| ভারতী জ্যে মদ ) ইংরাজদিগের আদব-কায়দা । তাহাই ভদ্রত । আমাদের হিন্দুজাতির অত আইন কাকুন নাই,অথচ স্বাভাবিক ভদ্রতার | ভাব এমন আর কোথাও দেখিবে না। আমাl দের দেশে ত এত নিয়মের বাধা-বাধি নাই, তবুও ত মনিয়র উলিয়ামস কহিয়াছেন, ভারতবর্ষের ছোট লোকেরাও এমন ভদ্র, | শাস্ত, প্রভুভক্ত, যে ইয়ুরোপে তাহার তুলনা পাইবে না। ইংরাজদিগের আচার | ব্যবহার আমাদের কাছে অনেক কারণে - ভূতন ও আমোদজনক লাগিবে। ইংলণ্ডে প্ৰণামের স্থলে যেক্-হ্যাণ্ড করিবার সময় স্ত্রীলোকেরাই প্রথম হাত বাড়াইয়া দেম । তোমার অপেক্ষ মান মর্যাদায় যিনি বড় তাহার প্রতি তুমি প্রথমে হাত বাড়াইতে বা গ্ৰীব নত করিতে | পার না। যাহাঁদের সঙ্গে তুমি আলাপ যদি তোমাকে প্রকাশ্যে অভিবাদন করে, তবে তুমি ফিরাইয়া না দিতেও পার। কিন্তু তাহা অপেক্ষ অভ্যস্ত-উপেক্ষার সহিত তাহার প্রণাম ফিরাইয়া দেওয়াই ভাল । | কিন্তু তাই বলিয়া কোন পুরুষ কোন অবস্থায় স্ত্রীলোকের অভিবাদন উপেক্ষা করিতে পারেন না । স্ত্রীলোক ইচ্ছা করিলে কোন পুরুষকে ওরূপ উপেক্ষা করিতে পারেন কিন্তু কোন অবিবাহিত স্ত্রী বিবtহিত স্ত্রীর অভিবাদনওরূপ অগ্রাহ করিতে পারেন না। যদি কোন ব্যক্তি নিমন্ত্রণ-স} জয় কোন মহিলাকে বিশেষ যত্ন করিয়া | থাকেন, তাহার সহিত অধিক গম্প করিয়া পরিচয় রাখতে ইচ্ছা কর না, তাহারা । ইংরাজি আদব-কায়দজ্ঞ ব্যক্তি কহুেন— । গিয়া থাকেন, তবে তাহার পর দিন কোন থাকেন বা আহার-স্থানে স্থাত ধরিয়া লইয়। “s প্রকাশ্য স্থানে"দখা হইলে সে মহিলা সে1 ভদ্র লোকটির প্রতি সন্মান-প্রদর্শনার্থ গ্রীব ‘’ নত করিতে পারেন । অনেক সাহেব ভার তবর্ষীয়দের অভিবাদন, মাথা কপাইয়া বা . টুপি ছুইয়া মাত্র ফিরাইয়া দেন, কিন্তু । ভাল আদব কায়দা অমন হোমিওপ্যাথিকমাত্রায় প্রণাম করিতে পরামর্শ দেন না, সম্পূর্ণ রূপে টুপি ন খুলিয়। যদি अड़िवांछन: - “.. করিতে চাও, তবে তাহার চেয়ে না করাই | ভাল। যাহার সহিত ষেকৃ-হাও, করিতেী চাও, তাহার সহিত দেখা হইলে বাম | হস্তে টুপি খুলিতে হইবে ও ডান হস্তে । যেকৃহ্যাণ্ড করিতে হইবে। পথে আসিতে | আসিতে কোন পরিচিত। মহিল৷ যদি তো- ৷ মার সম্মুখে আসিয়া পড়েন, তবে কথা o কহিবার জন্য তাহার সম্মুখে দাড়াইয় তা | হর পথ বন্ধ করিও নাযেদিকে তিনি যাই- } তেছেন তাহ তোমার গম্য পথের বিপরীত । দিক হইতে পারে, কিন্তু মহিলার পাশে । পাশে সে দিকেই তোমার যাওয়া উচিত, 1 পরে কথা শেষ করিয়া তোমার যাহা ইচ্ছা! তাহা করিও। যে মহিলার সহিত তুমি । কথা কহিবে না, তাহার সহিত যদি দেখা ! হয়, তবে, তিনি যদি ডান দিকে থাকেন; তবে বাম হস্তে বা যদি বাম দিকে থাকেন: তবে ডান হন্তে টুপি খুলিতে হইৰে অৰ্থাৎ: যে হস্ত মহিলা হইতে অধিক দূর, সেই{ হন্তে টুপি খুলিতে হইবে। ষোড়ায় চড়িয়া ! যাইবার সময় যদি কোন পদাতিক মহিলার:
পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।