e. বোম্বাই রায়ৎ । ( ভারতী বৈ ১২৮৫ দেওয়া গিয়াছে, তাহাও সম্পূর্ণ আদায় হই| বার প্রত্যাশ{ । ১৮৭৭-৭৮ সালেরও সমুদয় খাজান সমাহৃত হইবে এই রূপ শুনা || যাইতেছে। পুণ সাৰ্ব্বজনিক সভা রয়েৎদের অবস্থা বিষয়ে বিস্তর অনুসন্ধানের পর এই রূপ সিদ্ধাস্ত করিয়াছেন যে, রায়ৎওয়ারী বন্দবস্তের প্রথম সূত্রপাত হইবার সময় জমীর উপর যে গবর্ণমেণ্টের খাজান নিরূপিত হয় তাহা অপেক্ষাকৃত লয়, জমি ও কৃষিকাৰ্য্যের অবস্থার প্রতি দৃষ্টি রাখিয়৷ উদার ও পরিমিত ভাবে তাহার দর নির্ণীত হইয়ছিল। কিন্তু প্রথম ত্রিশ বৎসর অতীত হইলে নুতন বন্দবস্ত জারী করিবার সময় এত অধিক পরিমাণে খাজান ব্লদ্ধি করা হইয়াছে যে তাহাতে মহারাষ্ট্র দেশের অধিকাংশ রায়তের ওষ্ঠাগত প্ৰাণ । পূর্বে বলা হইয়াছে যে, ভূতন বন্দবস্তের নিয়ম | এই যে, রায়তের বিনা যত্ন ও পরিশ্রমে জমী ও ফসলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাজান। বৃদ্ধি করা বিধেয় । কিন্তুঃ সুবিবেচনা ও দূরদর্শিতার সহিত সে নিয়ম রক্ষা না করলে অনেক অনিটের সম্ভাবনা। মনে কর ইংরাজি ১৮৩৫ শালের প্রারস্তে প্রথম বন্দবস্তের সূত্রপাত হইল। ৩০ বৎসর | অতীত হইলে ১৮৬৫ শালে দেখা গেল যে, সকল জিনিস আক্রা—জমির মূল্য চতুগুণ বৃদ্ধি পাইয়াছে—রায়তের অবস্থা সচ্ছল হইয়াছে—তাহ দেখিয়া ঐ ত্রিশ বৎসরের শেষে পাঁচ বৎসরকার জিনিসের দরের থাকিবে তাহার স্থিরতা কি ? ১৮৬৪-৬৫ শালে রায়তের শ্ৰীবৃদ্ধি হইবার কারণ কি ? না আমেরিকার যুদ্ধ-জনিত এদেশে তুলার ব্যবসায়ের উত্তেজনা। ইহা বিবেচনা করা উচিত যে এ উত্তেজন ক্ষণস্থায়ী—যুদ্ধসমাপ্তির সঙ্গে সঙ্গেই ইহা তিরোহিত হইবে। অতএব এই সম্ভবতঃ ক্ষণস্থায়ী মূল্য বৃদ্ধি অনুসারে আগামী ত্রিংশত বৎসরব্যাপী রূপে অতীত ত্রিশ বৎসরের কোন এক ভাগের উপর লক্ষ্য করিয়া খাজানার দর বন্ধন করিলে তাহীতে যে ভ্রমোৎপত্তির সম্ভাবনা তাহ সহজে অনুধাবন করা যাইতে পারে। সেই কালের মধ্যে ৫ বিঘার ১০ বৎসরের সরাসরি দর যে আগামী ত্রিশ স্থিরতা নাই । বাস্তবিক পরীক্ষাতেও এই দেখা যাইতেছে যে, জিনিসের দরের কোন স্থিরতা নাই—নানা কারণে মধ্যে মধ্যে তাহার হ্রাস বৃদ্ধি হয়। যদি অতীত ত্রিশ বৎসরের সমুদায় কালের জিনিসের দরের সরাসরি লইয়া তাহার পূর্ববর্তী ত্রিশ বৎসরের সরাসরি জিনিসের মূল্যের সহিত তুলনা করিয়া দেখা যায় ও সেই অনুসারে খা জানার দর নিরূপিত হয় তাহ हeग्न याँ३८ऊ *ांtद्र । किछु ८ष भशंङ्गां তাহারা তত লুকামুলুক্ষম অনুসন্ধান করিতে হয় তবে রাদেকি দ্বদশ স্ত্র বৰ্দ্ধিত | মূল্য আগামী ত্রিশ বৎসর পর্য্যন্ত অটল 1 থাজানার দর নিৰ্দ্ধারণ করা অন্যায়। এই ৷ বৎসর কাল স্থায়ী থাকিবে তাহার কোন ;
হইলেও কতকটা স্থির সিদ্ধান্তে উপনীত । দের হস্তে এই বন্দবস্তের তার সমৰ্পিত | $.