পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~"__TEWikitanvirBot (আলাপ)"ा__ात्राशस्य ভারতী জ্যৈ ১২৮৫ ) তুকারাম । @哈 邯 { শুন হে মজুমদার লেখনী-নিপুণ, জানিবে পত্রের তুমি যত গুণাগুণ । রাজাজ্ঞ সুমন্ত আর সেনাপতি বীর । , }গার্হস্থ্য সমস্ত ব্যাপারের তত্বাবধান-ভার ইহার উপর । এই কাজে দত্তোজি পন্থ নিযুক্ত ছিলেন। সর্ণোবৎ অশ্বারোহী সৈন্যের অধ্যক্ষ ও ! ইয়েসজি কঙ্ক পদাতিক দলের অধ্যক্ষ ছিলেন। ডবীর—বৈদেশিক রাজকৰ্ম্মচারী। বিদেশীয় দূতগণের অভ্যর্থনাও বিদেশীয় অপরাপর রাজকাৰ্য্যের ইনি তদারক করিতেন । সোমনাথ পন্থ শিবাজীর ডবীর ছিলেন। ন্যায়াধীশ অর্থাৎ বিচারপতি। নীরাজি রাওজি এবং গোমাজি নায়ক ন্যায়াধীশ ছিলেন। ন্যায়শাস্ত্রী—স্মৃতি ও অন্যান্য শাস্ত্রের ব্যাখ্যা-কর্তা ধৰ্ম্ম, দণ্ড, বিজ্ঞান ও রাজ্য সম্বন্ধীয় জ্যোতিষী গণনার ভার ই হার উপর ছিল । প্রথমে শম্ভ উপাধ্যায়—পরে রঘুনাথ পন্থ শিবাজীর ন্যায়শাস্ত্রী হন । ন্যায়াধীশ এবং ন্যায়শাস্ত্রী ব্যতীত উক্ত প্রত্যেক কৰ্ম্মচারীকেই সেনা-নায়কতা করিতে হইত, এই জন্য সৰ্ব্বদা তাহারা নিজ নিজ কৰ্ত্তব্য কাজে মনোযোগ দিতে পারিতেন না। এই হেতু তাহদের প্রত্যেকের ; এক এক জন কারবারী অর্থাৎ সহকারী { ছিল। প্রত্যেক বিভাগের প্রধান কৰ্ম্মচারীর অধীনে আট জন কনিষ্ঠ কৰ্ম্মচারী নিযুক্ত } থাকিত । তাহদের নাম— । ১ দেওয়ান অথবা কারবারী। ২ মজুমদার-হিসাব পত্র পর্যবেক্ষক । ৩ ফর্ণীস–ডেপুটি হিসাব-তদারক } : ৪ সব নিস্-দফতরদার । « **fin (Commissary) { ৬ চিটনিস-পত্র-ব্যবহার সম্পাদক। | १ छोभलाग्न-नशन प्लेको डिब श्रोत्र সকল মূল্যবান সামগ্ৰী ইহার হস্তে থাকিত। ४ ८°ांछेनिन-भांशोंक्षिः । | | হরির দাস, হরিই আমার আশ। মহারাজ, তুমি ভগবস্তুক্ত হইয়া প্রজাপালনে নিযুক্ত : পেশোয়া স্বনিৰ্ম আর চিটুনিস ডনীয়, তুমি হে পণ্ডিত রায় ভূষণ সম্ভার, বৈদ্যরাজ আদি সবে জান নমস্কার । , তোমরা পত্রের অর্থ জানিয়ে অস্তরে, বিচার করিয়া তাহ বল নৃপতিরে। সাত্বিক প্রণয় ভরা দৃষ্টাস্তের কথা, . যা কহিনু যেন তার না হয় অন্যথা । মহারাজে যথাস্থিত দিও এ সন্দেশ, বাক্যের স্বরূপ অর্থ ক’য়ে সবিশেষ । ভয়ে ভয়ে বুঝাও হে যদি বিপরীত, তাহা হ’লে তোমাদেরি হুইবে অহিত । তুক কহে “নমস্কার অধিকারিগণ— জানাইবে মহারাজে, এই নিবেদন । তুকারামের পত্র পাঠে শিবাজী কিছু | মাত্র বিরক্ত না হইয়া বরং সন্তুষ্টই হুইয়। ছিলেন—এমন কি, তিনি নিজে সেই সাধুর আলয়ে গিয়া তাহার দর্শনেছু হইলেন। 1. তখন তুকারাম দেহুর নিকটবৰ্ত্তা লোহ | গ্রামে বাস করিতেছিলেন-—মহারাজ স্বয়ং তথায় উপস্থিত ছুইয়া বহুমূল্য মণিমানিক রত্নাদি অনিয় তাহাকে উপহার দেন কিন্তু তুকারাম সে সমুদয় তুচ্ছ করিয়া ফেলিয়া | দিলেন—বলিলেন “মহারাজ, রজত কাঞ্চন । আমার চক্ষে স্মৃত্তিকাসমান—এ সকল । বস্তুতে আমার লোভ হয় না। আমাদেৱ । ८माश् ७ आभाब्र अरू इदेबरश्-ञागि 1: থাক, তাহ হইলে আমি কৃতাৰ্থ হইৰ" } শিবাজী তুকারামের নিম্পূহত ওৰেব- {