পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী চৈত্র ১২৮৫ } কাতন্ত্র জীবনী । খানি গ্রন্থ ৫-৬০ বৎসরের নু্যনে সমাজে প্রতিষ্ঠালাভ ও সৰ্ব্ববাদীসম্মত হইতে পারে না সুতরাং দুর্গসিংহের অমর উপাধি লাভের সমকালে যে কাতন্ত্রের নাম সকলে জানিত বোধ হয় না । কিন্তু তখন পাণিনি ঋষি প্রণীত ব্যাকরণ বিদ্যাথীগণ সকলেই পাঠ করিতেন এবং পাণিনিসম্মত বৈয়াকরণিক নিয়ম ভারতে বিলক্ষণ প্রচলিত ছিল—পাণিনিঅমুযায়ী প্রত্যয়াদি প্রয়োগ করিলে সকলেই সহজে বুঝিতে পরিবে--দুর্গসিংহ, পাঠকদিগের সৌকর্য্যার্থেই যে নামলিঙ্গানুশাসনে পাণিনিসম্মত প্রত্যয়াদি ব্যবহার করিয়াছেন তাহার ভুল নাই। সুতরাং এই এক মাত্র কারণেই দুর্গসিংহ এবং অমরসিংহ অভিন্ন ব্যক্তি নন, একথা বিশ্বাস করা যায় না । দুর্গসিংহ নিজ নামে এবং ভবভূতি ও অমরসিংহ নাম ধারণ করিয়া কি কি গ্রন্থ প্রণয়ম করেন বোধ হয় তাহ অনেকেই জানেন, তিনি দুর্গসিংহ নামে কা তন্ত্র বৃত্তি ও “ গবোধ ” নামক কাতন্ত্র টীকা, ভবভূতি নামে-উত্তররামচরিত্ৰ-মহাবীরচরিত ও মালতী-মাধব এই নাটকত্ৰয়, এবং অমরসিংহ নামে স্ব প্রসিদ্ধ নামলিঙ্গন্তু | শাসন (অমরকোষ ) প্রণয়ন করেন । গুণরত্ব নামক একটা ক্ষুদ্র কবিতাপ্রবন্ধ ভবভূতিকৃত বলিয়া বিখ্যাত। অনেকে বিদ্বন্মোদতরঙ্গিণীর লিখনভঙ্গীতে “ কাশিকা বৃত্তি ” নামক পাণিনি সহযোগী গ্রন্থকে হুগসিংহ (কাশিকেশ) কৃত বলিয়া | করিয়া কাতন্ত্রের সম্মান বৃদ্ধি করেন। এক | মনে করিতে পারেন-বাস্তবিক তাহী নহে । কাশিকাৰ্বত্তিপ্রণেতা জয়াদিত্য বলিয়া বিখ্যাত। তৰ্কশাস্ত্রে কুসুমাঞ্জলি ও অtগমে নাগভট্ট * নাম গ্রহণ করিয়া দুর্গ | সিংহ কি কি গ্রন্থ প্রণয়ন করেন জানি | না। কেহ রলেন সুপ্রসিদ্ধ উদয়নাচার্ষোর ! কুসুমাঞ্জলি ব্যতীত তৰ্কশাস্ত্রে আরও | ২। ৩ মতের কুসুমাঞ্জলি আছে। উহার । মধ্যে দুর্গসিংহেরও একথান কুসুমাঞ্জলি । আছে । আবার কেহ বলেন ন্যায়শাস্ত্রে | দুর্গসিংহের (কুসুমাঞ্জলির) একটা স্বতন্ত্ৰ | মত আছে । কিন্তু দুর্গসিংহকুত কোন | কুসুমাঞ্জলির সহিত কিম্বা কুসুমাঞ্জলি (স্তর্গ o সিংহ ) কৃত কোন ন্যায়গ্রন্থের সহিত আ- { মাদের এ পর্য্যন্ত সাক্ষাৎ হয় নাই এবং ! তাহার অস্তিত্ব সম্বন্ধে ও কোন বিশ্বাসযোগ্য: | প্রমাণ পাওয়া যায় নাই । কেহ কৈয়টের } { কৈযাট ) টীকা প্রণেতা নাগোজীভট্টকে | তুর্ণসিংহ বলিয়া জ্ঞান করিতে পারেন, কেননা দুর্গসিংগের অপর নাম নাগভট্ট ; কিন্তু এ কলপন। আমাদের নিকট তত । সমীচীন বোধ হয় না ; কারণ নাগোজী ভট্ট, ভট্টোজ দীক্ষিত প্রভৃতি নামকে আধুনিক হিন্দুস্থানী লোকের নাম বলিয়া জ্ঞান হয় । কৈয়টটীকাগ্ৰণেতাকে দুর্গ | সিংহের অনেক পরকীয় লোক বলিয়া

| {

瞰 • কেহ নিরক্তব্যাখ্যাপ্রণেতা দুর্গা | চাৰ্য্যকেও আচার্য দুর্গসিংহ বলিয়া অনু: { মান করেন আমরা একথার মূল জানি না; } কিন্তু নিরুক্তকে আগমের অস্তুগত কৃষ্ণ যাইতে পারে। " . ه ...: #