পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিন্নমুকুল । করিতে চাহিল। আপনি অতি অসভ্য"iহরণ কুমার তখন যামিনী হইতে চক্ষু ফিরাইয়া সন্ন্যাসীর প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন "ইহার কথায় মহাশয়ের কি বোধ হইতেছে ? সমস্তই তো শুনিলেন ! ভাবিয়া | ভারী চৈত্র ১২৮৫ ) দেখুন সেই বৃষ্টি বাদলে নীরজ সেই খানে লাসিবে তাহ ন জানিলে কেন যামিনী নদী :ীরে বেড়াইতে যামিনী সেই নৌকার অপেক্ষায় ছিলেন পরে মাঝির সহিত সাক্ষাৎ হইয়াছে। আমীর নিশ্চয় বিশ্বাস যামিনী দোষী। এদিকে নীরজাকে হরণ করিয়া কোথায় লইয়া যাইতে হইবে দয়াদের শিক্ষা দিয়া আপনি i নির্দোষী দেখাইবার জন্যই সে রাত্রে কান| পুর ছাড়িয়াছিল। চাপনি চোর হইয়াই আবার কৌশলে নীরজার রক্ষাক বলিয়া - প্রতীয়মান হুইয়াছে” সমস্ত শুনিয়া সন্নাসীর . বিশ্বাস হইল ঘামিনী দোষী। তিনি অtরক্ত লোচনে বলিলেন “ যামিনী তুমি যাইবেন । অবশা | আমার সহিত চাতুৰী করিয়াছ, যথার্থই i তুমি দোষী! কি ভয়ানক আমি এমন পাযা গুর হীৰু কন্য। অর্পণ করিতে যাই, তেছিলাম” হিরণকুমার বলিলেন “কি সৰ্ব্বনাশ যামিনীর সহিত কন্যার বিবাহ! তাহ অপেক্ষা তো নীরজাকে জলে ডোবাইয়া ! মারাও ভাল। কেন মহাশয় আপনার কন্যার কি বর জোটে নাই নাকি ! প্রমোদের | যদি সহস্ৰ দোষ থাকে তে যামিনীর চেয়ে প্রমোদ সুপাত্র। বিশেষতঃ আপনি একে তাহাকে অনায় দোষী করিতেছিলেন তারপর আপনি জানেন, প্রমোদের সহিত বিবাহে নীরজা সন্তুষ্ট হইবে এবং প্রমোদ ও আপনার কন্যায় আমুরক্ত, এরূপ স্থলে তাহাকে কন্যা না দিয়া আপনি কি করিয়া এই যামিনীনাথের সহিত বিবাহ স্থির করিতে ছিলেন ৷ ” হিরণের কথা শুনিয়া যামিনী মনে মনে গৰ্জ্জিতে লাগিলেন । সকল শুনিয়া তাহার চিত্ত দমন করিয়া রাখা কঠিন হইয়া উঠিল, সরোষে বলিয়া উঠিলেন কন্য। দান সম্বন্ধে তাহার পিতা যাহা কহিবেন সহ্য হইবে, মহাশয় কথা কহিবার কে ? ” হিরণকুমার ঈষৎ ক্রদ্ধভাবে বলিলেন | “আচ্ছ পিতাই কন্যার যথার্থ হিতাহিত বুঝুন” কথা বাৰ্ত্তার পর সন্ন্যাসী রোষগম্ভীর মেীণভাবে এই খান হইতে বিদায় লইয়। নীরজাকে আনিতে যামিনীনাথের বাড়ী যাত্রা করিলেন । হিরণের নিকট হইতে সন্ন্যাসীকে উঠিতে দেখিয়া যামিনীর যেন প্রাণে প্রাণ আসিল, তিনিও সন্ন্যাসীর সহিত বাটী গমন করিলেন । রাস্তায় আসিতে আসিতে তিনি বলিলেন মহাশয় আপনি উহার ঐ সকল কথায় বিশ্বাস করিয়া অtমাকে কি যথার্থই দোষী মনে করিতেছেন ?” সন্নামী মৌন ভঙ্গ করিয়া বজু গম্ভীর স্বরে অথচ ধীরে ধীরে বলিলেন “বাস্তবিকই তুমি | দোষী তোমার কৰ্ম্মের দণ্ড তুমি পাইৰে ” যা । “আপনি অবিশ্বাস করিলেই অ|মার যথেষ্ট দণ্ড হুইবে—অন্য কোন দণ্ডই তtহাহইতে আমার নিকট গুরু দণ্ড নহে— আমি আর কোন দ গুকে ভয় করি না-যদি ; দোষী বিবেচনা করিয়া নীরঞ্জাকে আমায়, না দেন তো তাঙ্গ হইলেই আমার দণ্ডের --ూ-7--- هستنتاج -