পাতা:ভারতী ১২৮৫.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয় সহস্যT অত্যাচারে প্রপীড়িত হইয়া, মালাবার, { কঙ্কাল, পরে সিংহলে উপনিবেশ সংস্থাপন |ী করে। সিংহলে মুসলমানদিগের এই প্রথম উপনিবেশ। ইহার পূর্বে যে দেশীয় বণিক f অবশ্যই বলিতে পারি। ঐ মুসলমানের সিংহলের ত্রিণকমলী, জাফনাপত্তন, মানতন্ত্ৰী, মামাব, কেন্দ্রনালী, পটলাম, কলম্বো, | বার্বেরিন, এবং পয়েণ্ট ডিগল, এই কয়েক | স্থানে কয়েকটা উপনিবেশ স্থাপন করে । মানতত্তী ও মান্নার, এই দুইটাই তন্মধ্যে শ্রেষ্ঠ । ইহার আরব, মিশর, পারস্য, হিন্দুস্থান, মলক্কা, ও তন্নিকটবৰ্ত্তী দ্বীপপুঞ্জ, ও চীনের সহিত বাণিজ্য করিত। চীনদেশীয় বণিকের সিংহলে আসিয়া রেশমের বিনিময়ে মুসৰ্ব্বর, জায়ফল, ও নানাপ্রকার সুগন্ধি দ্রব্য ক্রয় কয়িয়া, তাই আবার আরব ও পারস্য হইতে আগত বণিকদিগকে বিক্রয় করিত ; এই রূপে সিংহল সকল দেশের বাণিজ্যের কেন্দ্রভূমি ছিল । সিংহলের বণিকেরাও তৎকালে বিলক্ষণ ধনশালী ছিল । তৎকালে ; তাঁহাদের ভাণ্ডার, মায়ার হইতে মানবত্তী পৰ্য্যস্ত বিস্তৃত ছিল; এবং সিংহল ও তৎ পাশ্ববর্তী দেশজাত বহুমূল্য জব্য সকলে | মালী হইতে শখ ও প্রবাল ; পটগাম ! দারুচিনি ও রন্থমূল্য প্রস্তর ; বীৰ্ব্বেরিন । |. দিগের হস্তে বাণিজ্য ছিল, তাহ আমরা । দেখাইয়াছি; আবার ক্রমে প্রাচীন ভারতী হইতে পান, সুপরি ; কলম্বো হইতে । হইতে নারিকেল তৈল, ও গয়েট ডি গল ! হইতে হস্তিদন্ত আসিত । উহার প্রণালী 's তীরে আধিপত্য রাখিবার জন্য পথে অস্ত্রশস্ত্রসম্বলিত জাহাজ রাখিয় দিত। পূর্বে যে প্রাচীন বৃহৎ বৃহৎ তড়াগ সকলের কথা | উল্লিখিত হইয়াছে, উহার সে সকল বিশেষ । যত্ত্বে রক্ষা করিত । এই সময়ে কতকগুলি রেশম-তন্তুবায়, ভারতবর্ষ হুইতে এখানে প্রথম আগমন করে ; রাজ্য তাহাদিগকে কতকগুলি অসাধারণ অধিকার দিয়াছিলেন। t এই রূপ ষোড়শ শতাব্দীর প্রারম্ভ কাল । পৰ্য্যন্ত সিংহলের বাণিজ্য মুসলমানদিগের | হস্তে বিলক্ষণ উন্নতি লাভ করিয়াছিল। ! তাহার পর উত্তমাশা অন্তরীপ আবিষ্কৃত । হওয়ায়, ক্রমে পটুগিজ ও ওলন্দাজদেগের । হস্তে উছার বাণিজ্য আসিয়া পড়ে ; এই | সময় হইতে উহার বাণিজ্য দিন দিন হ্ৰাস । পাইতে আরম্ভ হয় ; সে সকল লিখিবার ; আমাদের প্রয়োজন নাই। আমরা সংs { ক্ষেপে প্রাচীন সিংহলের বাণিজ্যের অবস্থ{ বর্ষের বাণিজ্য লিখিতে এরত্ত হইব। ] ابجديم