পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬২ ছিন্নমুকুল । ভারতী চৈত্র ১২৮৫ বেশী থাকিত না,যদিও উদ্যানেই সে বেশীর ভাগ কাটাইত, কিন্তু উদ্যান ভ্রমণ কালে যমিনীর ভগিণী কিম্বা কোন না কোন দীসী প্রায়ই তাহার সঙ্গে থাকিত, সুতরাং সে সময় কিছু যামিনীর মন খুলিয়া কথা কওয়া হইত না, কাজেই কোন দিন নীরজ একাকী থাকে যামিনী সৰ্ব্বদাই ইহার সন্ধানে থাকিতেন । নীরজাকে কিছুক্ষণ একাকী পাইলেই নীরজার সহিত বিবাহের কথা পাড়িয় তাহীর মনোর ভ}ব জানিতে চেষ্টা করিতেন। কিন্তু তাহার সহিত কথ{ কহিয়া যামিনী দেখিলেন সীরজীও এখন বিবাহে সন্মত নহে । নিতান্ত সময় চাহে। যামিনী দেখিলেন জোর করিয়া বিবাহ করিতে গেলে যে কেবল মাত্র উহার ইতে হয় । যামিনী ভিতরে যাহাই হউক না কেন, বাহিরে লোকের নিকট সততা-ব্যবহার করিয়া সং বলিয়া পরিচিত হইতে অত্যন্ত ইচ্ছা করিতেন । তিনি অত্যন্ত প্রশংস। প্রিয়, নিন্দ সহ্য করিতে পারি: তেন না । এমন কি, প্রশংসার জন্য তিনি করিতেও প্রস্তুত হইতেন । নীরজুন তাছাঁকে অতি সংলোক বলিয়া জানিত, সেই হেতু তাহার প্রতি মীরজার অতিশয় ভক্তি ছিল, এখন বল পূর্বক বিবাহ করিলে যেমন ধনক্ষতি হুইবে তেমনি সঙ্গে সঙ্গে মীরজার সে ভক্তি ও হারাইবেন । একেবারে পীড়াপীড়ি করিলে সে আরো এক বৎসর } আপন লাভের অংশ কিছু পরিমাণে ত্যাগ এখন সেজন্য র্তাহার অনুতাপ হইতে ।

ধনক্ষতি হয় তাহাও নহে, মীরজার ভাল- { রাসা নীরজার ভক্তি ও তা হা হইলে হুরী- ; তখন যামিনীনাথ অনেকক্ষণ ধরিত্র। তাহার । অত ক্ষতি স্বীকার করিতে যামিনীনাথ প্রস্তুত হইলেন না। ভাবিলেন আর কিছুদিনে যদি সকল বিষয়ে সুবিধা হয়, যদি ধনলভি ও হয় এবং বলিক আপন হইতেই বিবাহ করে তো এই অলপ দিম ধৈর্য্য ধরাই ভাল । অলপদিনের জন্য অতদূর ক্ষতি স্বীকার | করিয়া মীরজাকে লাভ করিতে হয় দেখিয়া যামিনী এ বিবাহ এতদিন করেন নাই, কিন্তু লাগিল। বিশেষতঃ দুই দিন পূর্বে র্তাহার | জ্যেষ্ঠতাতপত্নীর মৃত্যু হইয়াছিল, নীরজাকে । তিনি এখন বিবাহ করবেন এই আশাতে । সম্পূর্ণ আমোদে ছিলেন, হঠাৎ সে আশায় ; নিরাশ হুইয়া আরো মনে ক্ষুন্নত জন্মিল । অতিশয় নির শচিত্তে ভাবিতে ভাবিতে তিনি এই গুহে আসিয়া উচ্চৈঃস্বরে এক জন দ্বার বালকে ডাকিতে লাগিলেন, দ্বারবাল তা- } BB BSBBB BSK gBBS BBSBBS SSKK S কিছুক্ষণ পরে আবীর সেই দ্বারধান এক ; চুন লোক সঙ্গে করিয়া এইখানে অমিয়া : ত হইল। নবাগত ব্যক্তি গৃহ-মািধ | বেশ করিবারপর দ্বারবান চলিয়া গেল । ] में★छि يبي リ সহিত কথা কহিতে লাগিলেন, কথা কহিতে । কহিতে অনেকবার তাছার মুখে ক্ৰোধ । লক্ষণ প্রকাশিত হইল, অবশেষে কথা । সমীপ্তে সে ব্যক্তি উঠিয়া বলিল “আপনার ; অনেক কাজ করিয়াছি কিন্তু এ কার্য এ | অধীন হইতে হইবে না। ” যামিনীনাথের । বঙ্কিম মাসগ্রেভাগ রক্রিম বর্ণ হইল, কুটীল ক্ৰ যুগ কুঞ্চিত করিয়া তিনি দিলেন ।