ভারতী চৈত্র ১২৮৫ ) - ছিন্নমুকুল। な "> | তাহার শরীর কাপিতেছিল । প্রমোদের সহিত নীরজার বিবাহ ! আপনি নীরজাকে না পাইলে বরং সহ্য করিতে পারেন, কিন্তু নীরজ প্রমোদের হইবে ইহা উহার অসহনীয়। যামিনী ইষ্কার প্রতীকায়ের উপায় ভাবিতে ভাবিতে অন্য গৃহে আসিয়া বসিলেন । সকল রূপ ৰাধা অতিক্রম ক| রিয়া তিনি নীরজাকে বিবাহ করেন নাই বলিয় তাহার এখন অনুতাপ হইতে লা! গিল । এইস্থলে অনেকৈ জিজ্ঞাসা করিতে পারেন, নীরজাকে বিবাহ করিতে যামিনী দি এতই উৎস্থক তবে এত দিন তাহীদের বিবাহ ন হইবার কারণ কি ? কালবিলম্বে ব্যাঘাত ঘটিতে পারে বিবেচনায়, নীরজাকে আপন অধীনে পাইয়াও যামিনী কেন বিবাহ করিলেন না ? যামিনীর মত লোকের বল-পূর্বক বিবাহে কি আপত্তি হইতে পারে ? ইহার উত্তর, যামিনীর এ বিবাহে বিলক্ষণ একটি বাধা পড়িয়াছিল যামিনী দুখন প্রথমে বিবাহের অভিপ্রায়ে নীরজাকে বাড়ী আনেন, তখন তিনি ভাবেন নাই তাহার ইচ্ছার উপর তাছার মাত জ্যেঠাই মা কোন কথা কহিবেন । কিম্বা প্রথমে যদিই বা কিছু বলেন--যামিনী বুঝাইয়া বলিলে তাহদের যে ইহাতে কোন আপত্তি থাকিতে পারে ইহা তিনি স্বপ্নে ও ভাবেন নাই। তাহার আভাস মাত্রও র্তাহার মনে হইলে তিনি নীরজাকে এখানে না আনিয়া অন্য এক পৃথক বাড়ী ভাড়৷ করিয়া তাহীকে প্রথমেই সেইখানে থাখিতেন । কিন্তু -- قصفتصنفتتحتستعسة 意 বাড়ী আনিয়া বিবাহের অভিপ্রায় প্রকাশ । করিবার পর তাহার মাতা, বিশেষতঃ জ্যে- } ঠাই মা এ বিবাহে মহা আপত্তি তুলিলেন। । নীয়জ অজ্ঞাতকুলশীল ইহাই এই আপত্তির প্রধান কারণ। যামিনী বিশেষরূপ জেদ করাতে অবশেষে বৃদ্ধ ক্রদ্ধ হইয়া বলিয়া বসিলেন—তাহার যে ৫ লক্ষ টাকার কোম্পানির কাগজ আছে বিবাহ হইলে যামিনীকে কিছুই না দিয়া, যামিনীর ভগিনীকে দিয়া যাইবেন । এই কথায় যামিনী নরম হইয়া পড়িলেন। তাহার মহা মুস্কিল লাগিল, একদিকে ধন লোভ, অন্যদিকে নীরজার লোভ, অবশেষে ধনলোভই জয়ী হইল । অতটা টাকার মায় তিনি সহজে ছাড়িতে" পারিলেন না । কিন্তু নীরজার অাশা যে | ইহাতে তিনি একেবারেই ছাড়িলেন—তাহা । নহে—আপাততঃ রদ্ধা যতদিন বাচিয় | থাকেন ততদিন পর্যন্ত বিবাহ বন্ধ রাখিতে । মাত্র স্থির করিলেন । রদ্ধা পীড়িত, বড় জোর আর এক বৎসর বাচিতে পারেন— | এই অলপ দিনের জন্য অগত্য নীরজাকে | পাইবার লোভ সম্বরণ করিয়া থাকিতে | বাধ্য হইলেন । | অলপ দিনের জন্য তো তাহার বিবাহের অপেক্ষা করিতে হইল, তাহ যেন দায়ে ; পড়িয়া করিলেন–কিন্তু বিবাহ করুন না ; করুন—নীরজার সহিত মন খুলিয়া যে | দুটা গণপ করিবেন তাহাও তাহার অদৃষ্টে | বড় একটা ঘাটত না । নীরজাকে একাকী | পাওয়া তাহার বড় দুষ্কর হইত। নীরজ | অন্তঃপুর মধ্যে অন্য স্ত্রীগণের সস্থিত যদিও |
পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।