পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- _ T ¢ፃ8 . mer চীন । (ভারতী চৈত্র ১২৮। চ, গরম দুধ এবং অন্যান্য খাদ্য সামগ্ৰী আনীত হইল। তাহার পর খবর হইল উৎসব এখনই আরম্ভ হইবে । আমরা তৎক্ষণাৎ উদ্যানে অবতরণ করিলাম । দেখিলাম সম্রাটের রাজ-শিবিরের সমক্ষে মাণ্ডারিন নামক প্রধান প্রধান রাজকৰ্ম্মচারী এবং অন্যান্য বড় বড় লোক সারি সারি দণ্ডায়মান। সম্রাটু একটি যবনিকার অন্তরালে প্রচ্ছন্ন। তাহাকে কেহ দেখিতে পাইতেছে না অথচ তিনি প্রচ্ছন্ন থাকিয় অসংকোচে ও অবাধে সমস্ত তামাস দেখিতেছেন । যেখানে সম্রাট সিংহাসনে আসীন সেই প্রচ্ছন্ন সিংহাসনের দিকে সকল লোকে আগ্রহের সহিত দৃষ্টি নিক্ষেপ করিতেছে এবং কখন উৎসব কাৰ্য্য আরম্ভ হয় তজ্জন্য সকলে অধৈৰ্য্যের সহিত প্রতীক্ষা করিতেছে। এমন সময় ধীরে ধীরে বাসাচছাদিত ঢাক ও গভীর-কণ্ঠ ঘণ্ট। সকলের গম্ভীর বাদ্য দূর হইতে শ্রত হইল। আবার | হঠাৎ সমস্ত বাদ্য বন্ধ হইয় গেল—সমস্ত । দিক নিঃস্তদ্ধ হইল। আবার বাদ্য তারস্তু হইল। আবার মধ্যে মধ্যে বন্ধ হইতে লাগিল—এই সময় শিবিরের সম্মুখে কতকগুলি লোক বাস্ত হইয়া যাতায়াত করতে লাগিল—বোধ হয় তাহার। উৎসবের দ্যোগ করিতেছিল। অবশেষে কণ্ঠ সংগীত ও যন্ত্রবাদ্য ঘোর রোলে আরম্ভ হইল। অমনি সকলে সেই প্রচ্ছন্ন ভুদেবের উদ্দেশে সান্টাঙ্গে ভূমিতলে প্রণত হইল। যে উৎ সব-গান গীত হইতেছিল তাহার ধুয়া نما S・

  1. i

l - جیبی مسیحجم جسماعمان: تیغه w* পুত্রকে দায়ী হইতে হয় । মাণ্ডারিনৃদিগকে পিতৃভাবে শাসন করেন-- { এই “ হে পৃথিবীবাসী মন্তব্যগণ ! তোমরা এই কঠিনতা পিতৃ স্নেহের বিরোধী ! এই | সকলে মহা প্রভুর নিকট মস্তক অবনত । কর । ” চীন-পৃথিবীর যত লোক বৰ্ত্তমান | ছিল, আমরা ব্যতীত সকলেই সেই ধূয়ার পুনরাবৃত্তির সময়ে প্রতিবার ভূমিঠলে প্রণত হইতে লাগিল ৷ ” fচন সম্রাট ও তাহার প্রজাদিগের মধ্যে কাৰ্য্যত অলক্ত্য ব্যবধান থাকিলেও—চলিত কথায় সম্রাট প্রজাদিগের পিতৃ-স্বরূপ । ] এই পিতৃ-শাসনের আবরণে চীন রাজ্যে । ভয়ানক ভয়ানক অত্যাচার অবাধে অসুঠিত হয়। চীনদেশে পিতৃ-শাসন অত্যন্ত প্রবল-সন্তানের উপর পিতার সৰ্ব্বাঙ্গীন অসীম কর্তৃত্ব। পিত। তাহার পরিণত- | বয়স্ক পুত্রকেও যৎপরোনাস্তি তিরস্কার করিতে পারেন—নান প্রকারে নির্ধতন । করিতে পারেন, এমন কি তাহাকোসরূপে : বিক্রয় পর্ষ্যস্ত করিতে পারেন, তথাপি পুত্রের তাহাতে কোন কথা কহিবার জো ; নাই। অধিকন্তু পিতার দোষের জন্য : এই পরিবারিক { শাসনের অদশে চীনদেশে রাজ শাসন | o: *- 2 : . يء ! প্রণালী সংস্থাপিত । সম্রাট মন্ত্রীবর্গকে ও এবং ম্যাণ্ডারিণগণ সাধারণ প্রজম পৃষ্ঠে এই পিতৃ-ভাবেই বংশদ ও অজস্র । প্রয়োগ করিয়া থাকেন। এই বংশ-দণ্ডের । ব্যবহার কিরূপ পরে তাহার ব্যাখ্যা করা : যাইবে। পাঠক মনে রাধিবেন চীনের সম্রাট অপরাধীকে’দও বিধান করেন না ; কারণ, { দও বিধানে হৃদয়ের কঠিনতা প্রকাশ হয়, । ன்