ছিন্নমুকুল। @やが○ | | | “ তোমার যেমন অভিরুচি। কিন্তু বুঝিয়। কাজ করিও । ” ইহার উত্তর কিছুই না দিয়া সে ব্যক্তি চলিয়া গেল, তখন যামিনী তাহার একজন ভৃত্যকে ডাকিয় অনেকক্ষণ ধরিয়া কি কথা কহিতে লাগিলেন । অনেকক্ষণ পরে সেও চলিয়া গেল। যামিনী তথম আপন মনে একাকী বসিয়া চিত্ত নিমগ্ন হইলেন। পূর্ব দিকে দুটি একটি তারা ফুটিল, যামিনীর গৃহ হইতে আকাশের এক ভাগ দেখা যাইতেছিল, যামিনী সেই ভাগে সেই তাবুকার পানে চাহিয়া ভাবিতে লা গিলেন । এই সময় সন্ন্যাসী যামিনীর সহিত বিদায় লইতে এই গৃহে আসিয়া উপস্থিত হইলেন। সন্ন্যাসী আসিয়া বলিলেন “যামিনী, আমি নীরজাকে লইয়া চলিলাম, কিন্তু একটি কথা—নীরজার কথাবার্তা শুনিয়া আমি কতকটা চমৎকৃত হইয়াছি, তোমার দোষের বিষয় এখন ঠিক কিছুই বুঝিতে পারিতেছি না—কিন্ত—” যা । “মহাশয়, আমার একটি মিনতি
- - k -جا چاہ শুনুন, আমিতো নীরজার যোগ্য পাত্র নইই, জামি যে নীরজার উদ্ধার করিয়াছিলাম
তাহ। আপনি ভুলিয়া যান, তাহ নীর জাকেও তুলিতে শেখান, কিন্তু—” চরণ ধরিয়া বলিলেন “কিন্তু বিনা অপরাধে আমীকে অপরাধী মনে করিবেন ন৷ ” স। “কি কর, ঘামিনীনাথ, ওঠ ওঠ” যা । “মহাশয়, কুট তর্কে যদি সকল সপ্রমাণ হইত, তাহলে দেখুন দেখি যার | পর নাই ঈশ্বরের স্বরূপ পৰ্য্যস্ত লইয়। এত গোল হইবে কেন ? পাষণ্ড চাৰ্ব্বাকেরা কি না বলিয়াছে ? আপনিওতে শাস্ত্রজ্ঞ বিজ্ঞ পুরুষ, আপনাকে আর অধিক কি বলিব ? ” স। “না। আমি এখনো তোমাকে অপরাধী বলে স্থির বিশ্বাস করি নাই । আজ আমি নীরজাকে নিয়ে চলিলাম, যদি | তুমি অপরাধী না হও তো কৃতজ্ঞতা স্বরূপ | তোমাকেই কন্যা দান করিব । ” এই সময় নীরজ অন্তঃপুর হইতে আ- | সিয়া বলিল “ আমি প্রস্তুত হইয়া আসি- | য়াছি, এবার চলুন। ” তখন নীরজ এবং | সন্ন্যাসী যামিনীর নিকট বিদায় লইয়। চলিয়া গেলেন । যামিনী দ্বারবানকে ড;- | কিয়া বলিলেন “ যে ভৃত্যকে ইতি পূর্বে কাজে পাঠাইয়াছি, বল আর সে কার্য্যের } আবশ্যক নাই ! শীঘ্র ফিরাইয়। আন । " | অনেকক্ষণ পরে দ্বারবান আসিয়া বলিল বলিতে বলিতে অধীর স্বরে সন্ন্যাসীর } “ তাহাকে খুজিয়া পাইলাম না । ”