পাতা:ভারতী ১২৮৫.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हें রাজদিগের আদব-কায়দা ట్రఫి তাহদের সঙ্গে সঙ্গে যাইবার কোন প্রয়োজন নাই । নিজে যে চৌকিতে বসিয়া থাক, নিজে না বসিয়া সন্ত্রম প্রদর্শনের জন্য সে চৌকি কাহাকেও বসিবার জন্য দিও না,তবে যদি অন্য চৌকি না থাকে সে এক আলাদা কথা। এইত গেল প্রণাম নমস্কার প্রভৃতি সন্ত্রম প্রদর্শনের রীতি নীতি। এক্ষণে দেখা সাক্ষাৎ করিবার নিয়ম অনিয়মের বিষয় লিখি। সকল সময়েই দর্শকদিগকে অভ্যর্থনা করাই ভজতার নিয়ম । যদি তোমার হাতে সৰ্ব্বদা কাজ থাকে, তবে চাকরদিগকে বলিয়। রাখিও তাহার। আগন্তুকদিগকে বলিৰে যে, প্ৰভু অমুক দিন বা অমুক সময় ব্যতীত কখনো ঘরে থাকেন না। যদি দৈবক্রমে ভৃত্য কাহাকেও ঘরের মধ্যে আনিয়া থাকে তবে যত অসুবিধাই হোক না কেন, তাহাকে অভ্যর্থন করাই উচিত। কোন মহিলা আগন্তুকদিগকে অপেক্ষ করাইয়। রাখিবেন না। ছাতা এবং “ওভার-কোট্‌” “হলে” রাখিয় দেখা করিতে যাইতে হইবে। “মনিংকল" অর্থাৎ দিনের বেলায় দেখা সাক্ষাৎ করিতে যাওয়া বিকাল ৩টা হইতে ৫ টার মধ্যেই উচিত। কারণ অtহারাদি i ও সাজ-গোজ করিবার সময় দেখা করিতে গেলে বড় অস্ববিধা হয়। দেখা করিতে যাইবার সময় টুপি খু: লির টেৰিল বা অন্য কোন দ্রব্যের উপর রাখা উচিত নহে টুপি হাতে করিয়া রী ধিতে হইবে, অথবা যদি রাখিতেই হয় - | মেচি করিতে পারে; অথবা কোন লেডির } গাউনের উপর বা মকৃমলের কোঁচের উপর l শুইতে किडूभांख সঙ্কোচ বোধ না করিতে | পারে। অথবা গৃহের কত্রীর সাধের বিড়ালটি । হয়ত অগ্নিকুণ্ডের পাখে ঘুমাইতেছে, তাহার ! সহিত অনর্থক একটা বিবাদ বাধাইতে | পারে। যদি কোন মহিলা কাহারে সঙ্গে । দেখা করিতে যান, তবে তিনি যেন তাহার | ক্ষুদ্র ক্ষুদ্র ছেলে-পিলে সঙ্গে লইয়া না | যান । কারণ, যাহার সঙ্গে দেখা করিতে | যান সে বেচারীর হয়ত বুক ধড়াস্ ধড়া | করিতে থাকে, পাছে তাহার “আল্‌বাম্" | ছিড়িয়া ফেলে বা তাহার সাধের প্রস্তর- | মূৰ্ত্তিটি অঙ্গহীন করিয়া ফেলে। তোমার যদি } গাড়ি না থাকে তবে বদলীর দিনে | কাহারে সঙ্গে দেখা করিতে যাইও না,কারণ | তুমি যদি ভিজ। কোটে ও কাদা মাখ জুতায় কাহারে ঘরের কাপেটের উপর বিচরণ কর । তবে গৃহের কত্রীর বড়ই মন খারাপ হইয়া | যাইবে । লোকাকীর্ণ ঘরে গেলে প্রথমে | গিয়াই গৃহের কত্রীকে সন্ত্রম জানানো আৰ | শ্যক, পরে অন্য কাজ। কোন মহিলা কাজ { কৰ্ম্ম ছাড়া আর কোন কারণে ভদ্র লোকদের } সঙ্গে দেখা করিতে যাইতে পারেন না । বন্ধু ! ত্বের সাক্ষাতে বড় অধিক কালব্যয় কারওt ন,বড় জোর আধঘণ্টা কথাবাৰ্ত্ত কহিরে। | আদব-কায়দাজ্ঞ ব্যক্তির করেন যে, তুমি l এত টুকু থাকিবে যাহাতে বন্ধুগণ ভূমি এত শীঘ্ৰ চলিয় গেলে বলিয়া কষ্ট পান, भट्न भट्टन डी- { লইয়া ঘরে যাইও না, কারণ তাহার চেচা ।