পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী চৈত্র ১২৮-) ছিন্নমুকুল H -- cas বলিলেন । * তাহ কি করিয়া হইবে ! প্রথমতঃ যে রাত্রে নীরজ অপহৃত হয় | তাহার পুর্বরাত্রেই যামিনী কানপুর হইতে চলিয়া গিয়াছিল, দ্বিতীয়তঃ নৌকার মাঝির মুখে নীরজার দুর্দশ শুনিবার পর, তবে যামিনী আসিয়া তাহাকে রক্ষা করে ” হিরণকুমার বলিলেন “আমার মনে | श्य এ সকল ষামিনীর চাতুরী মাত্র । | যামিনী যে কি ভয়ানক লোক আপনি জা নেন না, আমি তাহাকে যথেষ্ট ঘৃণা করি। মনে হয় এমন কোন কার্য মাই যাহা ; তাহার পক্ষে অকার্য্য ৷ ” স। সত্য নাকি ? যামিনীর স্বভাব কি অত্যন্ত জঘন্য ? কিন্তু তাহাকে দেখিয়। তো তাহা মনে হয় না এবং নীরজার মুখেও তো তাহার প্রশংসা শুনিলাম । ছি। অনেকেই যামিনীকে চেনে না । | যামিনী অনেক ছেলের মাথা খেয়েছে । বাহির হইতে তাহাকে চেনা সহজ নহে। স। কিন্তু তাহার স্বভাব মন্দ হইংলও একাৰ্ষ্যে আমার তাহাকে দোষী মনে হয় না। তাহার দোষের বিপক্ষেই সমস্ত প্রমাণ । বরং যামিনীর কথার ভাবে মনে হয় প্রমোদ ইহার মধ্যে অাছে । ছি। যামিনী ঐ যে অস্পষ্ট ভাবে | প্রমোদের ঘাড়ে দোষ ফেলিতে চাহিতেছে উহাতে আমার তাহাকে আরো সন্দেহ হয়। | যাহা হোক যামিনীর সহিত একবার কথা না কহিয়া আমি আরো নিশ্চয়রূপে আমার মত বলিতে পারি না । হয় তো বাস্তবিক বলিয়া তাহাকে ভুল বুঝিতেছি। " যামিনী নির্দোযী তাহার প্রতি আমি অন্ধ স। তবে সাক্ষতিই হইবে। কিন্তু যদি ৷ যামিনী বাস্তবিকই আপনি ঐন্ধপ ষড়যন্ত্র- | কারী প্রকাশ পায়, তো আমি রক্ষা রাখিব না” যামিনীকে সঙ্গে লইয়। পরদিন সন্ন্যাসী । হিরণের বাড়ীতে আসিলেন। যামিনীর সহিত কথাবাৰ্ত্ত কহিয়া হিরণের সন্দেহ আরো বৃদ্ধি হইল। , হিরণকুমার যামিনীকে বলিলেন “আপনি বলিতেছেন, কানপুরে সন্ন্যাসীর নামে অনেক পত্র লিখিয়াছেন কিন্তু একখানিও তবে সন্ন্যাসী পাইলেন না কেন ? সমস্ত চিঠি মারা গিয়াছে ইহা অসম্ভব। যামিনী বলিলেন “আমার কথায় অবি- | শ্বাস করিতে পারেন কিন্তু আমি মিথ্যা : বলিতেছি না। আপনাকে বলিতে কি যে দিন মিথ্যাকথা কহিব এ জিভ কাটিয়া | ফেলিব। স্বীকার করি আমি মানুষ নানা | দোষে দোষী—কিন্তু আমার কোন শক্রও আমাকে মিথ্যাকহার দোষে দোষী করিতে পরিবে না। হি। আপনার কথায় কেবল বিশ্বাস করিতে বলা ছাড়া তবে এবিষয়ে আপনার আর বলিবার কিছুই নাই ? আপনি সেই রাত্রেই হঠাৎ প্রমোদকে ছাড়িয়া কানপুর। হইতে চলিয়া গেলেন কেন ? দুজনে গিয়া ! ছিলেন হঠাৎ এক চলিয়া আসিবার কারণ কি হইতে পারে ? ‘. যা । ‘কলিকাতায় বিশেষ প্রয়োজন । বশতঃ পত্র পাইয়া সেই রাত্রেই ছাড়িতে | হইয়াছিল। সে রাত্রে তখনি না ছাড়িলে |