতেছে । . . . শব্দকম্পন্দ্রনীয় পরিশিষ্টের অমর | শব্দে লিখিত আছে, “ তিনি (অমরসিংহ) { কাহারও কাহারও মতে বৌদ্ধধৰ্ম্মাবলম্বী। ’ । আমরাও এইরূপ একটা অমূলক কিংবদন্তী । জ.fন । অনেকে বলিয়। থাকেন যে অমরসিংহ তৎপ্রণীত নামলিঙ্গানুশাসনে गभू দয় দেবতার শীর্ষস্থানে বুদ্ধদেবের নামাবলী নিবেশিত করিয়াছেন সুতরাং অমরসিংহ । বুদ্ধমতাবলম্বী ছিলেন। বোধ হয় শব্দকল্পদ্রমও ঐ জনশ্রুতির অনুসরণ করিয়াছেন । কিন্তু আমরা এ কথায় সায় দিতে পারিলাম না ; কেননা অমরসিংহ বুদ্ধমতাবলম্বী হইলে তাহার জীবনের প্রথম ভাগে হিন্দু- { বলিয়। পরিচয় দিতেন ম৷ ( ১৯ ) । কেহ আপত্তি করিতে পাবেন দুর্গ সিংহ যদি তবে নামলিঙ্গায়শ:সনের লিঙ্গাদিসংগ্ৰহ বাস্তবিকই অমরসিংহ হয়েম | বর্গে অমরোপাধক দুর্গসিংহ কাতন্ত্র- | সম্মত প্রত্যয়াদি ব্যবহার না করিয়া কেন পাণিনিঅনুযায়ী প্রত্যয়াদি ব্ল্যবহার করি } য়াছেন ? একথায় বোধ হয় এইমাত্র বলি- । লেই যথেষ্ট হইবে যে দুর্গসিংহ কাতন্ত্রে । হস্তক্ষেপ করিবার পূর্বে, কান্ত সমাজে । তাদৃশ আদৃত হইয় ছিল না। দুর্গসিংহই । কাতন্ত্রে অসম্পূর্ণত প্রভৃতি দোষ বিদূরিত ! অমর শব্দকে স্থান দেওয়া হইয়াছে, ( ১৯) তিনি কাতন্ত্রের সর্বপ্রথম শ্লোকেই মহাদেবকে প্রণাম করিয়াছেন । মালতীমাধবের প্রস্তাবনায় ৫ একরূপ fংদু বলিয়াই পরিচয় দিয়াছেন।