পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী চৈত্র ১২৮৫ } ছিন্নমুকুল s _த @@《 নিজে সঙ্গে করিয়া লইয়া যাইতাম । তাহ। ন। পারায় কাজেই আপনার জন্য অপেক্ষা করিতে হইতেছিল । এ উত্তম পুরস্কার বটে” । যামিনীর কথা শুনিয়া তাহার দোযের প্রতি সন্ন্যাসী বিচলিতমন হইলেন । যামিনী তাহা বুঝিয়া আবার ঈষৎ হাস্য করিয়া বলিলেন, “মহাশয়—আপনার কিসে সন্দেহ হইল আমি নীরজাকে হরণ করিয়াছি,তাহা বড় জানিতে ইচ্ছা করিতেছে । কেন ন ভবিষ্যতে কাহারে। উপকার করিতে গেলেও ভবিয়া চিন্তিয়: ੱਚ সাবধানে করিতে হইবে— কেন না উপকার করলেও দেখিতেছি তাহার শাস্তি আছে, যথার্থই ভাল করলে মন্দ হয়। "সন্ন্যাসী পূর্ব হইতে একটু নরম হইয়া বলিলেন “যুব গুরুষেরা সৌন্দর্য্যে মুগ্ধ হইয়। অতি গৰ্হিত কার্যেও অগ্রসর হয়” য। । "যদি তাহাই হইত তবে এত দিন কি আমি তা হীকে বিবাহ করিতাম না ? একবার বিবাহ হইয় গেলে তবে আপনি জুর কি করিতেন ? যদি ভাবেন নীরজ আমাকে বিবুহি করিতে সন্মত বলিয়। তাহা হয় নাই—কিন্তু ভাবিয়া দেখুন— মীরজ। এগন আমার সম্পূর্ণ অধীনে, তা করিতে পারিত ? নীরজী অনাথ, আমি তাছার উপর যত ইচ্ছা অত্যাচার করতে পরিতাম। কিন্তু তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখিবেন আমি তাহীকে কিরূপ যত্ন করিয়াছি" যামিনীর কথা শুনিয়া সন্ন্যাসী অনেক নরম হইয়া অসিলেন । যামিনীর تتتتكلا گشتاسمگ | যাহা হউক আমার আমি নীরজার যোগ্য পাত্র নছি। নীরজা পাত্র আমার চক্ষে তো পড়ে না। i উপর হইবার আবশ্যক নাই। সে যাহা হউক, হাকে বল পূৰ্ব্বক বিবাহ করিলে যে কি ! গৃহে নীরজাকে দেখিয় তাহার প্রতি যে } সন্দেহ হইয়াছিল অনেক কমিয়া আসিল । যামিনী আপন কথার ফল বুঝিতে পারিয়া আবার বলিলেন “মহাশয়, অন্যায় দোষে দোষী করিবেন না বরং নীরজাকে জিজ্ঞাসা করিয়া দেখুন তাহা হইলেই যথার্থ অবস্থা সকল বুঝিতে পরিবেন।” সন্ন্যাসী বলিলেন “যদি সত্যই তুমি নীরজাকে রক্ষা করিয়া থাক—তাহ হইলে তোমাকে দোষী করা আমার অত্যন্ত অন্যায় হইয়াছে। তুমিও তেী ব্রাহ্মণ—তাহা হইলে তোমার হস্তে নীরজাকে সমর্পণ করিয়া আমার এ দোষের | প্রায়শ্চিত্ত করিব। তুমি নীরজার উদ্ধার কর্তা, নীরজা তোমারি প্রাপ্য।” শুনিয়া । যামিনীর মুখ হৰ্ষোৎফুল্ল হইয়া উঠিল এবং সবিনয়ে কহিলেন “মহাশয়, আমি বহু কষ্টে | নীবজাকে উদ্ধার করিয়াছি বটে, কিন্তু যেরূপ রূপবতী ও গুণবতী তাহার উপযুক্ত অামার আপনি অত কৃপা ৰুরিলে অt

মাকে ম। “আমার নিকট আর অত বিনয়ী কিন্তু একটি বিষয় আমি এখনো মীমাংসা করিতে পারিতেছি না। তুমি এবং প্রমোদ বই অরণ্যে নীরজাকু কেহই দেখে | নাই-—তবে যদি তোমরা হরণ করিয়া না থাক তো কে করিল ? তুমি না করিয়৷ থাক তবে প্রমোদ করিয়াছে।" - যামিনীনাথ এই কথায় থামিয়া খাযিন। ·ಷ್ಟೂ æ...