ভারতী চৈত্র ১২৮ T HHHH SAAAAASA SAAAAATATBBBkTSTTTD DDSeSDHHHS ছিন্নমুকুল । 愈邨》 নীরজা আর তাহাt না করিয়া বলিল “ আহ এ বিছানা বুঝি নীরজার গণপ শুনিতে লাগিলেন । “নীরঞ্জা এত গপ কাস্থার সঙ্গে ? " হইতে আবার তাহার হস্তে উঠিতে গেল । ! অমনি নীরজা তাহাকে একটি পদ্মপত্র দ্বার চাপিয়া ধরিয়া, ছেলে ঘুম পাড়াইবার মত সেই খানে রাখিতে চেষ্টা করিল। কাকাতুয় তাহাতে রাগিয়া নীরজার হস্তে চঞ্চ আঘাত করিল । নীর জাও তাহাতে ঈষৎ ক্রোধ দেখাইয়। কুসুম অঙ্গুলীতে ধীরে ধীরে তাহকে মারিয়া বলিল “ তুই বড় অবোধ এই খানে শুয়ে থাক ” কাকাতুয় তাহ শুনিল না, আবার তাহার হস্তে উঠিয়া আসিল । তখন শোয়াইতে চোট। তোর ভাল লাগলো না ! কবে কাকাতুযা আমি সেই অরণ্যে যাব বল দেখি ! তাহলে তোকে কত ভাল ভাল পাতার বিছানা করে দেব, সে সব তো এখানে নাই” কাকাতুয়া তাহার আদর বুঝির তাহর মুখ পামে চাহিয়া কাকতুম্বা কাকাতুয়া করিল, নীরজা বুঝিল কাকাতুয় তাহার ব্যথায় ক্যর্থী। এই সময় যামন বাবু সমস্ত উদ্যনটি খুজিলে খুজিতে এইখানে আসয় দাড়াইলেন। দাড়াইয়া কাকাতুয়ার সহিত নীরজ। মুখ তুলিয়া একবার যামিনীনাথকে দেখিল একটু ছেলে মামুষের মত হাসিল কিন্তু তাহার সহিত কথা না কহিয়া আবার भूक्ष मठ कब्रिग्रा काकाङ्काद्ध भश्ऊि कथा কহিতে লাগিল। অনেক ক্ষণ যামিনী মৌন ভাবে থাকিয়া থাকিয়। অবশেষে বলিলেন নীরঞ্জ। মুখ নত করিয়াই বলিল “কেন ? আমার সর্থীর সঙ্গে ? ” “কাকাতুয়া মুর এরাই কি নীরজ চিরকাল তোমার সখী থাকিবে? আমায় কি মনের কথা খুলিবে না ? বলিয়া যামিনীনাথ একটি দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া আবার মৌন হুইয়। রহিলেন । অনেক ক্ষণ গেল তথাপি নীরজী কথা কহিল না দেখিয়া আবার তখন আর একবার মৌন ভঙ্গ করিয়া যামিনী বলিলেন “ নীরজা আমাকে আর কতদিন এরূপ যাতনা সহিতে হইবে।” নী। “কাকাতুয়াটা বুঝি ঘুমালে – তোমার যন্ত্রণ ? কেন ? কি যন্ত্রণ । যা । “ কতকাল আমার মনোরথ অণুর অপূর্ণ থাকিবে ? নী । " এই যন্ত্রণ । আচ্ছ। আমাদের অরণ্যে তো এমন বড় মল্লিকা ছিল না কিন্তু তামার বোধ হয় এর চেয়ে সে গুলি তবু ভ}ল । ” यां । আমার কন্টে কি তোমার কিছুমাত্র কন্ট হয় না ? আমার এমন জিজ্ঞাসার উত্তর পর্যন্ত দিলে না ! ” নী । “ অ অ ? আমি এই মল্লিকাটি দেখতে বড় অন্যমনস্ক হয়ে পড়ে ছিলেম । আমাদের কুটীরের চার ধারে এত মল্লিক' , ফুটতো কি আর বলব ? পিতা কি আমা- . দের শেষ চিঠিখানি পেয়েছেন মনে কর ? } সে চিঠি পেয়ে উত্তর দিলে কিম্ব তিনি এলে কত দিনে এখানে পৌছবেন বল | দেখি ! আহ, কত দিনে সেই কুটীরে গিয়ে | আগেকার মত বেড়াব ” - o “ নীরজ।
পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।