পাতা:ভারতী ১২৮৫.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুসিয়া। డా-జ:--- তৈরিত জ্যৈ ৰঙ্গ ! -`WikitanvirBot (আলাপ)--ബ রূপ অম্বুবিধা আছে, সেইরূপ ইহাতে । } একটি স্ববিধাও আছে। ভলগা প্রভৃতি { নদীতে স্রোতের গতি এত মন্দ যে ছোট 1 ছোট টানিবার স্টীমার (Tag) আর বড় বড় # শষ্যাদিপুর্ণ জাহাজ টানিয়া লইয়া যাইতে ... পারে। ইহাতে শষ্যবাণিজ্যের বিশেষ সুবিধা, } কেন না বন্দরে লইয়া যাইবার অনেক ভাড়া বাচিয়া যায়। আমাদের দেশীয় নদীর তীরে | যেরূপ অপৰ্য্যাপ্ত প্রকৃতির শোভা, রুসিয়ায় | সেরূপ নহে ; সেখানে নদীর ধারে প্রায়ই | সুন্দর দৃশ্য নাই,কেবল ভলগার তীরে এক| স্থানে একশ্রেণী:ক্ষুদ্ৰ পৰ্ব্বত দ্বারা দৃশ্যটি অতিশয় মনোহর হইয়াছে। রুসিয়ায় ভাল | চিত্রকরের দুর্ভিক্ষের এই বোধ হয় এক | কারণ । 球》 } পূৰ্ব্বেই বলা হইয়াছে যে রুসিয়ার আয়}তন এত বৃহৎ যে ইহার অনেক অংশেই { ধূমকলের বংশীধ্বনী কখন শ্রুতিগোচর { হয় নাই। এই সকল স্থানে গমনাগমন বি-- শেষ সহজ ব্যাপার নহে । কুসিয়ার রাস্ত। | ঘাট ও শকটাদি এইরূপ যে তাহদের বিব। রণ পাঠ করিলে মনে হয় যেন উত্তরপশ্চিম 1 অঞ্চলের কোন গ্রদেশে ভ্রমণ করিতেছি। | রুসিয়ায় ভ্রমণের উপযোগী শঙ্কটের মধ্যে | টারেটাসই সৰ্ব্বাপেক্ষা চলিত। ইহা এক প্রকার প্রিধবহীন গাড়ী ইহার ছাদ নাই, কারণ রুসিয়ার রাস্ত ঘাট এমনি উচ্চ-নীচু { এবং সেই হেতু আরেীগণ মধ্যে মধ্যে | এরূপ সবলে উৎক্ষিপ্ত হয় যে শাখায় শক্ত | আচ্ছাদন না থাকিলে গুরুতর আঘাত পাই৷ বার সম্ভাবনা। বৃষ্টির সময় এই সকল গাড়ী কাপড়ের দ্বারা আচ্ছাদিত করিতে হয়। | সেই সময় টারেটাসের সহিত পশ্চিমের রথ । কিবা বলেীয় সহিত বিশেষ প্রভেদ থাকে । ন। বহেলী কিম্ব রখে সচরাচর দুই কিবা । চারিটি গরু কিম্বা ঘোড়া cछोङ्ग इञ्च, किस्त्र | তিন ঘোড়ার কম টারেটাস টানা হয় न । রুসিয়ার রাস্তায় গমনাগমন করা সকল সময়েই প্রায় কষ্টকর, কিন্তু শীতকালে এক । স্তর বরফ জমিয়া যাইলে গাড়ী চলার পক্ষে | বিশেষ সুবিধা হয়। কিন্তু পথিককে এক | বিষয়ে বিশেষ সাবধান হইত্তে হয়। রুসিয়ার শীতকাল অতি ভয়ানক,এবং শরীরের নাসিকাদি অনাচ্ছাদিত অংশের উপর শীতের বিশেষ তীব্র অক্রোশ । এই রূপ শীতাক্রান্ত শরীরাংশের সময়ে প্রতিকার না কৃরিলে উহা নিশ্চয়ই পচিয়া যায়। এই দুর্ঘটনার সম্ভাবনা যত অধিক, ইহার প্রতিকারের উপায়ও সেইরূপ সহজ। শীতক্লিষ্ট শরীরে বরফ ঘসিলে আর কোন ভয় থাকে না । যখন বরফ গলিতে অগ্রস্ত হয় তখন রাস্ত}পথ এরূপ কদৰ্য্য হয় যে যাতায়াত এক প্রকার বন্ধ হইয়া যায়। বিশেষ কাৰ্য্য না থাকিলে কেহ বাটীর বাছির হয় না । আমাদের দেশে অধিক দূর ভ্রমণ করিতে । হইলে পোষ্ট অফিস কিম্বা পুলিসের লোকের সাহায্যে ডাক বসাইতে হয়, রসিয়াতেও সেইরূপ। কিন্তু এদেশে যেমৰ্শ ডাক । বসাইবার উপদেশও টাকা দিলেই নির্ভাবনা; } রুসিয়ায় সেরূপ নহে। মিঃ ওয়ালেস কৰেন, যে এক দিবস তিনি ও র্তাহার ुरू छन